1. rajubdnews@gmail.com : admin :
  2. bipplobsarkar@gmail.com : Md. Bipplob Sarkar : Md. Bipplob Sarkar
  3. crimeaction24@gmail.com : Maruf Gazi : Maruf Gazi
  4. mizanbhola10@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
শনিবার, ১৮ মে ২০২৪, ০১:১৪ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
চাঁদপুর সরকারি হাসপাতালে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু হাজীগঞ্জে খালে মিলল অজ্ঞাত নারীর মরদেহ ছেংগারচর পৌর ৫নং ওয়ার্ড লীগের কমিটি গঠন সুবিধাবঞ্চিত শিশুদের সুরক্ষা ও অধিকার শীর্ষক এ্যাডভোকেসি সম্মেলন নির্বাচনি আচরণবিধি লঙ্গন চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলামের সমর্থকে ৫ হাজার টাকা জরিমানা। অ্যাড. জসীম উদ্দিন পাটওয়ারী ও অ্যাড. জাহিদুল ইসলাম রোমানের নেতৃত্বেঘোড়া মার্কার সমর্থনে চাঁদপুরে বিশাল মিছিল ও গণসংযোগ মতলব উত্তরে চরাঞ্চলে রাসেল ভাইপার আতঙ্কে মিলছে না ধানকাটার শ্রমিক! হংকং বেকারী ও চাঁদপুর সরকারি হাসপাতালের ক্যান্টিনে জরিমান  চাঁদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর পদত্যাগ, অবসান হলো লি যুগের

তাহিরপুর সীমান্তে আইন আছে প্রয়োগ নেই: বেড়েছে চোরাচালান ও মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ১০৮ বার পঠিত হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার ছাতক,দোয়ারাবাজার,বিশ^ম্ভরপুর,মধ্যনগর ও সুনামগঞ্জ সদর উপজেলা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ ভাবে পাচাঁরকৃত বিভিন্ন মালামালসহ চোরাচারকারীদের প্রতিদিনই গ্রেফতার করছে পুলিশ। কিন্তু চোরাচালান ও চাঁদাবাদদের স্বর্গরাজ্য তাহিরপুর সীমান্তে নেই কোন অভিযান। এরফলে একাধিক মামলার আসামীরা সীমান্ত এলাকায় পৃথক সিন্ডিকেড তৈরি করে রাজস্ব ফাঁকি দিয়ে প্রতিদিন কয়লা,পাথর,চিনি ও গরুসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য অবাধে পাচাঁর করছে। সেই সাথে প্রশাসনের সোর্স পরিচয় দিয়ে করছে চাঁদাবাজি। তাদের নেতৃত্বে চোরাচালান করতে গিয়ে সম্প্রতি ৩জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে- প্রতিদিনের মতো গতকাল রবিবার (১লা অক্টোবর) রাত ১২টা থেকে আজ সোমবার (২রা অক্টোবর) ভোর সকাল ৬টা পর্যন্ত টেকেরঘাট সীমান্তের চুনাপাথর খনি প্রকল্পের পুলিশ ফাঁড়ির পাশ দিয়ে চোরাকারবারী মোক্তার মহলদার,আক্কাছ মিয়া,ভোট্টো মিয়া,শহিদল,রফিকুল,ফিরোজ ও বদিউজজ্জামালগং প্রায় ৫০মেঃটন কয়লা পাচাঁর করে নিলাদ্রী লেকপাড়ে অবস্থিত অসিউর রহমানের ডিপুতে নিয়ে মজুত করে বিক্রি করে। এই সীমান্তে বুরুঙ্গাছড়া ও রজনী লাইল এলাকা দিয়ে একই ভাবে শতাধিক মেঃটন কয়লাসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য পাচাঁর করে বিজিবি ক্যাম্প সংলগ্ন বড়ছড়ার বিভিন্ন ডিপুতে ওপেন বিক্রি করে চোরাকারবারীরা। অন্যদিকে পাশের বালিয়াঘাট সীমান্তে লাকমা ও লালঘাট এলাকা দিয়ে একাধিক মামলার আসামী ইয়াবা কালাম, রতন মহলদার,কামরুল মিয়া,জিয়াউর রহমান জিয়া,মনির মিয়া ও নেকবর আলীগং ১০টি ইঞ্জিনের নৌকা বোঝাই করে প্রায় ২৩০মেঃটন কয়লা পাচাঁর করে। এছাড়াও চারাগাঁও সীমান্তের লালঘাট,বাঁশতলা,এলসি পয়েন্ট,কলাগাঁও, জঙ্গলবাড়ি ও লামাকাটা এলাকাদিয়ে গত ২দিনে শতাধিক ইঞ্জিনের নৌকা দিয়ে প্রায় ২হাজার মেঃটন কয়লা ও চুনাপাথরসহ চিনি,সুপারী ও মাদকদ্রব্য পাচাঁর করেছে একাধিক মামলার আসামী লেংড়া জামাল,রফ মিয়া,আইনাল মিয়া,হযরত আলী,সাইফুল মিয়া,আনোয়ার হোসেন বাবলু,খোকন মিয়া,রুবেল মিয়াগং। অপরদিকে চাঁনপুর ও লাউড়গড় সীমান্তের নয়াছড়া,গারোছড়া,রাজাই, কড়ইগড়া,বারেকটিলা,যাদুকাটা নদী,সাহিদাবাদ,পুরান লাউড় এলাকা দিয়ে ভারত থেকে রাজস্ব ফাঁকি দিয়ে সোর্স পরিচয়ধারীরা ওপেন কয়লা,পাথর,গরু,নাসিরউদ্দিন বিড়ি,মদ, গাঁজা,ইয়াবা,গাছ ও কসমেটিস পাচাঁর করলেও কেউ কোন পদক্ষেপ নেয়নি। গত শুক্রবার (২৯সেপ্টেম্ভর) ভোরে লাউড়গড় বিজিবি ক্যাম্পের সামনে অবস্থিত যাদুকাটা নদী দিয়ে ভারত থেকে পাথর ও কয়লা পাচাঁরের সময় বিএসএফের তাড়া খেয়ে নদীতে ডুবে শ্রমিক কাছম আলী (৬০) মারা যায়। এরআগে গত ৩আগস্ট (বৃহস্পতিবার) ভোরে একই ভাবে যাদুকাটা নদী দিয়ে ভারত থেকে পাথর পাচাঁরের সময় নৌকা ডুবে আব্দুল হাসিম (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়। এছাড়া গত ৫আগস্ট (শনিবার) দুপুরে বালিয়াঘাট সীমান্তের লাকমাছড়া এলাকা দিয়ে ভারত থেকে কয়লা পাচাঁর করতে গিয়ে গর্তে পড়ে আক্তার হোসেন (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়। এছাড়াও সীমান্ত চোরাচালান করতে গিয়ে তাহিরপুর উপজেলার বীরেন্দ্রনগর,চারাগাঁও,বালিয়াঘাট,টেকেরঘাট,চাঁনপুর ও লাউড়গড় সীমান্তে নদীতে ডুবে ও চোরাই কয়লার গর্তে মাটি চাপা পড়ে গত এপর্যন্ত শতাধিক লোকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। কিন্তু এব্যাপারে চোরাচালান নিয়ন্ত্রণকারী সোর্স ও তাদের গডফাদারের বিরুদ্ধে কখনোই আইনগত পদক্ষেপ নেওয়া হয়না। তাই সীমান্ত চোরাচালান ও চাঁদাবাজি দিনদিন আশংকাজনক হারে বেড়েই চলেছে। এজন্য বিজিবির পাশাপাশি পুলিশ ও র‌্যাব প্রশাসনের সহযোগীতা জরুরী প্রয়োজন বলে জানিয়েছে উপজেলার ৩ শুল্কস্টেশনের সচেতন বৈধ ব্যবসায়ীরা।
এব্যাপারে তাহিরপুর থানার ওসি নাজিম উদ্দিন বলেন- থানা-পুলিশের কোন সোর্স নাই। প্রশাসনের নাম ভাংগিয়ে যারা সীমান্ত এলাকায় চোরাচালান ও চাঁদাবাজি করছে তাদের ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে। সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক মাহববুর রহমান বলেন- সীমান্ত এলাকায় বিজিরির কোন সোর্স নাই। তবে চোরাচালান প্রতিরোধের জন্য আমরা আমাদের মতো করে চেষ্টা করছি।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর
© All rights reserved by CrimeAction 24 Dot Com.
Theme Customized BY LatestNews