1. rajubdnews@gmail.com : admin :
  2. bipplobsarkar@gmail.com : Md. Bipplob Sarkar : Md. Bipplob Sarkar
  3. crimeaction24@gmail.com : Maruf Gazi : Maruf Gazi
  4. mizanbhola10@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
শনিবার, ০৪ মে ২০২৪, ০৬:৪০ পূর্বাহ্ন

মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা নির্বাচনে ১০ প্রার্থী কে কোন প্রতীক পেলেন

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ১৮ বার পঠিত হয়েছে

সুমন আহমেদ :

আগামী ৮মে সারাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের মনোনয়ন যাচাই বাছাই শেষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন তার কার্যালয়ে এ প্রতীক বরাদ্দের ঘোষণা দেওয়া হয়।

তফশীল অনুযায়ী ২৩ এপ্রিল ছিলো প্রথম ধাপের উপজেলাসমূহে প্রার্থীদের প্রতীক বরাদ্দের দিন। জেলা রিটার্নিং কার্যালয় সূত্রে জানা যায়, মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

 মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার ভোটের মাঠ গরম করতে প্রতীক বরাদ্দের সাথে সাথেই নেমে পড়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। যার যার নির্বাচনী প্রতীক নিয়ে গণসংযোগ শুরু করেছেন।

 আর প্রতীক বরাদ্দের পর থেকে নির্বাচনী এলাকায় প্রচারণা শুরু করে দিয়েছেন প্রার্থীরা।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ ৮ মে। এই ধাপে চাঁদপুরের মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলায় ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

 নির্বাচনী ভোটের মাঠে লড়াইয়ে কে কোন প্রতীক নিয়ে অংশ নিচ্ছেন তা হলো চেয়ারম্যান পদে প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস,গাজী (কাপ পিরিচ) মুক্তার হোসেন (আনারস) ও মোঃ মানিক দর্জি (ঘোড়া)। ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হলেন রিয়াজুল হাসান( টিউবওয়েল) ও মোহাম্মদ আসাদুজ্জামান (তালা)

এদিকে নির্বাচনী মাঠে ভোটের লড়াইয়ে থাকছেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন । মতলব দক্ষিণ উপজেলার প্রার্থীরা যে প্রতীক পেলেন তা হলো, চেয়ারম্যান পদে প্রার্থী হলেন,বিএইচএম কবির আহমেদ ( ঘোড়া),অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার(দোয়াত কলম), সৈয়দ মনজুর হোসেন( আনারস)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী নাজমা আক্তার আসমা (ফুটবল) , শাহিনুর বেগম (হাঁস)।

মতলব উত্তর উপজেলা নির্বাচনের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী লাভলী চৌধুরী একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন আর মতলব দক্ষিণ উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী শওকত আলী দেওয়ান একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর
© All rights reserved by CrimeAction 24 Dot Com.
Theme Customized BY LatestNews