সোমবার, ১৯ মে ২০২৫, ০১:৫৩ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
ফরিদগঞ্জ উপজেলা জুয়েলারি মালিক সমিতি সভাপতির দোকানে দুধর্ষ চুরি  চাঁদপুর শহরে ম্যানহোল বিস্ফোরণ // আহত তিন কচুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুব আলম বিমানবন্দরে গ্রেপ্তার মতলব উত্তরে গৃহবধূর বিষপ্রানে আত্ত্বহত্যা যৌথ বাহিনী কর্তৃক মতলব দক্ষিণ উপজেলার নায়ের গাঁও বাজার এলাকা থেকে ৮৫০ পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ডি-লিট ডিগ্রি পেলেন প্রধান উপদেষ্টা কচুয়ায় পানিতে ডুবে শিক্ষক পুত্রের মৃত্যু চাঁদপুর শহরে অপহরনের পর কয়লা ঘাট থেকে রাব্বিকে উদ্ধার // ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু  চাঁদপুরে মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন চাঁদপুরে আওয়ামী লীগ নেতা মঞ্জু মাঝি আটক

চাঁদপুর সরকারি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরন 

  • আপডেটের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ০ বার পঠিত হয়েছে
মানিক দাস // চাঁদপুর সরকারি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গতকাল ২২ ফেব্রুয়ারী শনিবার সকালে কলেজ প্রাঙ্গনে তা অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমানের সভাপতিত্বে এবং  সহযোগী  অধ্যাপক বাংলার তাহমিনা ফেরদৌস, উদ্ভিদ বিদ্যার সহযোগী  অধ্যাপক ফয়েজ আহমেদ প্রধানিয়া ও দর্শনের প্রভাষক মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহাম্মদ মুহসীন উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক বলেন, আমি চাঁদপুরে আসার পর এই প্রথম মহিলা কলেজে এসেছি। আমার আরো আগেই আশার প্রয়োজন ছিল। এ অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেয়ার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। আমরা একুশে ফেব্রুয়ারি পালন করেছি। ভাষার মাসে দাঁড়িয়ে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। ক্রিয়া প্রতিযোগিতায় সাংস্কৃতিক অনুষ্ঠান এসব বিষয় নিয়ে আমি কোন কথা বলতে চাই না। ছাত্রীদের দুই চারটি কথা বলব। আপনারা জানেন ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার সুফলটা কি। অনেক ভালো লেগেছে সরকারি মহিলা কলেজের এত সুন্দর একটা নৃত্যের দল আছে তাদের নৃত্য দেখে। আমরা মনে করি কলেজ গুলোতে পড়া লেখাই শুধু একমাত্র কাজ। না শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশুনার বাইরে ও অনেক কাজ আছে। তা হলে শিক্ষার্থীদের প্রতিভাবে বিকশিত করা। আমি বিশ্বাস করি আজকে যারা নৃত্য পরিবেশন করেছে তারা একদিন বাংলাদেশে শ্রেষ্ঠ  নৃত্য শিল্পী হবার গৌরব রাখে।চাঁদপুর সরকারি মহিলা কলেজের ছাত্রিদের কয়েকটি বিষয়ে কথা বলতে চাই। পাহাড়ে বা বিছিন্ন অঞ্চলে এক সময় গোত্র প্রাধানরা প্রশাসন করতো। এই গোত্র প্রধান করা ছিল, তারা সবাই ছিল পুরুষ। তারা সেই পুরুষ শক্তিশালী ও সামর্থবান তারাই সব কিছু নিয়ন্ত্রন করতো। কালের বিবর্তনে এখন যদি নিয়ে আসো এই সমাজ কারা শাষন করছে, কারা নিয়ন্ত্রন করছে অধিকাংশ ক্ষেত্রে দেখবা পুরুষরাই সমাজ নিয়ন্ত্রন করছে। তোমরা এখানে যারা ছাত্রী আছো এখন ফাগুন মাস তোমরা ছাত্রীরা এখানে দেখছি ফাগুনের সাজে সেজে তোমরা প্রত্যেকে প্রজাপতির মতো উড়ছ। এই উড়াটা কত দিন থাকবে পুরুষ তান্ত্রিক সমাজে। এই মাঠটা কখোনই সমতল নয়। বাবার বাড়িতে থাক তত দিন ভাল। তারপরের স্টেজ গুলোতে গেলে তা আর থাকেনা। আজকে তোমরা উড়ছ, ঘুরছ ফিরছ এটা খুব দ্রুত শেষ হয়ে যাবে। তোমরা প্রত্যেকে পড়া লেখা করছো, আমাদের পারিবারিক প্রথা, সামাজিক প্রথা, সামাজিক সংস্কৃতি অনেক বেশি শক্তিশালি। আজকে তোমরা যারা এখানে আছো প্রত্যেকে ভাল ছাত্রী। আমি অধ্যক্ষ মহোদয় কে জিজ্ঞাসা  করেছিলাম আপনার এখান থেকে কতজন ডাক্তারিতে  চান্স পেয়েছে। তিনি বলেছেন ৬ পারসেন্ট । আরো কিছু ওয়েটিং এ আছে। আজকে তোমরা উড়ছ, ঘুরছ ফিরছ তোমরা ভাল ছাত্রী বলেই করতে পারছ। তা ধরে রাখতে হলে উচ্চ শিক্ষার বিকল্প নেই।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ আবদুর রাকিব পিপিএম।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করে একাদশ বিঞ্জান বিভাগের শিক্ষার্থী খাইরাতুল সারা ও গীতা পাঠ করে একই শ্রেণীর শিক্ষার্থী প্রাপ্তি সাহা।
উপাধক্ষ্য ইকবালুর রহমান, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এনামুল হকসহ কলেজের সকল বিভাগীয় প্রধান, সহযোগী অধ্যাপক, প্রভাষকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com