1. rajubdnews@gmail.com : admin :
  2. bipplobsarkar@gmail.com : Md. Bipplob Sarkar : Md. Bipplob Sarkar
  3. crimeaction24@gmail.com : Maruf Gazi : Maruf Gazi
  4. mizanbhola10@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
রবিবার, ০৫ মে ২০২৪, ০৩:৫২ অপরাহ্ন

ঢাবি চারুকলায় মেধাস্থান অর্জন করেছেন ‘স্নেহা পাল’

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১১ জুন, ২০২৩
  • ৫৮ বার পঠিত হয়েছে
মানিক দাস // ছোটবেলা থেকে স্নেহা পাল নিরবে ছবি আঁকতেন। শ্রেনী কক্ষে অন্যান্য বন্ধুদের সাথে ছবি আঁকার সময় তেমন কোন কথা বলতেন না। নীরবে শুধু ছবিই আঁকতেন। স্নেহা পাল ৬ বছর যাবৎ সংগীত নিকেতনে ছবি আঁকা প্রশিক্ষণ নিচ্ছে। ছবি অংকনে তার ধৈর্য, মননশীলতা ধীরে ধীরে দক্ষ চিত্রশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করতে শুরু করেছে। স্নেহা পাল সংগীত নিকেতনের পহেলা বৈশাখ, নজরুল জয়ন্তী, রবীন্দ্র জয়ন্তী প্রদর্শনীতে অংশগ্রহন করে। এছাড়া বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহন করে পুরস্কৃত হন। স্নেহা পাল, পিতা বিপ্লব পাল, চাঁদপুর শহরের গুয়াখোলার বাসিন্দা।  ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা  অনুষদ ২০২২—২০২৩ সনের ভর্তি পরীক্ষা পুরোদেশ জাতীয় মেধাক্রমে স্থান অর্জন করে। সেখানে সারা দেশ থেকে ১০ হাজার ছাত্র—ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে। সে কারনে চাঁদপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক  সংগঠন সঙ্গীত নিকেতনে পক্ষ থেকে চিত্রাংকন বিভাগের ছাত্রী স্নেহা পালকে গত ৮ জুন শুক্রবার লেডী দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ১১টায় শ্রেনী কক্ষে পরিচিতি সভা ও অভিনন্দন জ্ঞাপন করা হয় । পরিচিত সভায় উপস্থিত ছিলেন, সংগীত নিকেতনের  অধ্যক্ষ স্বপন সেনগুপ্ত, সংগীত নিকেতনের চিত্রাঙ্গন বিভাগের প্রধান চিত্রশিল্পী অমল সেনগুপ্ত, কন্ঠশিল্পী বিচিত্রা সাহা, বিমল দে, পলাশ সেনগুপ্ত, রিয়া চক্রবর্তী, পল্লব সেনগুপ্ত, অভিভাবক বিপ্লব পালসহ সংগীত নিকেতনের ছাত্র—ছাত্রীরা । স্নেহা পাল যেনে দেশের সুনাম অর্জন করতে পারে তার জন্য সবাই আর্শীবাদ করার জন্য  অনুরোধ জানিয়েছেন তার শিক্ষকবৃন্দসহ অভিভাবকবৃন্দ।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর
© All rights reserved by CrimeAction 24 Dot Com.
Theme Customized BY LatestNews