1. rajubdnews@gmail.com : admin :
  2. bipplobsarkar@gmail.com : Md. Bipplob Sarkar : Md. Bipplob Sarkar
  3. crimeaction24@gmail.com : Maruf Gazi : Maruf Gazi
  4. mizanbhola10@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
বুধবার, ১৫ মে ২০২৪, ০৬:৪২ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
প্রায় সাড়ে পাঁচ মাস বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু নবাবগঞ্জে বোরো ধান, চাল ও গম সংগ্রহের উদ্বোধন করলেন ইউএনও  এমভি আব্দুল্লাহর নাবিকদের ফুল দিয়ে বরণ দোয়াত কলম মার্কার সমর্থণে জাতীয় শ্রমিক লীগ চাঁদপুর জেলা শাখার যৌথ সভা মৈশাদী ও লক্ষীপুর ইউ‌নিয়‌নে চেয়‌ারম‌্যান প্রা‌র্থি না‌জিম দেওয়ানের উঠান বৈঠক ধান মাড়াই-শুকানোয় ব্যস্ত মতলব উত্তরের কৃষকেরা ৯ নং ওয়ার্ডে দোয়াত কলম মার্কার চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলী বেপারীর গনসংযোগ  এবার বলিউডে পা রাখছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। বিতর্কে জড়ালেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি সেন্সর বোর্ডের নতুন কমিটিতে রয়েছেন যারা

চাঁদপুর মাছ ঘাটে স্থানীয় মাছ নেই ॥ সমুদ্রের পচা গলা ইলিশে ঘাট সয়লাব

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৭৮ বার পঠিত হয়েছে

মানিক দাস // বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ও পরিচিত মাছের ঘাট চাঁদপুর শহরের বড় স্টেশন মাছ ঘাট।এর ঐতিহ্য সেই বিটিশ সাশন আমল থেকে। তখন চাঁদপুরের নদী সীমানায় প্রচুর রূপালী ইলিশ জেলেদের জালে আটকা পড়তো। আর সেই মাছ এ বাজারে এনে জেলেরা বিক্রি করতো। এখন আর চাঁদপুরের সেই রূপালী ইলিশের দেখা নেই। যে সব ইলিশ বড় স্টেশন মাছ ঘাটে দেখা যায় অন্য জেলা থেকে আড়ৎদারগণ কিনে এনে চাঁদপুরের ইলিশ বলে বিক্রি করে।

দীর্ঘদিন দক্ষিণাঞ্চল ও নোয়াখালির হাতিয়া সমুদ্র এলাকায় মাছ ধরা নিষিদ্ধ থাকায় আড়তদার ও শ্রমিকরা অলস সময় পার করে। গত কয়েকদিন ধরে বড় স্টেশন মাছ ঘাট সরব হয়ে উঠেছে। আড়তদারদের পাশাপাশি শ্রমিকদের কর্মব্যস্ততা বেড়েছে বহুগুণ।

ঘাটে ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিন কয়েক হাজার মণের অধিক ইলিশ ঘাটে আসছে। চাঁদপুরের মেঘনার ইলিশের তুলনায় ভোলা-বরিশাল, সন্দ্বীপ-হাতিয়ার ইলিশের পরিমাণ অনেক বেশি। ফলে চাঁদপুরের ইলিশের দাম এখনো ক্রেতাদের হাতের নাগালে আসেনি।

মঙ্গলবার (২৭ জুলাই) চাঁদপুর মাছ ঘাট ঘুরে দেখা যায়, হাঁক-ডাক আর নিলামে চাঁদপুর মাছ ঘাট সরগম হয়ে উঠেছে। কেউ প্যাকেট করার কাজে ব্যস্ত, কেউবা ডেলিভারির জন্য ক্রেতার নাম লিখছেন প্যাকেটের গায়ে। কেউ আবার ট্রলার থেকে ঝুড়িতে করে ইলিশ মাথায় করে আড়ৎ ঘরের সামনে এনে নামাচ্ছে। সবকিছু মালিয়ে মাছ ঘাট জমজমাট হয়ে উঠেছে। বেড়েছে সকলের মাঝে কর্মব্যস্ততা।

কয়েকজন আড়ৎ মালিকের সাথে কথা বলে জানা যায়, ৮০০-৯০০ গ্রাম ওজনের চাঁদপুরের ইলিশের প্রতি কেজি খুচরা বাজারে এক হাজার টাকা, ১ কেজি ও তার বেশি ওজনের ইলিশের দাম ১২শ থেকে দেড় হাজার টাকা। দেড় কেজি বা তার বেশি ওজনের ইলিশের দাম ২ হাজার থেকে ৩ হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

অপরদিকে ভোলা, বরিশাল সন্দ্বীপ-হাতিয়া থেকে আসা ৮শ -৯শ গ্রাম ওজনের ইলিশের মণ ৩০/৩২ হাজার টাকা। ১কেজি ও কিছু বেশি ওজনের ইলিশের মণ ৪৮ হাজার টাকা। দেড় কেজি বা তার বেশি ওজনের ইলিশের দাম প্রতি মণ ৬০ হাজার টাকা বিক্রি হচ্ছে বলে ব্যবসায়ীরা জানান।

এ বিষয়ে চাঁদপুর মৎস্য বণিক সমিতির সভাপতি আব্দুল বারী জমাদার মানিক বলেন, ‘সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ঘাটে ক্রেতা-বিক্রেতাদের স্বাস্থ্যবিধি নিশ্চিতে সার্বক্ষণিক তৎপর রয়েছে জেলা মৎস্য বণিক সমিতি। আমরা হ্যান্ড মাইকে সব সময় দূরত্ব বজায় রাখার জন্য সবাইকে সচেতন করছি। এছাড়াও কর্মরত শ্রমিকদেরকে সমিতির পক্ষ থেকে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার দেয়া হচ্ছে।

হাতিয়ার রফিকুল্লাহ নামের এক জেলে জানান, ‘সাগরের ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় আমরা সমুদ্রে এখন মাছ ধরতে যেতে পারছি। প্রচির ইলিশ জালে আটকা পরছে। তাই চাঁদপুর ঘাটে এনে আমরা মাছ বিক্রি করতে পারছি। সে জন্য ঘাটে ইলিশ আসা বৃদ্ধি পেয়েছে। করোনার লকডাউনের কারণে দূরের কোনো ক্রেতা আসতে পারছেন না। এতে ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন। অনেক মাছ পচে গলে যাচ্ছে। আর সেই মাছ ভিন্ন জেলার লোকরা এসে তা কেটে লবন দিয়ে প্রক্রিয়াজাত করে লোনা দিচ্ছে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর
© All rights reserved by CrimeAction 24 Dot Com.
Theme Customized BY LatestNews