মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
Каким образом онлайн-казино привлекают игроков с использованием соревнований বাগাদী চৌরাস্তায় আগুনে পুড়ে ছাই ১০ ব্যবসা প্রতিষ্ঠান চাঁদপুর পাটোয়ারী  নিউজ পেপার এজেন্সির ম্যানেজার কানু রাহুতের পরলোকগমন  বোচাগঞ্জে জাকের পার্টির জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত ৮ মাস পর বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরল ১২ বাংলাদেশী নাবিক চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে  রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসকের উপর হামলা  চাঁদপুরে বন্ধুর বাসায় ডেকে নিষ্ঠুর হামলা দুই হিজরা গ্রেফতার মতলব উত্তরে দুই দিনে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ চাঁদপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মতলব Онлайн гэмблинг-платформа с богатыми премиями и значительной лояльностью.

প্রেম করে  বিয়ে //  তিন বছর পর গৃহবধূর আত্ম-হত্যা

  • আপডেটের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ০ বার পঠিত হয়েছে
মানিক দাস // চাঁদপুরের ফরিদগঞ্জে সায়েরা আক্তার বিথী (২২) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (২১ জুন) বিকেলে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের মানিকরাজ গ্রামের জাল্লা বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত বিথী মানিকরাজ গ্রামের সৌদি প্রবাসী মো. সাগরের স্ত্রী। তার পিত্রালয় পাবনা জেলায়। তবে আত্মহত্যার কারণ নিয়ে তৈরি হয়েছে রহস্য। স্থানীয়দের অনেকেই ঘটনাটিকে সন্দেহজনক বলছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে বিথী ও সাগরের বিয়ে হয়। দাম্পত্য জীবনে কোনো অস্বাভাবিকতা ছিল না বলে দাবি করেছেন স্বজনরা। এক বছর আগে জীবিকার তাগিদে সাগর সৌদি আরবে পাড়ি জমান।
বিথীর শাশুড়ি খাদিজা বেগম জানান, ‘শনিবার দুপুরে বিথী মোবাইল ফোনে সাগরের সঙ্গে কথা বলে। এরপর আমার রুমে কিছুক্ষণ বসে থাকে। একপর্যায়ে আমি ঘুমিয়ে পড়ি। ঘুমানোর আগেই সে আমার রুমের দরজা বাইরে থেকে টেনে বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর তাকে ডাকাডাকি করলেও কোনো সাড়া পাই না। পরে পাশের ঘরের ভাবীকে ডেকে দরজা খুলি। তখন দেখি বিথীর নিজের রুমের দরজাও ভেতর থেকে বন্ধ। জানালা দিয়ে উঁকি দিয়েও কিছু বোঝা যাচ্ছিল না। পরে জানালায় ধাক্কা দিয়ে জানালা খুলি, তখন দেখি বিথী গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়েছে। চিৎকার করলে আশপাশের লোকজন এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে বিথীর নিথর দেহ উদ্ধার করে।
পরে স্থানীয়দের মাধ্যমে থানায় খবর দেওয়া হলে ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আরিফুর রহমান ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠান।
এদিকে স্থানীয়রা জানান, ৫-৭ দিন আগে পাশের বাড়ির জহিরের ছেলে শান্তর স্ত্রী বিথীর শ্বশুরবাড়িতে এসে তাকে বকাঝকা করে। তারা অভিযোগ করেন, বিথী শান্তর সঙ্গে মোবাইলে কথা বলতেন। এই বিষয়ে শান্তর স্ত্রী বিথীকে তার সংসার নষ্ট না করার জন্য অনুরোধ করেন এবং গালিগালাজ করে চলে যান।
পরবর্তীতে বিথীর শাশুড়ি খাদিজা বেগম এ ঘটনা ছেলে সাগরকে জানান। সাগর তখন মাকে বলেন, বিথীকে যেন মোবাইল ব্যবহার করতে না দেওয়া হয়।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ আলম বলেন,‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com