1. rajubdnews@gmail.com : admin :
  2. bipplobsarkar@gmail.com : Md. Bipplob Sarkar : Md. Bipplob Sarkar
  3. crimeaction24@gmail.com : Maruf Gazi : Maruf Gazi
  4. mizanbhola10@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
শনিবার, ১৮ মে ২০২৪, ১০:৪৭ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
চাঁদপুর সরকারি হাসপাতালে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু হাজীগঞ্জে খালে মিলল অজ্ঞাত নারীর মরদেহ ছেংগারচর পৌর ৫নং ওয়ার্ড লীগের কমিটি গঠন সুবিধাবঞ্চিত শিশুদের সুরক্ষা ও অধিকার শীর্ষক এ্যাডভোকেসি সম্মেলন নির্বাচনি আচরণবিধি লঙ্গন চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলামের সমর্থকে ৫ হাজার টাকা জরিমানা। অ্যাড. জসীম উদ্দিন পাটওয়ারী ও অ্যাড. জাহিদুল ইসলাম রোমানের নেতৃত্বেঘোড়া মার্কার সমর্থনে চাঁদপুরে বিশাল মিছিল ও গণসংযোগ মতলব উত্তরে চরাঞ্চলে রাসেল ভাইপার আতঙ্কে মিলছে না ধানকাটার শ্রমিক! হংকং বেকারী ও চাঁদপুর সরকারি হাসপাতালের ক্যান্টিনে জরিমান  চাঁদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর পদত্যাগ, অবসান হলো লি যুগের

প্রতারক নেত্রকোনার শাম্মীর এখন “তৃতীয় স্বামী”সংসার হাজীগঞ্জে

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৫ বার পঠিত হয়েছে
 স্টাফ রিপোটার // কারো চোখে নারী দেবী, কারো চোখে নারী প্রেমিকা, কারো চোখে নারী মায়ের জাতী আবার কারো কাছে  ছলনাময়ি।কিন্তু কিছু নারীর জন্যে গোটা নারী সমাজে কলঙ্কিত হচ্ছে !  রাজধানীতে এমনই এক ছলনাময়ী ব্যভিচারী নারীর সন্ধান পাওয়া গেছে যিনি তথ্য গোপন করে প্রতারণার আশ্রয় নিয়ে বিভিন্ন তারিখে তিন যুবককে বিয়ে করে  তিনজন স্বামীর সাথেই আলাদা আলাদা ভাবে  সংসার করে যাচ্ছেন বছরের পর বছর । তবে কোন স্বামীই  জানতনা ছলনাময়ী এ নারীর নিন্দনীয় এহেন কর্মকাণ্ডের কথা  । এটা কোন রূপকথার গল্প নয় এটা বাস্তব সত্যি।
অবশেষে ধরা পড়েছে  ছলনাময়ী , রাক্ষসী , লোভী, প্রতারক নারী । প্রতারণার মাধ্যমে ‌ বিয়ের নামে টাকা -পয়সা হাতিয়ে নেওয়াই ছিল যার মুখ্য উদ্দেশ্য । রাজধানীর ডিএমপির একাধিক থানায় জিডি হয়েছে ঐ নারীর বিরুদ্ধে । অনুসন্ধানে ও সূত্রে জানা গেছে ব্যভিচারীনি প্রতারক এই নারীর নাম     শাহানাজ শাম্মী , বাবার নাম বজলুর রশিদ খান, ‌ গ্রাম সেমিয়া , তার বারহাট্টা, নেত্রকোনা । এদিকে অনুসন্ধানে ও বিভিন্ন সূত্রে আরও জানা গেছে  শাহানাজ শাম্মী  ক’ বছর আগে নেত্রকোনার অ্যাডভোকেট নাসির উদ্দিন কে বিয়ে করেন। বিয়ের কদিন পরই শুরু করেন অ্যাডভোকেট নাসির উদ্দিনের সাথে উচ্ছশৃংখল আচরণ।
ফেসবুক – মোবাইলের মাধ্যমে একাধিক পুরুষের সাথে সম্পর্ক করে  জড়িয়ে পরেন অনৈতিক কর্মকাণ্ডে। স্বামীসহ পরিবারের লোকজন শাম্মীর এসব কর্মকাণ্ড বন্ধ করে সংসারি হওয়ার জন্য জোর দাবী করেন। তারপরও অন্য পুরুষের আসক্তি থেকে ফিরিয়ে আনতে পারেনি শাম্মীকে । ২০১৭  সালে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় শফিকুল ইসলাম নামের এক যুবকের সাথে । ফেসবুকে চ্যাটিং এর একপর্যায়ে প্রথমে শফিককে কুমারী মেয়ে বলে পরিচয় দেয়।  অতঃপর প্রেম । এরপর বিভিন্ন ছলনায় – কলা কৌশলে শফিককে প্রেমের জালে আবদ্ধ করে পূর্বের বিয়ের কথা গোপন রেখে প্রথম স্বামীকে ডিভোর্স না দিয়ে ২০১৯ সালের ১৪ জানুয়ারি ইসলামিক শরিয়া মতে শফিকুল ইসলামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শাহানাজ শাম্মী । বিয়ের কিছুদিন পার  শফিক জানতে পারেন শাম্মী  বিবাহিত । এই বিষয়ে শফিক শাম্মিকে জিজ্ঞেস করলে প্রথমে
 অস্বীকার করে পরে চাপ দিলে সব স্বীকার করে। শফিকের কাছে ক্ষমা চেয়ে নেন । ২০১৯ সাল থেকে ২০২৩  সালের আগস্ট মাস পর্যন্ত   ঢাকায় শফিকের সাথে একসাথে বসবাস করেন তবে মাসে ১০/১৫ দিন শফিকের সাথে ঢাকায় বসবাস করলেও বাকি দিন থাকতেন শাম্মী তার গ্রামের বাড়ি নেত্রকোনাতে । বাবা-মা অসুস্থ এ কথা বলে প্রতি মাসেই নেত্রকোনাতে চলে যেতেন শাম্মী। এটা ছিল এক রহস্যজনক ঘটনা। অসুস্থ বাবা- মা নয় প্রথম স্বামীর সাথেই থাকতে যেতেন নেত্রকোনাতে। এভাবেই  বছরের পর বছর দ্বিতীয় স্বামী শফিককে  ঠকাতে থাকেন  শাম্মী । শফিকের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে লাখ লাখ  টাকা হাতিয়ে নেয় সে । একই সাথে তিন স্বামীর সাথে আলাদা আলাদা ভাবে সংসার করা রহস্যময়ী নারীর ব্যাপারে আরও জানা গেছে একাধিকবার দ্বিতীয় স্বামী শফিককে বিষ প্রয়োগ করে হত্যার চেষ্টা করে ব্যর্থ হন। শফিককে হত্যা করে তার সহায়-সম্পত্তি টাকা-পয়সা লুট করাই ছিল তার মূল পরিকল্পনা । শফিক এই ব্যভিচারের এমন কর্মকাণ্ড আঁচ করতে পেরে এক পর্যায়ে গত এক বছর যাবত নিজ বাসভবনে সমস্ত খাবার গ্রহণ বন্ধ করে দেন । শাম্মী একাই পাক করে নিজে বাসায় খেতেন । তবে শফিক রাতের এবং অন্যান্য বেলার খাবার বাহির থেকেই খেয়ে বাসায় ফিরতেন । আগস্ট মাসে এই ঘটনা অন্যদিকে মোড় নেয়। আগস্ট মাসে বাবা-মা অসুস্থ বলে শাম্মী নেত্রকোনাতে যান। এক সপ্তাহর কথা বলে নেত্রকোনা তে গিয়ে দুই সপ্তাহে ফিরে না আসলে শফিকের কাছে ব্যাপারটি সন্দেহ হয়। শফিক শাম্মিকে ফোন করে জানতে চায় তুমি এখন কোথায় শাম্মী বলে তিনি বাবার বাড়ি নেত্রকোনা আছেন। তার অসংলগ্ন কথাবার্তায়  সন্দেহ হলে   শফিক বিভিন্ন মাধ্যমে জানতে পারে শাম্মী বর্তমানে চাঁদপুর জেলার হাজিগঞ্জ শহরে অবস্থান করছেন। অতঃপর শফিক তার স্ত্রীকে ঢাকাতে আসতে বলেন। শফিক তখন বলে তুমি বললে নেত্রকোনাতে আছো এখন বল হাজীগঞ্জে বেড়াতে গেছে এই নিয়ে তাদের সাথে তর্ক – বিতর্ক হয়। এক পর্যায়ে শাম্মী শফিককের হাত ধরে ক্ষমা চায় এবং কোরআন শরীফ মাথায় নিয়ে কসম কাটে বলে বিশ্বাস করো আমি আর এরকম  করবো না বলে হাউ মাউ করে কেঁদে ঘটনা অন্যদিকে প্রবাহিত করে। শফিক তার সংসারের কথা চিন্তা করে শাম্মীর এসব কথা  বিশ্বাস করতে থাকে বছরের পর বছর। আর শাম্মী শফিকের সরলতার সুযোগ নিয়ে শফিককে ঠকাতে থাকে দীর্ঘ দিন ধরে। অন্যদিকে বউকে ভালোবেসে দু’হাত ভরে অর্থ খরচ করতেন প্রিয়তমা স্ত্রীর  পিছনে। প্রতি সপ্তাহে ও মাসে দেশ-বিদেশ ভ্রমনে যেতেন শাম্মীকে নিয়ে । নিজের মন প্রাণ  উজার করে দিয়ে ভালবাসতেন স্ত্রীকে। বিশ্বাস আর ভালোবাসার মাঝে স্ত্রী এমন বিশ্বাস ঘাতকতা করবে তা কখনো ভাবতে পারেনি সহজ সরল শফিক। নিজ স্বার্থ চরিতার্থ করার জন্য শাম্মী এত নিচে নামতে পারে এ কথা কল্পনাও করতে পারিনি । এদিকে দেরী হলেও শফিকের চোখ খুলে সে জানতে পারে তার স্ত্রী রিয়া নাম দিয়ে অন্য একটি ফেসবুক আইডি খুলে দুই বছর যাবত চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলার কালোচো গ্রামের
 আমেরিকা প্রবাসী মাসুদের সাথে ফেসবুকে চ্যাট করে তার সাথে প্রেমের সম্পর্ক করে অবশেষে ওই আমেরিকার প্রবাসী যুবকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। শফিকের বাসা থেকে বাবার বাড়ি যাবার কথা বলে প্রবাসী হাজীগঞ্জের ওই ছেলের সাথে সংসার প্রায় সে চলে আসে। এমনি ভাবে শাহানাজ শাম্মী প্রতারনা করে তিন স্বামীর সাথে সংসার করে। আর তাদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে বিপুল অর্থ। এ প্রতারক থেকে সাবধান থাকার আহ্বান জানিয়েছে ভোক্ত ভোগী দ্বিতীয় স্বামী শফিক।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর
© All rights reserved by CrimeAction 24 Dot Com.
Theme Customized BY LatestNews