1. rajubdnews@gmail.com : admin :
  2. bipplobsarkar@gmail.com : Md. Bipplob Sarkar : Md. Bipplob Sarkar
  3. crimeaction24@gmail.com : Maruf Gazi : Maruf Gazi
  4. mizanbhola10@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
শুক্রবার, ০৩ মে ২০২৪, ১০:৩৮ অপরাহ্ন

চাঁদপুর  জজ আদালতের  নথি  চুরির ঘটনায় আব্দুর রহমান বেপারী জেল হাজতে

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৬ বার পঠিত হয়েছে

মানিক দাস //
আদালতের নথিচুরির  ঘটনায় চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের পরাজিত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহমান বেপারী কে ৩  বছরের সাজা দিয়েছে  আদালত।
ঘটনার সূত্রে জানা যায় চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা  ইউনিয়নের দু’বারের পরাজিত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহমান বেপারী স্থানীয় এক বিধবা নারীকে ধর্ষণের করে। এই ঘটনায় বিধবা নারী চাঁদপুর জেলা জজ আদালতে একটি ধর্ষনের মামলা দায়ের করেন। ধর্ষনের
মামলা থেকে নিজেকে বাঁচাতে আব্দুর রহমান বেপারী চাঁদপুর জেলা আদালতের আইনজীবী এক সরকারিসহ ধর্ষন মামলার নথি আদালত থেকে গায়েব করার জন্য টাকার বিনিময়ে একটি চক্রকে ভাড়া করেন।
সেই মোতাবেক ওই চক্র চাঁদপুর জেলার জজ আদালত থেকে নথি গায়ক করে।এ ঘটনার পরপর বিষয়টি  নিয়ে পুরো শহরে আলোচনার ঝড় উঠে।
জর্জ আদালতের নথি চুরির ঘটনায় একটি মামলা দায়ের করা হয়।
মামালাটি চাঁদপুরের ডিবি পুলিশকে তদন্তের  নির্দেশ দেয়। ডিবি পুলিশ রহস্য  উদঘাটন করতে গিয়ে এক আইনজীবী সহকারীসহ একে একে পাঁচজনকে আটক করে। তাদের ভাষ্যমতে এই ঘটনার মূল হোতা হিসেবে আব্দুর রহমান বেপারীকে চিহ্নিত করা হয়। আব্দুর রহমান বেপারীর নির্দেশে এই নীতি চুরি করা হয় বলে আটক ব্যক্তিরা জানান।
এই ঘটনায় চাঁদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৩ এ একটি মামলা দায়ের করা হয়। মামলা নং জি আর১২২/২০২০

জজ আদালতের নথী চুরির মামলায় প্রধান আসামী চান্দ্রা ইউনিয়নের সতন্ত্র পরাজিত চ্যায়ারম্যান প্রার্থী আব্দুর রহমান বেপারীর সাড়ে ৩  বছরের সাজা হলে সেই থেকে তিনি পলাতক থাকেন।

  ২৬ই সেপ্টেম্বর মঙ্গলবার  বিকাল সোয়া ৪ টায় বিজ্ঞ আদালতের কাছে আব্দুর রহমান বেপারী কোর্ট সারেন্ডার করলে বিজ্ঞ আদালতের বিচারক  জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন। সরকার পক্ষে আইনজীবী ছিলেন পিপি অ্যাডঃ রনজিত রায় চৌধুরী  এবং আসামি পক্ষের আইনজীবী ছিলেন  অ্যাডঃ ইকবাল বিন বাসার।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর
© All rights reserved by CrimeAction 24 Dot Com.
Theme Customized BY LatestNews