রোববার (১১ জানুয়ারি) বিকাল ৪টায় সাতক্ষীরা প্রবীণ কল্যাণ সংস্থার কার্যালয়ে এ স্মরণসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ডা. সুশান্ত ঘোষের সভাপতিত্বে এবং জেলা সাহিত্য পরিষদের সভাপতি শহীদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব ফজলুর রহমান, কাজী আবু হেলাল, প্রফেসর মনিরুজ্জামান, পল্টু বাসার, কিশোরী মোহন সরকার, ইঞ্জিনিয়ার আবেদুর রহমান, অধ্যক্ষ লিয়াকত পারভেজ, বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দীন, অধ্যক্ষ আশেকী এলাহী, ডা. জোতির্ময় সরকার ও কিরর্ময় সরকার প্রমুখ।
বক্তারা ড. দিলারা বেগম ও অধ্যাপক ভূধর চন্দ্র সরকারের শিক্ষা ও সমাজসেবায় অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বলেন, তাদের মতো গুণী ব্যক্তিত্বদের প্রয়াণে সমাজ ও শিক্ষাঙ্গনে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।
অনুষ্ঠানে তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং গুণীজনদের স্মরণে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।