1. rajubdnews@gmail.com : admin :
  2. bipplobsarkar@gmail.com : Md. Bipplob Sarkar : Md. Bipplob Sarkar
  3. crimeaction24@gmail.com : Maruf Gazi : Maruf Gazi
  4. mizanbhola10@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০১:৩২ পূর্বাহ্ন

নবাবগঞ্জে দৃষ্টি প্রতিবন্ধী রাজু মিয়ার ভাগ্যে জোটেনি কোন সরকারী অনুদান!

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ৬৫ বার পঠিত হয়েছে
নবাবগঞ্জ(দিনাজপুর)থেক সৈয়দ হারুনুর রশীদ। 
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের আমবাগান গ্রামের অসহায় নিঃস্ব দৃষ্টি প্রতিবন্ধী রাজু মিয়ার(২৬) ভাগ্যে জোটেনি কোন প্রকার সরকারী অনুদান। ভিজিএফ কর্মসূচীর চালের তালিকা এবং সরকারী ভাবে আর্থিক সহায়তার তালিকা কোনটিতেই তার নাম আসে নাই। এলাকার বিভিন্ন বাজারে বাজারে ঘুরে কখন ঢোল বাজিয়ে গান শুনায়ে আবার কখন সাহায্য চেয়ে কোন রকমে দিনাতিপাত করে যাচ্ছে। রাজু মিয়া জানালেন তার পিতার নাম মৃত রহমত আলী। অনেক আগেই তিনি প্রয়াত হয়েছেন।
আর মা আনিছা বেগম তার সংসারে রয়েছেন।রাজু মিয়া দুঃক্ষ ও ভারাক্রান্ত কন্ঠে গত
বৃহস্পতিবার দরগা বাজারে জানান করোনার শুরুতে তার স্ত্রী এক সন্তানের জননী বিথি বেগম নানা রোগে আক্রান্ত হয়ে প্রায় দেড় বছর পূর্বে মারা যায়। আর ৮ মাস পূর্বে তার আদরের সাদিয়া নামে এক মাত্র কণ্যা সন্তানটি শেষ নিশ্বাস
ত্যাগ করেন। স্ত্রী সন্তান হারানোর শোক আর ক্ষুদার তাড়নার মধ্যেও তাকে বাজারে বাজারে ঘুরে কখোন ঢোল বাজায়ে গান গেয়ে কখোন বাদাম ভাজা বিক্রি করে আবার কখনো মানুষের কাছে হাত পেতে সাহায্য করে চলতে হয়েছে।এখনও সেভাবেই চলছে। তার ভাষায় তার এলাকার কোন মেম্বার বা চেয়ারম্যানের নিকট থেকে সরকারী কোন অনুদান সে পায়নি। তাকে কেন সরকারী সুবিধা দেয়া হয়না বা চেয়ারম্যান মেম্বার দেন না সেটা তার জানা নাই। রাজু বর্তমানে তার নিজ গ্রামেরই চম্পা নামে একজনকে বিয়ে করেছে।এখন সেই স্ত্রীকে সাথে নিয়ে সে রোজগারের জন্য বের হয়।রাজু জানায় তার নামে সমাজ সেবা অফিস থেকে একটি প্রতিবন্ধী ভাতার কার্ড হয়েছে। তবে সেই কার্ডের কোন টাকা সে এখনও পায় নাই। রাজুর বিষয়ে মাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান রহিম বাদশাহর সাথে কথা বললে তিনি জানান রাজুকে এক হাজার টাকা দেয়া হয়েছে। চেয়াম্যানের টাকা দেয়ার বিষয়ে
রাজু জানায় চেয়ারম্যান মিথ্যা কথা বলেছে। রাজুর বক্তব্য শুনে উপস্থিত অনেকেই আপসোস করে প্রশ্ন তোলেন দৃষ্টি প্রতিবন্ধী রাজুর মত অসহায় নিঃস্বরা যদি পায় তাহলে পায় কারা!

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর
© All rights reserved by CrimeAction 24 Dot Com.
Theme Customized BY LatestNews