রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০৩:১৬ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে তুহিন হত্যার বিচারের দাবীতে চাঁদপুরে সাংবাদিকদের মানববন্ধন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি মাজেদ, সম্পাদক আতিউর চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কার কর্মসূচি  ঢাকায় আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রেদওয়ান খান বোরহানকে আটক ভারতে পালানোর সময় দীপু মনির ভাগনে আটক সাংবাদিক হত্যার প্রতিবাদ ও সাংবাদিকদের পেশাগত রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের দাবিতে নওগাঁয় মানববন্ধন গাজীপুরে সাংবাদিক হত্যা প্রতিবাদে মতলব উত্তরে মানববন্ধন ২৪’এর গণঅভ্যুত্থানের বিজয় বার্ষিকী উপলক্ষে মতলব উত্তরে বিজয় মিছিল অনুষ্ঠিত দেশে নিরপেক্ষ নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় আসবে : অধ্যাপক তানভীর হুদা  চান্দ্রা চৌরাস্তায় মোটরসাইকেল ও পিকাপের মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীর মৃত্যু 

মতলব উত্তরে কবিরের ‘মালাই’ চায়ের দারুণ সুনাম

  • আপডেটের সময় : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ২০১ বার পঠিত হয়েছে
সুমন আহমেদ :
ছেংগারচর বাজারের কবিরের ‘মালাই’ চায়ের সুনাম ছড়িয়েছে পুরো মতলব উত্তরে। এক কাপ চা পানের জন্য প্রতিদিন দূর-দূরান্ত থেকে ছুটে আসেন লোকজন। ছুটির দিনগুলোতে ভিড় হয় বেশি। তখন এ মালাই চায়ের স্বাদ নিতে দোকানের সামনে অপেক্ষা করতে হয় ক্রেতাদের। সরেজমিনে দেখা গেছে, মতলব উত্তরে ছেংগারচর বাজারের কলেজ দিঘির পারে একটি চায়ের দোকান নিয়ে বসেছেন কবির হোসেন। দোকানে মালাই চায়ের পাশাপাশি অন্য চা ও বিস্কুট, পান, সিগারেট, ফ্রিজের কোমলপানিয় রয়েছে তার দোকানে। দোকানের বাইরে টেবিলে মালাই চায়ের অপেক্ষায় বসে রয়েছেন অনেক ক্রেতা। অনেকেই বসে চা পান করছেন। বেশ কয়েকজন বসার জায়গা না দাঁড়িয়ে চা পান করছেন। চা বানাতে ও মানুষের হাতে চায়ের কাপ পৌঁছানোর কাজে ব্যস্ত কবির। এভাবেই চলছে তার নিত্যদিন। কবির হোসেন সরদার পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের আদুরভিটি গ্রামের মো. ছাত্তার সরদারের ছেলে। ১০ বছর আগে দোকানটি দিয়েছেন। উপজেলার ষাটনল থেকে আসা ফয়সাল হোসেন বলেন, বিভিন্ন কাজে প্রায় সময় ছেংগারচর বাজারে আসা হয়। এখানে এলে কবিরের দোকানে মালাই চা আমার পান করাই লাগবে। স্বাদটা দারুণ লাগে।
কবির হোসেন বলেন, ১০ বছর আগে থেকে মালাই চা বিক্রি শুরু করি। প্রথমে প্রতিকাপ চা ১০ টাকায় বিক্রি করতাম। এখন জিনিসের দাম অনেক বেড়ে গেছে। তাই বর্তমানে প্রতিকাপ মালাই চা ১৫ টাকায় বিক্রি করি। মালাই ছাড়া আরো দুই আইটেমের চা বিক্রি করি আমি। পাশাপাশি রুটি, কেক আইটেমও রয়েছে আমার দোকানে।
কবিরের দোকানে প্রতিদিন দেড়শ কাপ মালাই চা বিক্রি হয়। শীতকালে বিক্রির পরিমাণ বেড়ে দাঁড়ায় দ্বিগুণ। ছেংগারচর বাজারের ব্যবসায়ী আবু সাঈদ উজ্জ্বল বলেন, সময়-সুযোগ হলেই কবির ভাইয়ের দোকানে চা পান করতে আসি। তার তৈরি মালাই চা আমার খুব ভালো লাগে। মনে হয় খাওয়ার পর কয়েক ঘণ্টা মুখে লেগে থাকে। এককথায় তার চা অসাধারণ।
সানসাইন একাডেমিক কিন্ডার গার্ডেনের সিনিয়র শিক্ষক মোঃ জনি সরকার বলেন, ছেংগারচর বাজারে কলেজ মার্কেটের পিছনেই এতো সুস্বাদু চা পাওয়া যায় আমি জানতাম না। একদিন ওই দোকানে চা পান করার পর থেকে আমি নিয়মিত ক্রেতা হয়ে যাই।
ছেংগারচর বাজার পৌর বনিক সমিতির সভাপতি গিয়াস উদ্দিন বলেন, সবার কাছে কবিরের চায়ের বেশ কদর রয়েছে। বিভিন্ন স্থান থেকে লোকজন চা পান করার জন্য এখানে ছুটে আসেন।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com