প্রতিবন্ধীর স্ত্রীকে নিয়ে উধাও হওয়া এবং একাধিক অভিযোগে আলোচনায় থাকা সেই যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ।
চাঁদপুর পুরান বাজার দুই নম্বর ওয়ার্ডের মধ্য শ্রীরামদি এলাকার বাসিন্দা যুবলীগ নেতা রুবেল মিজি সম্প্রতি হঠাৎ করেই নিখোঁজ হন। তার সঙ্গে নিখোঁজ হন পুরান বাজার নিতাইগঞ্জ এলাকার প্রতিবন্ধী রিপনের স্ত্রী বিলকিস বেগম। পরে জানা যায়, রুবেল মিজি পরকীয়া সম্পর্কে জড়িয়ে ওই নারীকে নিয়ে পালিয়ে যান।
স্থানীয় এলাকাবাসীরা জানান, রুবেল মিজি বিলকিস বেগমের টাকা ও সম্পত্তি আত্মসাৎ করেন। এ ঘটনাই প্রথম নয়, এর আগেও তিনি একাধিক বিয়ে করেছেন বলে জানা গেছে।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে চাঁদপুর মডেল থানা পুলিশ রুবেল মিজিকে নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়। এই মামলা দায়ের হয় চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে।
আদালতে তোলার পর বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
এদিকে অভিযোগ রয়েছে, রুবেল মিজি প্রতিবন্ধী রিপনের ঘরের আসবাবপত্রসহ তার স্ত্রীকে নিয়ে কিছুদিন আগে পালিয়ে যান এবং অন্যত্র বাসা ভাড়া করে বসবাস শুরু করেন। এ ঘটনায় আদালতে একটি মামলাও দায়ের করা হয়েছে।
শুধু তাই নয়, পুরান বাজারের “ঢাকা স্টোর” নামের একটি দোকানে চাঁদাবাজির অভিযোগেও রুবেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগীরা।
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে যুবলীগ নেতা রুবেল মিজির বিভিন্ন কর্মকাণ্ডের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সেগুলো ব্যাপক আলোচনার জন্ম দেয়।
সবশেষে, একাধিক অভিযোগে অভিযুক্ত রুবেল মিজি এখন কারাগারে।