সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৯:২৩ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
Каким образом онлайн-казино привлекают игроков с использованием соревнований বাগাদী চৌরাস্তায় আগুনে পুড়ে ছাই ১০ ব্যবসা প্রতিষ্ঠান চাঁদপুর পাটোয়ারী  নিউজ পেপার এজেন্সির ম্যানেজার কানু রাহুতের পরলোকগমন  বোচাগঞ্জে জাকের পার্টির জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত ৮ মাস পর বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরল ১২ বাংলাদেশী নাবিক চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে  রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসকের উপর হামলা  চাঁদপুরে বন্ধুর বাসায় ডেকে নিষ্ঠুর হামলা দুই হিজরা গ্রেফতার মতলব উত্তরে দুই দিনে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ চাঁদপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মতলব Онлайн гэмблинг-платформа с богатыми премиями и значительной лояльностью.

চাঁদপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মতলব

  • আপডেটের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ০ বার পঠিত হয়েছে
মানিক দাস ॥ চাঁদপুর স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে ২১তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের  ফাইনাল খেলা ।
নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর রোমাঞ্চকর টাইব্রেকারে ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থাকে ৪-৩ গোলে পরাজিত করে মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
শনিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩ টায়  মতলব উত্তর উপজেলা ও ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা দলের মধ্যে ফাইনাল খেলা শুরু হয়।
ফাইনাল ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য ম্যাচ এবং টুর্নামেন্টের সেরা গোলরক্ষক নির্বাচিত হন মতলব উত্তরের খেলোয়াড় মো. সাকিব হোসেন।
অপরদিকে দুই গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার অর্জন করেন ফরিদগঞ্জের তারিকুল ইসলাম। পুরো টুর্নামেন্টে ধারাবাহিক দক্ষতার কারণে সেরা খেলোয়াড় নির্বাচিত হন মতলব উত্তরের মো. ওমর সানি মুন্সী।
জেলার ৮ উপজেলার অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টে ছিল স্হানীয় খেলোয়াড়দের দুর্দান্ত পারফরম্যান্স ও দর্শকদের প্রাণবন্ত উপস্থিতি। ফাইনাল খেলায় স্টেডিয়াম ছিল দর্শকে পরিপূর্ণ। প্রায় দশ হাজারেরও বেশি ফুটবলপ্রেমী ম্যাচটি উপভোগ করেন উৎসবমুখর পরিবেশে।
ফাইনাল খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি, মেডেল ও প্রাইজমানি তুলে দেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ মোহসীন উদ্দিন এবং পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব।
প্রাইজমানি হিসেবে চ্যাম্পিয়ন দল পুরস্কার পায় ২০ হাজার টাকা আর  রানারআপ দল পায় ১৫ হাজার টাকা এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় পেয়েছেন ৫ হাজার টাকা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, জেলা প্রশাসক গোল্ডকাপ শুধু একটি ফুটবল টুর্নামেন্ট নয়, এটি আমাদের তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত রাখার এক অনন্য প্রয়াস। খেলাধুলা মানুষকে শৃঙ্খলাবদ্ধ ও মানবিক করে তোলে। আগামীতে আরও বড় পরিসরে এই খেলার আয়োজন অব্যাহত থাকবে।
পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, খেলাধুলা তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখে। জেলা পুলিশের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের ইতিবাচক কর্মকাণ্ডে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির আহবায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. জালাল উদ্দিন, চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, ক্রীড়াবিদ ও হাজারো ফুটবলপ্রেমী দর্শক।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com