1. rajubdnews@gmail.com : admin :
  2. bipplobsarkar@gmail.com : Md. Bipplob Sarkar : Md. Bipplob Sarkar
  3. crimeaction24@gmail.com : Maruf Gazi : Maruf Gazi
  4. mizanbhola10@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
সোমবার, ২০ মে ২০২৪, ১২:৩২ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত: মিশা-ডিপজল দুজনই মূর্খ বললেন নিপুণ আক্তার চাঁদপুরে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান কালু ভূঁইয়া ঘোড়া মার্কার প্রার্থী অ্যাড. হুমায়ুন কবির সুমনের সংবাদ সম্মেলন হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে টাকা বিলি করার সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ দুই নেতা আটক চাঁদপুর বিচার বিভাগের বিরুদ্ধে মিথ্যা প্রচার, থানায় জিডি ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন (সদর, হাজীগঞ্জ ও শাহরাস্তি) উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সাভারে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী  গ্রেপ্তার হাইমচরের চরভাঙ্গা গ্রামে চা দোকানে আগুন ইসলামী সাংস্কৃতিক সংগঠন স্বপ্নপূরীর শিল্পী গোষ্ঠীর চাঁদপুর জেলার শাখার ক্লাস উদ্বোধন

ভোলার মনপুরায় বেড়ীবাঁধ ভেঙ্গে ১টি বসতঘর সহ ৩জন নিখোজ

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২১ অক্টোবর, ২০১৭
  • ৫৫ বার পঠিত হয়েছে

মিজানুর রহমান,ভোলা >

ভোলা মনপুরায় নিন্ম চাপের প্রভাবে বেড়ীবাঁধ ভেঙ্গে ১টি বসত ঘর সহ ৩ জন মেঘনার জোয়ারের পানিতে ভেসে গেছে।  ভেসে যাওয়া ৩ জনের এখনো খোজ পাওয়া যায় নি। সুত্র জানায় পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় হাজির হাট ইউনিয়নের চৌধুরী বাজার সংলগ্ন পূর্ব পাশে প্রায় আধা কিলোমিটার নতুন বেড়ীবাঁধ ভেঙ্গে পূর্ব সোনারচর গ্রামনাইবের হাট পশ্চিম সোনারচর চরজ্ঞান ও মনপুরা ইউনিয়নের পুর্বকুলাগাজীর তালুক, কলাতলীচর এবং ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের চরনিজাম জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। নিন্মচাপের প্রভাবে দিনভর ভারী বৃষ্টি ও প্রবল বাতাসের কারনে প্রাথমিক স্তরের ৪২ স্কুলের চুড়ান্ত মডেল টেস্ট পরীক্ষা সহ ১৬ হাই স্কুল-মাদ্রাসার সমাপনী পরীক্ষা স্থগিত করা হয়েছে।

নদীপথে লঞ্চ-সীট্রাক চলাচল বন্ধ থাকায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে মনপুরা উপকূল বাসীর যোগাযোগ ব্যবস্থা  প্লাবিত এলাকার বাসিন্দাদের মধ্যে আতংক বিরাজ করছে। নিখোঁজদের উদ্ধারের জন্য চেষ্টা করে যাচ্ছেন স্থানীয়রা। শনিবার বিকেল সাড়ে ৩ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের চৌধুরী বাজারের পূর্বপাশে ফকিরদোন এলাকার নবনির্মিত ভেড়ী বাধঁটি ৪ টি স্পটে ভেঙ্গে যায়। মনপুরা সাকুচিয় ইউনিয়নের আ: রহিম,বাচ্চু আমার বাংলা ডট কমকে জানান জোয়ারের পানিতে নিখোঁজ তিনজন হলেন, ইলিয়াস, রুহুল আমিন, রাহাত। এদের সবার বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চৌধুরী বাজারের পূর্বপাশে ফকিরের দোন এলাকায়। নিখোঁজ তিন ব্যাক্তিকে খুঁজতে তিনটি ট্রলার মেঘনায় গেছে। স্থানীয় বাসিন্দা জসিম, খালেক, মুছা, ইউসুফ,জাফর জানান, নতুন আধা কিলোমিটার বেড়ীবাঁধ ভেঙ্গে গেছে। তিনজন জোয়ারের পানিতে ভেসে গেছে। আমনের ক্ষেত জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। দিনের জোয়ারের চেয়ে রাতের বেলা জোয়ারের পানি বেশি হবে।

এতে ঘর-বাড়িসহ সবকিছু ডুবে যাওয়ার আশংকা করছেন স্থানীয়রা। প্লাবিত এলাকার মানুষের মাঝে আতংক বিরাজ করছে। এছাড়াও ল্যান্ডিং স্টেশনের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে জোয়ারের পানি। জোয়ারের পানির চাপে হাজিরহাট ইউনিয়নের চৌধুরী বাজারের পূর্বপাশে ফকিরের দোন এলাকায় চার স্থানে নতুন আধা কিলোমিটার এলাকায় বেড়ীবাঁধ ভেঙ্গে প্লাবিত হয়েছে বির্স্তীন এলাকা। উপজেলার সকল স্কুল-কলেজ, মাদ্রাসার পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়া উপজেলার সোনারচর, নাইবেরহাট, চরযতিন এলাকার বেড়ীবাঁধ জোয়ারের পানি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। হাজির হাট ইউনিয়নের পুরান থানা সংলগ্ন লতিফ ভূইয়ার পুরানবাড়ী বেড়ীবাধঁটি প্রায় অর্ধেক ভেঙ্গে গেছে। উত্তর চরযতিন জামে মসজিদটি ভিটে অর্ধেকাংশ ভেঙ্গে গেছে। যে কোন সময় এই সমস্ত এলাকার বেড়ীবাঁধ ভেঙ্গে নতুন নতুন এলাকা প্লাবিত হতে পারে।

এছাড়া টানা বর্ষন ও বাতাসে উপজেলার সকল হাট-বাজার বন্ধ রয়েছে। মানুষ আতংকগ্রস্থ হয়ে পড়ছে। এব্যাপারে হাজির হাট ইউনিয়নের চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দ্বিপক বলেন, বেড়ীবাধটি ভেঙ্গে আমার ইউনিয়নের কয়েকটি গ্রাম জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। মানুষ খুব কষ্টে আছেন। দ্রুত বেড়ীবাধঁটি সংস্কারের দাবী করেনতিনি। এব্যাপারে পানিউন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী আবুল কালাম বলেন, নতুন বেড়ীবাধঁটি ভেঙ্গে যাওয়ার খবর পেয়েছি। আমি বিষয়টি উদ্ধর্তন কর্তপক্ষকে অবহিত করেছি। দ্রুত বেড়ীবাধঁটি সংস্কার করা হবে।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহাগ হাওলাদার বলেন, নতুন নির্মিত ভেড়ীবাধঁ ভেঙ্গে যাওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে পরিদর্শন করি। প্লাবিত এলাকার মানুষের খোজ খবর নিয়েছি। নিখোঁজ ৩ জনকে উদ্ধারের জন্য ট্রলার পাঠিয়েছি। এখনও নিখোঁজদের কোন সন্ধান পায়নি। আমি বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করেছি। এব্যাপারে উপজেলা পরিষদ চেয়ারম্যান মিসেস শেলিনা আকতার চৌধুরী বলেন,নিন্মচাপের প্রভাবে বেড়ীবাধঁ ভেঙ্গে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। মানুষ খুব কষ্টের মধ্যে দিনাতিপাত করছেন। প্লাবিত এলাকার মানুষের যাতে কোন কষ্ট না হয় তার জন্য দ্রুত বেড়ীবাধঁ নির্মাণের নির্দেশ দিয়েছি।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর
© All rights reserved by CrimeAction 24 Dot Com.
Theme Customized BY LatestNews