1. rajubdnews@gmail.com : admin :
  2. bipplobsarkar@gmail.com : Md. Bipplob Sarkar : Md. Bipplob Sarkar
  3. crimeaction24@gmail.com : Maruf Gazi : Maruf Gazi
  4. mizanbhola10@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
রবিবার, ০৫ মে ২০২৪, ০৩:৫১ অপরাহ্ন

মতলবের নায়েরগাঁও গ্রামে প্রেমিক চাচার আত্মহত্যার পর প্রেমিকা ভাতিজির আত্মহত্যা

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৬০ বার পঠিত হয়েছে
মানিক দাস // চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলায় প্রেমের টানে চাচা-ভাতিজির আত্মহত্যা। সম্পর্কে প্রেমিক – প্রেমিকা একই  বাড়ির চাচা ভাতিজি হওয়ায়  পারিবারিক ভাবে তাদের প্রেমে  বাঁধা পড়ে। প্রেমিক খালিদ হাসানের আত্মহত্যার বিষয়টি প্রেমিকা জামিলা খাতুন মেনে নিতে না পেরে নিজেও আত্মহত্যারপথ বেঁচে নেয়।
 ১৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকাল অনুমান  তিনটার দিকে  মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের বারগাঁও গ্রামের  বেপারী বাড়িতে এ আত্মহত্যার  ঘটনাটি ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই গ্রামের সেনা সদস্য জহিরুল  ইসলাম বেপারির মেয়ে জামিলা খাতুন(১৬) খর্গপুর ফাজিল মাদ্রাসার দশম শ্রেণীতে অধ্যায়ন করছিল।  একই বাড়ির আলমগীর হোসেন বেপারীর ছেলে (প্রেমিকা জামিলার চাচা সম্পর্কে) খালিদ হাসান(১৬) একই মাদ্রাসায়  নবম শ্রেণীতে পড়তো।  প্রায় এক তারা এক সাথে  মাদ্রাসায় আসা যাওয়া করতো  ও কথাবার্তা বলায় গত এক বছর আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেম-ভালোবাসার বিষয়টি দু  পরিবার  জানলে তাদের প্রেমে বাধা হয়ে দাড়ায়। প্রেমিক খালিদ হাসান ( চাচা)গত  ২৭ জানুয়ারি  আত্মহত্যা করে। কিন্তু পরিবার বিষয়টি স্বাভাবিক মৃত্যু বলে ( প্রকৃত ঘটনা আঁড়াল করে)  লাশ দাফন করে ফেলে।
 এদিকে প্রেমিকের  মৃত্যুর কষ্ট সইতে না পেরে প্রেমিকা (ভাতিজি)  জামিলা খাতুন বসত  ঘরে তার পড়া লেখার  কক্ষের দরজা বন্ধ করে  বৃহস্পতিবার  ১৭ ফেব্রুয়ারী  বিকাল অনুমান তিনটার দিকে ঘরের আড়ার সাথে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তাদের মৃত্যুর খবরে এলাকায়  বিষাদ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহতের বাবা জহিরুল ইসলাম বলেন,  আমি ও স্ত্রী  পারিবারিক প্রয়োজনে আশ্বিনপুর বাজারে গিয়েছিলাম। প্রথমে আমার ছেলে জানালা দিয়ে ঘটনা দেখতে পায়। বাজার শেষে  বাড়ি ফিরে মেয়ের রুমের দরজা ভেঙ্গে দেখি আমার মেয়ে এ ঝুলন্ত অবস্থায় আছে।
 নায়েরগাঁও উত্তর ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান মোল্লা বলেন, ওই মেয়েটির আত্মহত্যার বিষয়টি আমাকে জানানো হয়েছে।আমি থানা পুলিশ কে বিষয়টি অবগত করেছি।
মতলব থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ  মহিউদ্দিন মিয়া বলেন, পুলিশ লাশ উদ্ধার করেছে। মেয়ের বাবাসহ লোকজন এসেছে এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর
© All rights reserved by CrimeAction 24 Dot Com.
Theme Customized BY LatestNews