গোলাম নবী খোকনঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ২০ অক্টোবর ভোর ৫ টা হতে দুপুর ১২ টা পর্যন্ত মেঘনা নদীর চরউমেদ ও বকচর হতে যৌথ অভিযান পরিচালনা করে ২০,০০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
জব্দ কৃত জাল গুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়। এসময় উপস্থিত ছিলেন মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক মোঃ শাহজাহান, কমলেশ সরকার, মোশারফ হোসেন, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী ও কর্মচারী বৃন্দ। গত ১৯ অক্টোবর দুপুর আড়াই টা হতে বিকাল সাড়ে ছয়টা পর্যন্ত মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে ৩০.০০০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ কৃত জাল গুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বিজয় কুমার দাস, মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মিলন, কমলেশ সরকার, মোশারফ হোসেন ও মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী ও কর্মচারী বৃন্দ।