1. rajubdnews@gmail.com : admin :
  2. bipplobsarkar@gmail.com : Md. Bipplob Sarkar : Md. Bipplob Sarkar
  3. crimeaction24@gmail.com : Maruf Gazi : Maruf Gazi
  4. mizanbhola10@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
শনিবার, ১৮ মে ২০২৪, ০৮:০৯ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
মতলব উত্তর উপজেলা যুবদলের সদ্য দায়িত্বপ্রাপ্ত কমিটির আলোচনা সভা নিখোঁজের ২১ ঘণ্টা পর নদী থেকে মাদরাসাছাত্রের লাশ উদ্ধার চাঁদপুর সরকারি হাসপাতালে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু হাজীগঞ্জে খালে মিলল অজ্ঞাত নারীর মরদেহ ছেংগারচর পৌর ৫নং ওয়ার্ড লীগের কমিটি গঠন সুবিধাবঞ্চিত শিশুদের সুরক্ষা ও অধিকার শীর্ষক এ্যাডভোকেসি সম্মেলন নির্বাচনি আচরণবিধি লঙ্গন চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলামের সমর্থকে ৫ হাজার টাকা জরিমানা। অ্যাড. জসীম উদ্দিন পাটওয়ারী ও অ্যাড. জাহিদুল ইসলাম রোমানের নেতৃত্বেঘোড়া মার্কার সমর্থনে চাঁদপুরে বিশাল মিছিল ও গণসংযোগ মতলব উত্তরে চরাঞ্চলে রাসেল ভাইপার আতঙ্কে মিলছে না ধানকাটার শ্রমিক! হংকং বেকারী ও চাঁদপুর সরকারি হাসপাতালের ক্যান্টিনে জরিমান 

মুরাদনগরেবাণিজ্যিকভাবেবারিপানি কচু-১লতিরাজ

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ১১৮ বার পঠিত হয়েছে

লামিয়া আক্তার, কুমিল্লাপ্রতিনিধিঃ
উন্নত প্রযুক্তির বারিপানি কচু-১লতিরাজচাষে ৩০ শতাংশজমিতেলাখটাকা মোনাফা। অল্পপূজিঁতেবিনিয়োগে বেশিলাভকরাযায়বারিপানিকচু- লতিরাজচাষে।
মুরাদনগরউপজেলা কৃষিসম্প্রসারণঅদিপ্তর সূত্রে জানাযায়, মুরাদনগরেবাণিজ্যিকভাবেলতিরাজচাষেজনপ্রিয়হয়েউঠেছে। ৩০ শতাংশজমিঅল্পখরচে ১লাখ টাকার বেশিলাভবানহওয়ায়কুমিল্লা জেলামুরাদনগরউপজেলাবিভিন্নগ্রামে কৃষকরাবারিপানি কচু-১লতিরাজচাষেঝুঁকেপড়েছেন। ৩০ শতাংশজমিতেলতিরাজচাষে ২৫ থেকে ২৮ হাজারটাকাখরচহলেওবিক্রির পর লাভহয়১ লাখটাকা। বারিপানিকচু ১ লতিরাজের বৈশিষ্ট্য লতি লম্বা হয় ৯০ থেকে ১০০ সে.মি.,সামান্য চেপ্টা,সবুজ, লতিসিদ্ধ করলেসামান্যভাবেইসিদ্ধ হয় ও গলা চুলকানিমুক্ত হয়।ভিটামিন ’এ’ সমৃদ্ধ। জীবনকাল ১৭০ দিন থেকে ২৮০ দিনপর্যন্ত।
মুরাদনগরউপজেলানবীপুরগ্রামের মোঃ মোশাররফ হোসেনসরকার ও বাখলনগরগ্রামেরএখলাছুররহমান,জাহাপুরগ্রামেরখলিলুররহমানবলেন,বাণিজ্যিকভাবেবারিপানি কচু-১ লতিরাজচাষকরেসফলতাঅর্জনকরেছেন। ৩০শতাংশজমিতেবারিপানি কচু-১ লতিরাজচাষকরে সব খরচবাদ দিয়েতারাআয়করেছেনপ্রায়লাখটাকা। এত তাদেরসংসারেরসচ্ছলতাপাশাপাশিবারিপানি কচু-১ লতিরাজচাষেরপ্রতিআগ্রহীকরেতুলেছেনঅন্য চাষিদের।


সাতমোড়াগ্রামেরচাষিআবুখলিল, ধামঘরগ্রামেরচাষিনাছিরউদ্দিনবলেন, চৈত্র মাসেজমিতেবারিপানি কচু-১ লতিরাজবীজ রোপনকরাহয়। বারিপানি কচু-১ লতিরাজেরপূর্ণতা পেতে ১৫দিন থেকে ছয়মাসেরমতোলাগে। সেইহিসেবেআমরাভাদ্র মাসেউত্তোলনকরে থাকি। একেকটিবারিপানি কচু-১ লতিরাজ থেকে ৮ থেকে ১০ কেজিপর্যন্তহয়ে থাকে।
ভূবনঘরগ্রামেরচাষিশামীমুলহকবলেন, ৩০ শতাংশজমিতে মোটবারিপানি কচু-১ লতিরাজউৎপাদিতহয় ১১০ থেকে ১২০মণপর্যন্ত। সিজনের প্রথমদিকে ১মন বারিপানি কচু-১ লতিরাজেরবাজারমূল্য ১হাজার ২০০ টাকা। সেইহিসেবে ৩০ শতাংশজমি থেকে উৎপাদিকলতিরাজেরবাজারমূল্য ১লাখ ৩২ হাজার থেকে ১লাখ ৪৫ হাজারটাকাপর্যন্তহয়ে থাকে। একই গ্রামেলতিরাজচাষিবলেন, বারিপানি কচু-১ লতিরাজসাধারণতবাড়ির আঙ্গীনায় কিংবা পরিত্যক্ত জায়গায়চাষকরাযায়।
আমিআমারজমিতেবাণিজ্যিকভাবেবারিপানি কচু-১ লতিরাজচাষশুরুকরি। গত ২বছর ধরেচাষকরছ্।ি বর্তমানে ৩০ শতাংশজমিতেবারিপানি কচু-১ লতিরাজচাষকরছি।বাখরনগরগ্রামেরআলেখা বেগমবলেন, বারিপানি কচু-১ লতিরাজচাষে তেমনখরচ নেই? বীজ গোবর সার মিলিয়ে ৩০ শতাংশজমিতেখরচহয়সর্বোচ্ছ ২০ থেকে ৩০ হাজারটাকা।
মুরাদনগরউপজেলা কৃষিসম্প্রসারণঅদিপ্তরের উপ পরিচালক কৃষিবীদ মঈনউদ্দিনবলেন, ২০২০-২০২১ অর্থবছরেউপজেলা কৃষিঅফিসারেরনিজ উদ্যোগে ও ব্যবস্থাপনায় ও বাংলাদেশ কৃষিগবেষণাইনস্টিটিউট, কুমিল্লাসহযোগিতায় ৫হাজার লতিরাজকচুরচারাপ্রায় ১০ জন কৃষি উদ্যোক্তা ও ৫০ জন কৃষক কৃষাণীকে দেওয়াহয়। ৩০ শতাংশজমিতেফলনহয় ২৫ থেকে ৩০ টন। উৎপাদনসময়খরিফ। ৩০ শতাংশজমি থেকে ১লাখ টাকার ও বেশীমুনাফাকরাযায়বারিপানি কচু-১ লতিরাজচাষেরমাধ্যমে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর
© All rights reserved by CrimeAction 24 Dot Com.
Theme Customized BY LatestNews