দেলোয়ার হোসেন রশিদি
চট্টগ্রাম প্রতিনিধি।
আর ভয়ভীতি নই, কোন শ্রমিক সেক্টরে চাঁদাবাজি চলবে না। ফ্যাসিস্ট দের দোষরেরা শ্রমিক সেক্টর সহ সকল দপ্তর ধ্বংস করে পালিয়েছে। আমাদের শ্রমিক কল্যাণ ও শ্রমিক ইউনিয়নের মাধ্যমে শৃঙ্খলা ফিরে আনতে হবে। গত ১০ই মে শনিবার বিকাল ৩ টায় চট্টগ্রাম লোহাগাড়া রিকশা চালক শ্রমিক ইউনিয়ন বাষিক সম্মেলন আমিরাবাদ রাজগাটা গোল্ডেন সিটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ সম্পাদক মাওলানা ইসহাক এসব কথা বলেন।
উপস্থিত চালক শ্রমিকদের উদ্দেশ্যে তিনি বলেন, শ্রমিকের মতো হালাল উপার্জন পৃথিবীর অন্য বিকল্প কর্ম নেই। সকল চালক শ্রমিক ভাইকে দেশে ইসলামি শ্রমনীতি বাস্তবায়নে শ্রমিক কল্যাণ ফেডারেশন, শ্রমিক ইউনিয়নে পতাকা তলে আওতাভুক্ত হয়ে নিজেকে একজন যোগ্য মুসলমান ও প্রকৃত দেশ প্রেমিক ও দেশ গড়ার সকল শ্রমিককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
শ্রমিক কল্যাণ ফেডারেশন, লোহাগড়া উপজেলার সভাপতি মাষ্টার আবদুস সালামের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামি উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল কালাম।
শ্রমিক ইউনিয়নের লোহাগড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা মুনির আহমেদের অনুষ্ঠান পরিচালনায় মাওলানা সামি উদ্দিনের দারসুল কুরআন পাঠের মাধ্যমে বিশেষ অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রম দপ্তরের সহকারী পরিচালক আবদুস সববির ভুঁইয়া, মাওলানা মুক্তার হোসেন সিকদার, শারফুল আমিন চৌধুরী, রফিক দিদার ও আবদুল্লাহ সওদাগর প্রমুখ।