1. rajubdnews@gmail.com : admin :
  2. bipplobsarkar@gmail.com : Md. Bipplob Sarkar : Md. Bipplob Sarkar
  3. crimeaction24@gmail.com : Maruf Gazi : Maruf Gazi
  4. mizanbhola10@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
সোমবার, ২০ মে ২০২৪, ০২:৩১ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত: মিশা-ডিপজল দুজনই মূর্খ বললেন নিপুণ আক্তার চাঁদপুরে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান কালু ভূঁইয়া ঘোড়া মার্কার প্রার্থী অ্যাড. হুমায়ুন কবির সুমনের সংবাদ সম্মেলন হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে টাকা বিলি করার সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ দুই নেতা আটক চাঁদপুর বিচার বিভাগের বিরুদ্ধে মিথ্যা প্রচার, থানায় জিডি ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন (সদর, হাজীগঞ্জ ও শাহরাস্তি) উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সাভারে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী  গ্রেপ্তার হাইমচরের চরভাঙ্গা গ্রামে চা দোকানে আগুন ইসলামী সাংস্কৃতিক সংগঠন স্বপ্নপূরীর শিল্পী গোষ্ঠীর চাঁদপুর জেলার শাখার ক্লাস উদ্বোধন

বন্যার পানি নামার পর কৃষকদের সব রকম সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৩ আগস্ট, ২০১৭
  • ৭৫ বার পঠিত হয়েছে

বিশেষ প্রতিনিধি : বন্যার পানি নামার সঙ্গে সঙ্গে ফসল উৎপাদনে কৃষকদের সব রকম সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ২০১৪ সালের নির্বাচনের আগে পেট্রলবোমা হামলায় নিহত ও আহত পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক হস্তান্তরের সময় এ কথা বলেন তিনি। বানভাসি মানুষকে পুনর্বাসনে যত দিন প্রয়োজন, সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। তবে বন্যার পরে কৃষকদের সহায়তার জন্য সর্বোচ্চ চেষ্টা থাকবে বলেও জানান তিনি। পিরোজপুরের ইন্দুরকানি উপজেলায় সন্ত্রাসীদের নৃশংসতায় নিহত ও আহতদের পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক হস্তান্তরের পর দেশের বর্তমান বন্যা পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আমরা আমাদের ত্রাণ তৎপরতা অব্যহত রেখেছি। বন্যার পানিটা নামার সঙ্গে সঙ্গে যাতে আমাদের কৃষকরা ফসল উৎপাদন করতে পারেন, তার ব্যবস্থাও আমরা করে দিয়েছি। সবকিছু আমাদের সেট করাই আছে। এসব একটু সময় লাগবে হয়তো। কারণ, বন্যা না যাওয়া পর্যন্ত তো কাজগুলো শুরু করা যাচ্ছে না। তবুও আমরা চেষ্টা করে যাচ্ছি সব কাজ এগিয়ে রাখতে। পেট্রলবোমা হামলায় নিহতদের পরিবারের হাতে অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরো বলেন, ২০১৪ সালে বিএনপি-জামায়াত জোট নির্বাচন ঠেকানোর নামে আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে সাধারণ মানুষকে মেরেছিল, তাদেরও আমরা সাহায্য করেছি। ২০১৫ সালের যে তিনটা মাস আগুন দিয়ে রেল-বাস-গাড়ি-লঞ্চ সব জায়গায় আগুন দিল, মানুষকে পোড়াল, এতে অনেক পরিবার একেবারে নিঃস্ব হয়ে গেছে। তাদের আমরা সঞ্চয়পত্র, পারিবারিক সঞ্চয়পত্র কিনে দিয়েছি, যাতে তারা মাসে মাসে কিছু পায়। যেন পরিবারগুলো কষ্ট না পায়। সেদিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিয়ে সহযোগিতা করেছি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক অনুদান দেওয়া হয় অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের পক্ষ থেকে। এই অনুদানে এখনই বানভাসি মানুষের অনেক উপকারে আসবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এর আগে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় সন্ত্রাসের শিকার ২৪ জনের পরিবারকে আর্থিক অনুদান দেন প্রধানমন্ত্রী। বিএনপি ও জামায়াত-শিবিরের সন্ত্রাসীদের নৃশংসতায় ওই ২৪ জন ক্ষতিগ্রস্ত হয়েছিলেন।

বুধবার নিজ কার্যালয়ে তাদের হাতে এ অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। ক্ষতিগ্রস্তদের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যাদের দেখলেন তাদের ওপর দিয়ে অনেক অত্যাচার হয়েছে। পঙ্গু করে দেওয়া হয়েছে অনেককে। তিনি বলেন, নির্বাচন ঠেকানোর নামে তারা (বিএনপি-জামায়াত) অনেক পরিবারকে আঘাত করেছে। বিএনপি-জামায়াতের আন্দোলনের সময় নাশকতার শিকার ক্ষতিগ্রস্ত অনেককে পারিবারিক সঞ্চয়পত্র করে দেওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী।

যে হতাহতদের পরিবার প্রধানমন্ত্রীর সহায়তা পেয়েছেন, তারা হলেন- ইন্দুরকানী উপজেলার শ্রীমতি বিউটি রানী সীল, আকমান সরদার, বাবুল খান, ইদ্রিস আলী হাওলাদার, মনিরুজ্জামান মনির, কামরুজ্জামান সাওন তালুকদার, মোস্তফা কামাল হাওলাদার, আবদুর রাজ্জাক মাতুব্বর, আবুল হোসেন আবু, তোবারেক আলী হাওলাদার, মোস্তাফিজুর রহমান, আবুল কাছেম খান, সেলিম হাওলাদার, বাদশা হাওলাদার, সাথী আকতার, ফারুক হোসেন হাওলাদার, মিজানুর রহমান খসরু খলিফা, শাহ আলম মল্লিক, রহিমা বেগম, জোসনা বেগম, এনায়েত হোসেন হাওলাদার, খোকন আকন, কামাল হোসেন টিপু, আলম হাওলাদার।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর
© All rights reserved by CrimeAction 24 Dot Com.
Theme Customized BY LatestNews