1. rajubdnews@gmail.com : admin :
  2. bipplobsarkar@gmail.com : Md. Bipplob Sarkar : Md. Bipplob Sarkar
  3. crimeaction24@gmail.com : Maruf Gazi : Maruf Gazi
  4. mizanbhola10@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
রবিবার, ০৫ মে ২০২৪, ০৪:৩৫ অপরাহ্ন

মতলব মেহারন দালাল বাড়িতে রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০১৭
  • ৪৪৩ বার পঠিত হয়েছে

আব্দুল মান্নান খান: মতলব দক্ষিণ উপজেলার মেহারন দালাল বাড়িতে চলাচলের রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ করায় অবরুদ্ধ হয়ে পড়েছে ওই বাড়ির ১০-১৪ টি পরিবার। এই নিয়ে গত কয়েক দিন ধরে দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

সরেজমিনে জানা যায়, উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের মেহারন দালাল বাড়ির বসন্ত কুমার দাসের ছেলে কৃষ্ণান্দ দাস, ও হরি চরন দাসের ছেলে রাম প্রসাদ দাস, শ্যামল দাস গংরা চলাচলের রাস্তা বন্ধ করে গত ২৪ নভেম্বর সকালে ঘর নির্মাণ করতে যায়। এতে ওই পথে চলাচলকারী পরিবারের মধ্যে জয় গোপাল দাসের ছেলে কালা চান দাস গংরা বাধা দেয়। তাদের বাধা উপেক্ষা করে রাম প্রসাদ গংরা ঘর নির্মানের কাজ চালিয়ে যেতে থাকলে ভুক্তভোগিরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের দ্বারস্থ হন।

খবর পেয়ে ওই বাড়ির বীরেন্দ্র চন্দ্র মাষ্টার, নারায়ন চন্দ্র দাসসহ বেশ কয়েক জন ঘটনাস্থলে গিয়ে চলাচলের রাস্তা রেখে ঘর নির্মানের নির্দেশ প্রদানের সময় দুই পক্ষের মাঝে তর্কবিতর্ক বাধলে তারা চলে আসেন এবং স্থানীয় মেম্বার উত্তম কুমার দাসকে অবহিত করেন।

ভুক্তভোগি কালা চান দাস গংরা অভিযোগ করে বলেন, বিষয়টি মেম্বারকে জানিয়ে স্থানীয় ভাবে কোন প্রতিকার না পেয়ে থানায় অভিযোগ করতে হয়েছে। তবুও তারা আমাদের চলাচলের রাস্তা থেকে নির্মাণাধীন ঘর সরিয়ে নেয়নি।
চলাচলের রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ করার বিষয়ে স্থানীয়রা জানান, উত্তম মেম্বারের অবহেলার কারনে পথে চলাচলকারী পরিবারগুলো এক রকম অবরুদ্ধ হয়ে পড়েছে। বিষয়টি অতি দ্রুত সমাধান করা না হলে ওই দুই পক্ষের মধ্যে যে কোন সময়ে রক্তক্ষয়ী সংঘর্ষের সৃষ্টি হতে পারে।

এ বিষয়ে উত্তম মেম্বার বলেন, আমার কাছে কোন পক্ষ এই বিষয়ে এখনো কিছু জানায় নি।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর
© All rights reserved by CrimeAction 24 Dot Com.
Theme Customized BY LatestNews