মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৪:০৮ পূর্বাহ্ন

রোটারী ক্লাব অফ চাঁদপুর হিলশা সি‌টির ফ্রি মে‌ডি‌কেল ক‌্যাম্প ও ‌শিক্ষা উপকরণ বিতরণ

  • আপডেটের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৪ বার পঠিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক ।। রোটারী ক্লাব অফ চাঁদপুর হিলশা সি‌টির আ‌য়োজ‌নে ফ্রি মে‌ডি‌কেল ক‌্যাম্প ও শিক্ষার্থীর মা‌ঝে ‌শিক্ষা উপকরণ বিতরণ করা হ‌য়ে‌ছে। শ‌নিবার (১৫ ন‌ভেম্বর) সকাল ১০টা থে‌কে দুপুর ১টা পর্যন্ত শহ‌রের রেলও‌য়ে আক্কাছ আলী উচ্চ বিদ‌্যাল‌য়ে শতা‌ধিক অসহায় ও গরীব রোগী‌দের চিকৎসরা চিকৎসা‌সেবা প্রদান ক‌রেন।

অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রফিকুল হাসান ফয়সল।

রোটারী ক্লাব অফ চাঁদপুর হিলশা সি‌টির ফাস্ট প্রেসি‌ডেন্ট রোটা‌রিয়ান র‌কিবুল হাসান রুমনের সভাপ‌তি‌ত্বে রেলও‌য়ে আক্কাছ আলী উচ্চ বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক গোফরান হো‌সেন, রোটারী ক্লাব অফ চাঁদপুর হিলশা সি‌টির চার্টার প্রেসি‌ডেন্ট রোটা‌রিয়ান র‌হিমা বেগম পিএ‌ইচএফ, রোটা‌রিয়ান ম‌ফিজ উ‌দ্দিন সরকার, ক্লাব সে‌ক্রেটারী রোটা‌রিয়ান ই‌লিয়াছ মজুমদার, ক্লাব লানিং ফে‌সি‌লেটর রোটা‌রিয়ান আসিফুল ইসলাম, ক্লাব ট্রেজারার রোটা‌রিয়ান আ‌শিকুর রহমান, জ‌য়েন্ট ট্রেজারার রোটা‌রিয়ান মাহমুদা রহমান, ডা. মোঃ জুনা‌য়েদ প্রধানীয়া, ডা. মোঃ আ‌তিকুর রহমান,ডা. তাস‌ফিয়া জামান, শিশু ডাক্তার লা‌মিয়া নও‌রিন উপ‌স্থিত ছি‌লেন।

কার্যক্রমে এছাড়াও উপ‌স্থিত ছি‌লেন রোটা‌রিয়ান আবু সু‌ফিয়ান হেলাল, রোটা‌রিয়ান সাখাওয়াত, রোটা‌রিয়ান আলী আহমেদ ভূঁইয়া, রোটা‌রিয়ান বিজন পালসহ রোটারী ক্লাব অফ চাঁদপুর হিলশা সি‌টির অঙ্গসংগঠন, রোটা‌রেক্ট ক্লাব অফ চাঁদপুর হিলশা নি‌টির সদস‌্যগণ উক্ত কার্যক্রমে উপ‌স্থিত ছি‌লেন।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com