পারিবারিক সূত্রে জানা যায়, মোঃ আক্তারুজ্জামান পাটওয়ারী ১ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাবুরহাট গেলে হার্ট অ্যাটাক করেন। পরে তাকে চাঁদপুর স্পেশালাইজড ফেমাস হাসপাতালে নিয়ে ভর্তি করালে অবস্থার অবনতি দেখায় লাইফ সাপোর্টে রাখা হলে সেখানে রাত সাড়ে ৮টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের উত্তর চরবাকিলা পাটওয়ারী বাড়ির মৃত শহিদ উল্যাহ পাটওয়ারীর বড় ছেলে। কর্মজীবনে তিনি প্রায় ৩০ বছরের বেশি সময় ধরে চাঁদপুর সদর উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে দলিল লেখক হিসেবে কাজ করে আসছিলেন। তার বাবা এবং চাচাও স্বনামধন্য দলিল লেখক হিসেবে কাজ করে গেছেন। তার ছোট ভাই আল মামুন লিটুও বর্তমানে চাঁদপুর সদর উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে দলিল লেখক হিসেবে কর্মরত আছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়ে ও ৫ ভাই সহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন।গতকাল সোমবার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানা যায়, মরহুম আক্তারুজ্জামান পাটোয়ারী টানা দ্বিতীয়বারের মতো চাঁদপুর সদর উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।
সর্বশেষ ২০২৩ সালের ৫ অক্টোবরের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রতিদ্বন্দ্বির মধ্যে আক্তারুজ্জামান পাটোয়ারী ঘড়ি মার্কায় সর্বোচ্চ ১৭ ভোট পেয়ে বিজয়ী হয়ে ছিলেন ।