1. rajubdnews@gmail.com : admin :
  2. bipplobsarkar@gmail.com : Md. Bipplob Sarkar : Md. Bipplob Sarkar
  3. crimeaction24@gmail.com : Maruf Gazi : Maruf Gazi
  4. mizanbhola10@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৮:৩৬ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
নাউরী আহম্মদিয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি নির্বাচনের তফসিল ঘোষণা চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন কনভেনশনে যোগ দিতে সিঙ্গাপুর যাচ্ছেন সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও তার পরিবারের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মতলব উত্তরে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী ১৭ বছর পর আটক রাজধানীর শিশু ক্রয়-বিক্রয় চক্রের সদস্য চাঁদপুরে গ্রেফতার নবাবগঞ্জ উপজেলা নির্বাচন চেয়ারম্যান প্রার্থী নাইন্টির ঘোড়া মার্কার উঠান বৈঠক মুরাদনগরে আশ্রয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক ভোট কেন্দ্রের বাইরে থাকায় প্রিজাইডিং অফিসারকে বহিষ্কার আশুলিয়ায় স্বামী-স্ত্রীসহ ৪ জনের লাশ উদ্ধার রাত পোহালেই চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন 

টেকনাফ ও ঘুমধুম সীমান্তে ৫ শিশুসহ ১২ রোহিঙ্গার লাশ উদ্ধার

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০১৭
  • ৪৭ বার পঠিত হয়েছে

স্টাফ রিপোর্টার : মিয়ানমারের রাখাইন অঞ্চলে সেনাবাহিনীর দমন অভিযানের মধ্যে কক্সবাজারের টেকনাফ ও বান্দরবানের ঘুমধুম সীমান্ত থেকে আরও ১২ রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী থেকে পাঁচ শিশুসহ সাতজনের এবং ঘুমধুম সীমান্ত এলাকা থেকে পাঁচ রোহিঙ্গার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ নিয়ে গত দুই সপ্তাহে মোট ৭০ রোহিঙ্গার লাশ উদ্ধার করা হল বাংলাদেশে। এ ছাড়া আরও দুই রোহিঙ্গা নারী গতকাল বুধবার অসুস্থ হয়ে মারা গেছেন।

টেকনাফ থানার ওসি মো. মাইনউদ্দিন খান জানান, সকালে টেকনাফের সাবরাং ইউনিয়নে শাহপরীর দ্বীপের গোলারচর পয়েন্ট থেকে পাঁচ শিশুর এবং বিকালে আরও এক নারী ও পুরুষের লাশ পাওয়া যায়। লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে এলাকাবাসীর সহায়তায় তা উদ্ধার করে। শিশুদের বয়স আনুমানিক ৭/৮ বছর বলে ধারণা করছে পুলিশ। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ কর্মকর্তারা বলছেন, কোনো নৌকাডুবির ঘটনায় এই রোহিঙ্গা শিশুদের মৃত্যু হয়ে থাকতে পারে। লাশগুলো টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকায় রাখা হয়েছে এবং সেখানেই দাফনের ব্যবস্থা করা হচ্ছে বলে জানান ওসি। বিজিবি কক্সবাজার ৩৪ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুরুল হাসান জানান, গতকাল বুধবার বিকালে ঘুমধুমে সীমান্তের এপাড় থেকে গুলিবিদ্ধ পাঁচ লাশ উদ্ধার করা হয়েছে। যারা মিয়ানমার সীমান্তের ওপাড়ে গুলিতে মারা যাওয়ার পর স্বজনরা দাফনের ব্যবস্থা করার জন্য এপাড়ে নিয়ে এসেছেন। তবে তাৎক্ষণিকভাবে এদের পরিচয় জানাতে পারেননি তিনি।

এর আগে গত মঙ্গলবার একজন, রোববার পাঁচজন, শনিবার তিনজন, গত শুক্রবার ২৬ জন, বৃহস্পতিবার ১৯ জন এবং গতকাল বুধবার চার রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়। এদিকে গতকাল বুধবার ভোরের দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকায় অসুস্থ হয়ে দুই রোহিঙ্গা নারীর মৃত্যু হয় বলে ওসি মাইনউদ্দিন খান জানান। তিনি বলেন, গত ২ দিনে আগে অনুপ্রবেশকারী কিছু রোহিঙ্গা টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকায় অবস্থান করছে। তাদের মধ্যে দুই রোহিঙ্গা নারী অসুস্থ হয়ে মারা যান। তাদের একজনের বয়স ৮০ বছরের বেশি। অপরজনের বয়স আনুমানিক ৪৫ বছর। তবে কোন ধরনের অসুস্থতায় তাদের মৃত্যু হয়েছে তা জানাতে পারেনি পুলিশ। গত ২৪ অগাস্ট মিয়ানমারের রাখাইনে পুলিশ পোস্ট ও সেনাক্যাম্পে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর সহিংসতা ছড়িয়ে পড়ায় সীমান্তে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের ঢল শুরু হয়। কক্সবাজার ও বান্দরবানে নাফ নদী পেরিয়ে সীমান্তের জিরো পয়েন্টে আশ্রয় নেওয়া অসহায় রোহিঙ্গাদের দিকে মিয়ানমারের সীমান্তরক্ষীদের গুলি করার ঘটনাও ঘটেছে। জাতিসংঘের হিসাবে এ পর্যন্ত সোয়া এক লাখ রোহিঙ্গা রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। তবে প্রকৃত সংখ্যা এর চেয়ে কয়েক গুণ বেশি বলে সীমান্তবাসীর ধারণা।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর
© All rights reserved by CrimeAction 24 Dot Com.
Theme Customized BY LatestNews