1. rajubdnews@gmail.com : admin :
  2. bipplobsarkar@gmail.com : Md. Bipplob Sarkar : Md. Bipplob Sarkar
  3. crimeaction24@gmail.com : Maruf Gazi : Maruf Gazi
  4. mizanbhola10@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
সোমবার, ২০ মে ২০২৪, ০৪:২১ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত: মিশা-ডিপজল দুজনই মূর্খ বললেন নিপুণ আক্তার চাঁদপুরে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান কালু ভূঁইয়া ঘোড়া মার্কার প্রার্থী অ্যাড. হুমায়ুন কবির সুমনের সংবাদ সম্মেলন হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে টাকা বিলি করার সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ দুই নেতা আটক চাঁদপুর বিচার বিভাগের বিরুদ্ধে মিথ্যা প্রচার, থানায় জিডি ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন (সদর, হাজীগঞ্জ ও শাহরাস্তি) উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সাভারে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী  গ্রেপ্তার হাইমচরের চরভাঙ্গা গ্রামে চা দোকানে আগুন ইসলামী সাংস্কৃতিক সংগঠন স্বপ্নপূরীর শিল্পী গোষ্ঠীর চাঁদপুর জেলার শাখার ক্লাস উদ্বোধন

প্রতি ওয়াক্ত নামাজের সময় লক্ষ্মীপুরের সকল দোকানপাট বন্ধ রাখার ঘোষণা দেন পৌর মেয়র আলহাজ্ব আবু তাহেরের

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৬ অক্টোবর, ২০১৭
  • ৫২ বার পঠিত হয়েছে

বিশেষ প্রতিনিধি : প্রতি ওয়াক্ত নামাজের সময় লক্ষ্মীপুর শহরের সকল ধরনের দোকানপাট বন্ধ ঘোষণা করেছেন পৌর মেয়র আলহাজ্ব আবু তাহের। এ সময় মুসলমানের পাশাপাশি হিন্দুদেরও দোকান বন্ধ রাখার নির্দেশ দেন তিনি। রবিবার সন্ধ্যায় শহরের প্রধান প্রধান সড়কে মাইকিং করে বিষয়টি ব্যবসায়ীদের অবহিত করা হয়। এদিকে পৌর মেয়র আবু তাহেরের এমন সিদ্ধান্তকে মুসলমান ব্যবসায়ী, সুশীল সমাজসহ পৌর সভার সর্বস্তরের মানুষ সাধুবাদ জানিয়েছেন। তবে মেয়রের এ সিদ্ধান্তে অমুসলিম ব্যবসায়ীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে বলে জানা গেছে। যদিও কেউ এ ব্যাপারে মুখ খোলেনি। লক্ষ্মীপুর জেলা শহরে মেয়র তাহেরের কথাই শেষ কথা হিসেবে প্রচলিত। গডফাদার হিসেবে পরিচিত মেয়র তাহের ও তার পরিবারের অপরাধের তালিকা দেখে আসা যাক।

মাদক ব্যবসা, টেন্ডারবাজি, পরিবহন সেক্টরে চাঁদাবাজি, দখল বাণিজ্য, উন্নয়নের নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়াসহ অস্ত্র ও সন্ত্রাসী বাহিনী দ্বারা লক্ষ্মীপুরবাসীকে জিম্মি করে রেখেছে তাহের পরিবার। জেলাজুড়ে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ করছে তাহেরের ছোটছেলে শিবলু। সেই সাথে পৌরসভার চাঁদা আদায়ের রসিদ ব্যবহার করে পরিবহন সেক্টরে চাঁদাবাজি চলছে তার নেতৃত্বে। প্রতিটি অটোরিকশা থেকে ৩ থেকে ৫ হাজার টাকা করে প্রায় ১ হাজার অটোরিকশা থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় তাহের পরিবার। তাহেরের মেজ ছেলে টিপু যুবলীগের নাম ভাঙিয়ে করছে টেন্ডার বাণিজ্য। জেলা পরিষদ ও শিক্ষা অধিদফতরের কয়েক কোটি টাকার কাজ পিতার প্রভাব খাটিয়ে হাতিয়ে নিয়েছে বলে জানা যায়। অস্ত্রের ব্যবহারে প্রতিপক্ষের ওপর চাপ প্রয়োগ করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার অভিযোগ তার বিরুদ্ধে।

এছাড়া শহরের তমিজ মার্কেট সংলগ্ন একটি জমি (আদালতে মামলা চলমান) দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগও আছে। রাষ্ট্রপতির কাছ থেকে মৃত্যুদন্ডের শাস্তি থেকে ক্ষমা পাওয়া মেয়র তাহেরের বড় ছেলে বিপ্লব কারাগারে বসে মোবাইল ফোনে টেন্ডার নিয়ন্ত্রণ, স্থানীয় সন্ত্রাসী বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও কারাগারের ভেতরের অবৈধ বাণিজ্য নিয়ন্ত্রণ করে বলে জানা যায়। মেয়র তাহেরর নামে দুদকের কাছে বেশ কিছু অভিযোগ রয়েছে। পৌর এলাকার উন্নয়নের নামে বিভিন্ন খাতের কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে। শহরের আবিরনগরে ১৬ কোটি টাকা ব্যয়ে পানির ট্যাংকি স্থাপন, পৌর শিশু পার্ক নির্মাণে ৫ কোটি টাকার কাজ ও শহরের ওপর সড়ক বিভাগের রাস্তার কার্পেটিং কাজ দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ আছে।

পৌরসভায় কর্মচারী নিয়োগ বাণিজ্য, আত্মীয় স্বজনকে পৌর কর্মচারী নিয়োগ, মুক্তিযোদ্ধা মার্কেট, পৌর সুপার মার্কেটসহ বিভিন্ন মার্কেট থেকে মোটা অঙ্কের টাকা অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে মেয়র তাহেরের বিরুদ্ধে। অবৈধ টাকা দিয়ে শহরে নিজের দ্বিতল বাসভবনটি (বিতর্কিত) পাঁচ তলায় উন্নীতকরণ, আইডিয়াল কলেজ সংলগ্ন এলাকায় একটি আলিশান বাড়ি নির্মাণ, মেয়ের জামাই ও ছেলেদের শ্বশুরবাড়িতে পাকা ভবন নির্মাণ, কক্সবাজারে জমি ও ফ্ল্যাট কেনা, মেয়ে ও জামাইদের নামে ঢাকার মিরপুরসহ বিভিন্ন এলাকায় ফ্ল্যাট ও জমি কিনেছেন বলে জানা যায়। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাহের পরিবারের সন্ত্রাস, অস্ত্রের ঝনঝনানি ও ক্যাডার বাহিনী তৈরির মধ্য দিয়ে খুনের রাজনীতি শুরু হয়। তাহেরের বড় ছেলে বিপ্লবের নেতৃত্বে চলে বশিকপুর ইউনিয়নের জেহাদী বাহিনী, দত্তপাড়ার নুর হোসেন শামীম বাহিনী, হাজিরপাড়া ইউনিয়নের মুন্না বাহিনী। বিপ্লব ও তার বাহিনীর হাতে যুবলীগ কর্মী কামাল হোসেন, বিএনপি নেতা অ্যাডভোকেট নূরুল ইসলামসহ বেশ কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর
© All rights reserved by CrimeAction 24 Dot Com.
Theme Customized BY LatestNews