জানাযায়, লক্ষ্মিপুর জেলার রায়পুর থানার দেনায়েতপুর গ্রামের সরকার বাড়ির সিরাজুল ইসলাম সরকারের ছেলে রায়হান হোসেন (২৫)তার এক বন্ধুকে নিয়ে বর্ডার বাজার থেকে কাজ শেষ করে মোটরসাইকেল যোগে নিজ বাড়ির পথে রওনা দেয়।চৌধুরী পুল ও সিঙ্গার পুলের মধ্যবর্তি স্হানে গেলে রায়পুর থেকে ফরিদগঞ্জগামী একটি ট্রাক বেপরোয়া গতিতে এসে মোটরসাইকেলটির সাথে মুখমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমরে মুচরে যায়। গুরুতর আহতবস্হায় মোটরসাইকেল চালক রায়হান হোসেনকে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রায়হান হোসেনকে মৃত ঘোষণা করেন।
সড়ক দূর্ঘনায় নিহত রায়হান হোসেনের ভাই জানায়, রায়হান তার বন্ধুকে সাথে নিয়ে বর্ডার বাজার এলাকায় ব্যাক্তিগত কাজে যায়। কাজ শেষ করে বাড়ি ফিরে যাওয়ার সময় বিপরীত দিকে আসা দ্রুক গতির ট্রাক তাদের চাপা দেয়।
চাঁদপুর মডেল থানার এস আই নাজির শেখ হাসপাতালে গিয়ে লাশের সূরতহাল প্রতিবেদন তৈরি করেন।