1. rajubdnews@gmail.com : admin :
  2. bipplobsarkar@gmail.com : Md. Bipplob Sarkar : Md. Bipplob Sarkar
  3. crimeaction24@gmail.com : Maruf Gazi : Maruf Gazi
  4. mizanbhola10@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
শনিবার, ১৮ মে ২০২৪, ১১:১৪ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
চাঁদপুর সরকারি হাসপাতালে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু হাজীগঞ্জে খালে মিলল অজ্ঞাত নারীর মরদেহ ছেংগারচর পৌর ৫নং ওয়ার্ড লীগের কমিটি গঠন সুবিধাবঞ্চিত শিশুদের সুরক্ষা ও অধিকার শীর্ষক এ্যাডভোকেসি সম্মেলন নির্বাচনি আচরণবিধি লঙ্গন চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলামের সমর্থকে ৫ হাজার টাকা জরিমানা। অ্যাড. জসীম উদ্দিন পাটওয়ারী ও অ্যাড. জাহিদুল ইসলাম রোমানের নেতৃত্বেঘোড়া মার্কার সমর্থনে চাঁদপুরে বিশাল মিছিল ও গণসংযোগ মতলব উত্তরে চরাঞ্চলে রাসেল ভাইপার আতঙ্কে মিলছে না ধানকাটার শ্রমিক! হংকং বেকারী ও চাঁদপুর সরকারি হাসপাতালের ক্যান্টিনে জরিমান  চাঁদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর পদত্যাগ, অবসান হলো লি যুগের

প্রাকৃতিক দুর্যোগে মৃত্যুর হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার লক্ষ্যে কাজ করছে সরকার

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১০ নভেম্বর, ২০১৭
  • ৫৬ বার পঠিত হয়েছে

মনিরুল ইসলাম মনির :  দেশে প্রায় চার হাজার আশ্রয়কেন্দ্র রয়েছে যেখানে ঘূর্ণিঝড়, জলোচ্ছাস, বন্যাসহ যে কোন দুর্যোগে মানুষ আশ্রয় গ্রহণ করে থাকে। এর বাইরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী ও বেসরকারি অবকাঠামোতেও মানুষ দুর্যোগকালে আশ্রয়গ্রহণ করে থাকে। উপকূলীয় জলোচ্ছাসের জন্য এক সময় ১৩টি জেলাকে ঝুঁকিপূর্ণ মনে করা হতো। এখন এর পরিধি ১৯টিতে দাঁড়িয়েছে।

বন্যাপ্রবণ জেলার সংখ্যাও ৩২টিতে উপনীত হয়েছে। এসব বিবেচনায় দেশের মানুষের জানমাল রক্ষায় আরও আশ্রয়কেন্দ্র নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। কমপ্রিহেনসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রাম (সিডিএমপি) এর গবেষনায় টেকসই দুর্যোগ ব্যবস্থাপনার জন্য সাড়ে ছয় হাজার আশ্রয়কেন্দ্রের কথা বলা হয়েছে। এ গবেষণার আলোকে ৭ম পঞ্চবার্ষিক পরিকল্পণায় সাড়ে ছয় হাজার আশ্রয়কেন্দ্রে উপনীত হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সম্প্রতি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ২৫৫টি বন্যা আশ্রয়কেন্দ্র করেছে। আরও চার শতাধিক আশ্রয়কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে। ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করেছে ১০০টি। বর্তমানে আরও ২২০টি আশ্রয়কেন্দ্র নির্মাণ কাজ চলছে। মধ্যপ্রাচ্যের জনৈক ধনাঢ্য ব্যক্তির সহায়তায়ও উপকূলীয় এলাকায় দু’শ এর মত আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়।

বঙ্গবন্ধুর শাসনামলে উপকূল ও বন্যাপ্রবণ এলাকাগুলোতে মুজিব কিল্লা নির্মাণ করা হয়েছিল যেখানে মানুষ উপকূলীয় জলোচ্ছাস, সাইক্লোন বা বন্যার সময় গৃহপালিত পশুপাখিসহ আশ্রয় গ্রহণ করতো। কালের প্রবাহে এসব মুজিব কিল্লা হারিয়ে গেছে। যে প্রয়োজনীয়তা থেকে মুজিব কিল্লা নির্মাণ করা হয়েছিল সে একই প্রয়োজনীয়তা এখনও বিদ্যমান।

তাই টেকসই দুর্যোগ ব্যবস্থাপনার জন্য পুরাতন ও নতুন মিলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় চার শতাধিক মুজিব কিল্লা নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে।
নতুন করে নির্মাণাধীন ২২০টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের মধ্যে আজ শুক্রবার দুপরে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার উপকূলীয় ও ঘুর্ণিঝড় প্রবন এলাকায় বহুমূখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি। এটি নির্মাণ করা হচ্ছে মোহনপুর আলী আহমদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয় সংলগ্ন মাঠে।

বন্যা ও ঘূর্ণিঝড়ের সময় মেঘনা নদীর চর এলাকার মানুষদের আশ্রয়ের উদ্দেশ্যে এটি নির্মাণ করা হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম মোস্তফা, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ রিয়াজ আহমেদ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন। এ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ২ কোটি ৩০ লক্ষ ৬৩ হাজার ১৪০ টাকা ধরা হয়।

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী বলেন এবছরের উপকূলীয় ঘূর্ণিঝড় মোরায় ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে হলেও সরকারের ব্যাপক পূর্বপ্রস্তুতির কারনে জানমালের তেমন ক্ষয়ক্ষতি হয়নি। প্রায় সাড়ে ছয় লক্ষ লোককে একদিনের মধ্যে আশ্রয়কেন্দ্রে আনতে হয়েছিল।

মায়া চৌধুরী বলেন, দীর্ঘ সময় ধরে ৩২টি জেলায় সংগঠিত বন্যায় উত্তরাঞ্চলে আশ্রয়কেন্দ্রের চাহিদার তুলনায় অপ্রতুল মনে হলেও কেউই আশ্রয়হীনভাবে খোলা আকাশের নিচে ছিলনা।

তিনি বলেন সরকার প্রাকৃতিক দুর্যোগে মানুষের মৃত্যুর হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার লক্ষ্যে কাজ করছে। উত্তরাঞ্চল ও হাওর এলাকায় পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র নির্মাণ নির্মাণ করা হবে বলে মায়া চৌধুরী উল্লেখ করেন। নতুন আশ্রয়কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি বেসরকারি অবকাঠামো মিলে নির্ধারিত সময়ে আশ্রয়কেন্দ্রের লক্ষমাত্রা অর্জিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর
© All rights reserved by CrimeAction 24 Dot Com.
Theme Customized BY LatestNews