1. rajubdnews@gmail.com : admin :
  2. bipplobsarkar@gmail.com : Md. Bipplob Sarkar : Md. Bipplob Sarkar
  3. crimeaction24@gmail.com : Maruf Gazi : Maruf Gazi
  4. mizanbhola10@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
রবিবার, ১৯ মে ২০২৪, ০৮:১৯ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
ইসলামী সাংস্কৃতিক সংগঠন স্বপ্নপূরীর শিল্পী গোষ্ঠীর চাঁদপুর জেলার শাখার ক্লাস উদ্বোধন ডি এ তায়েবের নামে সাইবার ক্রাইমে মামলার হুমকি নিপুণের! ঘূর্ণিঝড় নিয়ে সর্বশেষ যে তথ্য দিল আবহাওয়া অধিদপ্তর মাঠ চষে বেড়াচ্ছেন উড়োজাহাজ মার্কার প্রার্থী শাহ জালাল প্রধান আশুলিয়ায় ২৪ ঘন্টায় ৬ জনের মরদেহ উদ্ধার সাভারে ফেনসিডিলসহ চার মাদক কারবারি গ্রেপ্তার নবাবগঞ্জে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিতঃ লেডি দেহলভী বালিকা বিদ্যালয়ে চর্যাপদ একাডেমির বই উপহার কর্মসূচি দেবীদ্বারে ইট বহনকারী ট্রাক্টরের চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর প্যালেস্টাইনে ইসরায়েলি নৃশংসতা গণহত্যার প্রতিবাদে নওগাঁয় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সংহতি সমাবেশ

মহান মুক্তিযুদ্ধে দেশের গান গেয়ে মুক্তিযোদ্ধাদের উৎসাহ দেওয়ায় শব্দ সৈনিক স্বীকৃতি পেলেন কণ্ঠশিল্পী কৃষ্ণা সাহা

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০
  • ৭৫ বার পঠিত হয়েছে
শব্দ সৈনিক স্বীকৃতি পেলেন কণ্ঠশিল্পী কৃষ্ণা সাহা।

মানিক দাস ॥ মহান মুক্তিযুদ্ধের সময় ভারতে অবস্থান করে দেশের গান গেয়ে মুক্তিযোদ্ধাদেরকে যুদ্ধে অনুপ্রেরণা ও উৎসাহ যোগানোর কারণে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর শব্দ সৈনিক স্বীকৃতি পেলেন কন্ঠশিল্পী কৃষ্ণা সাহা। এছাড়া সারাদেশের আর ১০ জন শব্দ সৈনিকের নামের তালিকা গেজেটে প্রকাশ করা হয়েছে। গত ১৫ জানুয়ারি বুধবার রাষ্ট্রপতি আব্দুল হামিদের আদেশক্রমে উপসচিব রবিন্দ্রনাথ দত্ত সাক্ষরের মাধ্যমে এই গেজেট প্রকাশিত হয়।
গেজেটে চাঁদপুর শহরের মৃত যোগেশ চন্দ্র চক্রবর্তীর মেয়ে কৃষ্ণা সাহাকে ২৮৬ নম্বর ‘শব্দ সৈনিক’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। খবর নিয়ে জানা যায়,জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন,২০০২(২০০২ সনের ৮নং আইন) এর ৭(ঝ) ধারা অনুযায়ী প্রকৃত মুক্তিযোদ্ধার তালিকা সরকার এতদ্বারা রুল্স অফ বিজনেস ১৯৯৬ এর সিডিউল-১ (এলোকেশন অব বিজনেস) এর তালিকা ৪১ এর ৫নং ক্রমিকে প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৬৫তম সভার ৯.৪ নং আলোচ্যসূচির সিদ্ধান্ত মোতাবেক ১১ জনের নাম (স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে অংশগ্রহণকারী শব্দ সৈনিক) গেজেট আকারে প্রকাশ করে।এতে চাঁদপুরের কৃষ্ণা সাহা এ গেজেটে অন্তর্ভুক্ত হয়েছেন।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে কৃষ্ণা সাহা জানান, স্বাধীনতার এতো বছর পর এসে আমাকে স্বীকৃতি দেওয়া হলো এ জন্য আমি বাংলাদেশ সরকারের প্রতি চির কৃতজ্ঞতা জানাচ্ছি। সত্যিই এই স্বীকৃতি আমার জন্য অনেক গর্বের এবং আনন্দের। আমি আমার এই ‘শব্দ সৈনিক’ স্বীকৃতি চাঁদপুরবাসীর মাঝে উৎসর্গ করলাম। আমার স্বামী অজিত সাহা সেও একজন বীর মুক্তিযোদ্ধা। এই স্বীকৃতি পাওয়ায় আমি ও আমার পরিবার গর্ববোধ করছি।
এছাড়া অন্যান্য শব্দ সৈনিকরা হলেন, ২৭৬ নম্বরে রাজশাহীর গোয়ালিয়া থানার ঘোড়ামাড়া ডাকঘরের বোসপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে মোশাদ আলী,২৭৭ নম্বরে রংপুরের জেলা সদরের আলমনগর ডাকঘরের তাজহাট গ্রামের মোঃ জেলার উদ্দিনের ছেলে মোঃ জামিরুল মূলক,২৭৮ নম্বরে ঢাকার মোহাম্মদপুর উপজেলার মোহাম্মদপুর ডাকঘরের (বাড়ি নং-২০/২ স্বর্ণকুঞ্জ প্রকল্প, ফ্লাট-কবিতা, ৩-বি রোড নং-০১, মোহাম্মদীয়া হাউজিং লিমিটেড) এর নেসার আহমেদের মেয়ে লায়লা আরজু মান্দ বানু,২৭৯ নম্বরে বরিশালের গৌরনদী উপজেলার টিকাসার গ্রামের মৃত করম আলী পাইকের ছেলে মৃত আব্দুল ওহাব পাইক।

২৮০ নম্বরে চট্টগ্রামের রাঙ্গুনীয়া উপজেলার সৈয়দবাড়ী গ্রামের মৃত সত্যেন্দ্রনাথ তালুকদারের ছেলে কাঞ্চন বিকাশ তালুকদার,২৮১ নম্বরে ঢাকা সাভার উপজেলার ভাকুর্তা ডাকঘরের চাপড়া গ্রামের মৃত দেবেন্দ্র চন্দ্র দাসের ছেলে সুরেশ চন্দ্র দাস,২৮২ নম্বরে ঢাকা মোহাম্মদপুর উপজেলার(বি-৪২,ব্লক-ই জাকির হোসেন রোড) মৃত শেখ তমিজ উদ্দিন আহমেদের ছেলে তাহের সুলতান,২৮৩ নম্বরে ঢাকা দঃ কেরানীগঞ্জ উপজেলার পারগেন্ডারিয়া ডাকঘরের চরখেজুরবাগ গ্রামের মৃত মোঃ জহুর আলী দেওয়ানের ছেলে রজ্জব আলী দেওয়ান,২৮৪ নম্বরে চুয়াডাঙ্গা জেলা সদরের চুয়াডাঙ্গা শেখ পাড়া গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে মোঃ সিরাজুল ইসলাম এবং ২৮৫ নম্বরে ঢাকা উত্তরখান উপজেলার মুন্ডা গ্রামের মোঃ রেজাউর রহমান ভূঁইয়ার ছেলে মোঃ আশরাফ হোসেন সহ মোট ১১ জন।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর
© All rights reserved by CrimeAction 24 Dot Com.
Theme Customized BY LatestNews