চাঁদপুরের কৃতি সন্তান দেশের ক্রীড়াঙ্গনের পরিচ্ছন্ন ও মেধাবী মুখ, বাংলাদেশ সুইমিং
ফেডারেশনের দু’বারের নির্বাচিত সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ)
নির্বাচনে উপ-মহাসচিব নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) কেন্দ্রীয়
মেয়াদ উওীর্ন কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন অল্পে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় ।
রোববার (৩০ নভেম্বর ‘২৫ইং) কক্সবাজার বেয়াচ হোটেলে সংগঠনের সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার -উজ – জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠনকল্পে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সকল পদে প্রার্থীদের নাম উপস্থাপন করা হয়।
এতে শুধু মাএ উপ মহাসচিব পদে একাধিক প্রার্থী থাকায় উক্ত পদে নির্বাচন ঘোষণা করা হয়।
পরে সংগঠনের নিয়ম অনুযায়ী ৯২ জন ভোটারের তালিকা প্রকাশ করে নির্বাচন অনুষ্ঠিত হয়।
দুপুর ১ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত উক্ত সংগঠনের ৯২ জন ভোটারের মধ্যে ৭৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে।
এতে উপ মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ৩ প্রার্থীর মধ্যে চাঁদপুরের কৃতি সন্তান মাহবুবুর রহমান শাহীন সর্বোচ্চ ভোট অথ্যাৎ ৭০ ভোট পেয়ে প্রথম হন।
দ্বিতীয় হন এম এ কুদ্দুছ প্রাপ্ত ভোট ৬৩ ও তানভীর আহমেদ ১৯ ভোট।
উল্লেখ্য মাহবুবুর রহমান শাহীন সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) সিনিয়র উপ মহাসচিব নির্বাচিত হয়েছেন।
এছাড়াও তিনি পূর্বে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন বিওএ কার্যনির্বাহী সদস্য পদে দায়িত্ব পালন করেন।
তিনি
ঢাকা ওয়ান্ডাস ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।
তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য, চাঁদপুরের ঐতিহ্যবাহী গুয়াখোলা ক্রীড়া চক্রের সভাপতির দায়িত্বে রয়েছেন।