1. rajubdnews@gmail.com : admin :
  2. bipplobsarkar@gmail.com : Md. Bipplob Sarkar : Md. Bipplob Sarkar
  3. crimeaction24@gmail.com : Maruf Gazi : Maruf Gazi
  4. mizanbhola10@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
রবিবার, ১৯ মে ২০২৪, ১০:৩১ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত: মিশা-ডিপজল দুজনই মূর্খ বললেন নিপুণ আক্তার চাঁদপুরে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান কালু ভূঁইয়া ঘোড়া মার্কার প্রার্থী অ্যাড. হুমায়ুন কবির সুমনের সংবাদ সম্মেলন হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে টাকা বিলি করার সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ দুই নেতা আটক চাঁদপুর বিচার বিভাগের বিরুদ্ধে মিথ্যা প্রচার, থানায় জিডি ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন (সদর, হাজীগঞ্জ ও শাহরাস্তি) উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সাভারে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী  গ্রেপ্তার হাইমচরের চরভাঙ্গা গ্রামে চা দোকানে আগুন ইসলামী সাংস্কৃতিক সংগঠন স্বপ্নপূরীর শিল্পী গোষ্ঠীর চাঁদপুর জেলার শাখার ক্লাস উদ্বোধন

বিক্রয়ের জন্য পশুর হাটে প্রস্তুত পশু এখনো বেচাবিক্রি শুরু না হলেও চলছে দাম যাচাই

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০১৭
  • ৪৩ বার পঠিত হয়েছে

চাঁদপুর প্রতিনিধি : পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে চাঁদপুরের কোরবানির পশুর হাটগুলো এখনো জমে উঠেনি। জেলা শহর, উপজেলা সদর ও ইউনিয়নের গ্রামের পশুর হাটে গরু ছাগল আসছে। গতকাল সোমবার চাঁদপুর শহর এবং আশপাশের বিভিন্ন পশুরহাট ঘুরে তেমন লোকসমাগম দেখা যায়নি। কেবল সাপ্তাহিক নির্ধারিত হাটগুলো কিছুটা জমলেও তেমন বেচাবিক্রি হয়নি। ট্রাক, পিকআপে করে সড়ক পথে এবং ট্রলার বোঝাই হয়ে নদী পথে গরু আসছে। আলাপ আলোচনায় হাটে থাকা লোকজন জানায়, ৩০ আগস্ট বুধবার থেকে সব জায়গার পশুর হাট জমজমাট হয়ে উঠবে এবং বেচা-বিক্রি চলবে ঈদের দিন সকাল পর্যন্ত।

চাঁদপুরের খামারি ও গৃহস্থের গরু ছাগল ছাড়াও এখানে কোরবানির পশুর হাটে যশোর, মাগুরা, ফরিদপুর, ঝিনাইদহ, শরিয়তপুর চর এলাকার অসংখ্য গরু বিক্রির জন্যে নিয়ে আসেন বেপারীরা। দেশি গরুর পাশাপাশি ভারতীয় গরুও এবার হাটে দেখা যাচ্ছে। বেচা-বিক্রি শুরু না হলেও আত্মীয়স্বজনদের হাটে পাঠিয়ে গরুর দাম কত টাকা চায় তারা দরদাম যাচাই করে নিচ্ছে। চাঁদপুর শহরের কয়লাঘাটে ছাত্রনেতা বাহার গাজী জানিয়েছেন, তার পালিত দুটি বৃহৎ আকৃতির গরু রয়েছে। তিনি কোরবানির ঈদের জন্যে সেই গরু বিক্রি করবেন। গরু দুটি ২০ লাখ টাকা দাম চাইবেন বলে তিনি জানিয়েছেন। এদিকে অনেক জায়গায় প্রশাসনের নির্দেশ না মেনে রাস্তার উপর গরুর হাট বসানোর অভিযোগ উঠেছে। গতকাল সোমবার দুপুরের পর থেকে সরজমিনে পশুরহাট ঘুরে দেখা গেলো, চাঁদপুর শহর এলাকার মধ্যে বাসস্ট্যান্ড স্বর্ণখোলা পশুরহাটে কিছু গরু আছে, তবে লোক সমাগম নেই। পুরাণবাজার ওচমানিয়া ফাযিল মাদ্রাসা ময়দান পুরোটাই ফাঁকা। এক কোণে বাধা আছে স্থানীয় খামারি তাছির বেপারির বড় আকৃতির তিনটি গরু, কোনো ক্রেতা নেই। দোকানঘর এমদাদিয়া মাদ্রাসা মাঠের পশুর হাটে গরু আসা শুরু হয়েছে।

এই হাট পরিচালনাকারী হাজী বিল্লাল পাটওয়ারীর লোকজন জানান, হাট প্রস্তুত, বুধবার থেকে গরু ছাগল বিক্রি শুরু হবে। রঘুনাথপুর কেজি স্কুল সংলগ্ন ওয়াপদার পাশে বিরাট পশুরহাট বসলেও ক্রেতা নেই। ফরিদপুর জেলার কানাইপুর থেকে এ হাটে বিক্রির জন্যে ১৬১টি গরু আনা হয়েছে। গরুর বেপারী শাহজাহান শেখ ও আঃ রহিম জানান, নদীপথে কেবল গরু নিয়ে এসেছেন, বড় আকারের গরু ১ লাখ ৬০ থেকে ১ লাখ ২০ হাজার, মাঝারি ৭০/৮০ হাজার টাকা দাম হাঁকবেন বলে জানিয়েছেন। এই হাট পরিচালনা সদস্য রাসেল খান জানান, গরুর দাম এবার বেশি হবে না। বৃহস্পতিবার ও শুক্রবার জমজমাট বেচা-বিক্রি হবে। ঢালীঘাট বাজার গরু হাটের ইজারাদার জাহিদ মেম্বার জানান, এটি এই প্রথম কোরবানির হাট, আশা করেন জমবে।

বালিয়ার চেয়ারম্যান তাজুল ইসলাম মিজির বাড়ির পাশে চান্দ্রা ইউনিয়নের জনতা বাজারে ঈদ উপলক্ষে সাপ্তাহিক নতুন হাট বসানো হয়েছে। অনেক লোক দেখা গেলেও গরু বিক্রি হয় নি একটিও। ফরিদগঞ্জ নয়ারহাট বাজারের চির্কা চাঁদপুর স্কুল মাঠে প্রথম দিন বেশ গরু আনা হয়। সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই হাটে তিনটি গরু বিক্রি হয়েছে বলে জানান ইজারাদার সদস্য সবুজ সরকার। ভাটিয়ালপুর চৌরাস্তায় হাটের প্রথম দিন অনেক গরু উঠলেও বিক্রি হয় নি একটিও। হাট পরিচালনাকারী মাহবুব ভূঁইয়া ও সদস্য আলমগীর মিয়া জানান, গরুর এই বাজারের বেশ পরিচিতি রয়েছে। স্থানীয় গরু ছাড়াও যশোর, ফরিদপুর ও মাগুরার মোহাম্মদপুর থেকে ভালো গরু এসেছে। প্রতি বছরের ন্যায় এবারও
জমজমাট থাকবে তাদের গরুর বাজার।

এছাড়া ফরিদগঞ্জের গোয়ালভাওর, রূপসা, চাঁদপুর সদরের বহরিয়া, হরিণাবাজার, বাংলাবাজার, বাগাদী চৌরাস্তা, ওয়্যারলেস বাজার, বাবুরহাট বাজার, আনন্দবাজার, সফরমালী, চাঁনখার বাজার, মহামায়া, রামপুর, কানুদী, মতলবের মুন্সীরহাট, হাজীগঞ্জের বাকিলাবাজারসহ চাঁদপুর জেলার নানা স্থানে আগের ন্যায় কোরবানির পশুরহাট বসানো হয়েছে। গরুর হাটকে কেন্দ্র করে কোথাও এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি। গরুর বেপারীদের কাছ থেকে কোনো অভিযোগ পাওয়া যায় নি। বুধ, বৃহস্পতি ও শুক্রবার এবং ঈদের দিন সকাল পর্যন্ত কোরবানির পশু বেচা-কেনা অব্যাহত এবং গরুর দাম সহনীয় পর্যায় থাকবে বলে সবাই আশা করছেন।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর
© All rights reserved by CrimeAction 24 Dot Com.
Theme Customized BY LatestNews