সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

সাতক্ষীরায় প্রবীণ কল্যাণ সংস্থার উদ্যোগে ড. দিলারা বেগমের শোক সভা

  • আপডেটের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও সিনিয়র সিটিজেন ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সহসভাপতি ড. দিলারা বেগম এবং সংগঠনের প্রাক্তন কোষাধ্যক্ষ অধ্যাপক ভূধর চন্দ্র সরকারের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) বিকাল ৪টায় সাতক্ষীরা প্রবীণ কল্যাণ সংস্থার কার্যালয়ে এ স্মরণসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ডা. সুশান্ত ঘোষের সভাপতিত্বে এবং জেলা সাহিত্য পরিষদের সভাপতি শহীদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব ফজলুর রহমান, কাজী আবু হেলাল, প্রফেসর মনিরুজ্জামান, পল্টু বাসার, কিশোরী মোহন সরকার, ইঞ্জিনিয়ার আবেদুর রহমান, অধ্যক্ষ লিয়াকত পারভেজ, বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দীন, অধ্যক্ষ আশেকী এলাহী, ডা. জোতির্ময় সরকার ও কিরর্ময় সরকার প্রমুখ।
বক্তারা ড. দিলারা বেগম ও অধ্যাপক ভূধর চন্দ্র সরকারের শিক্ষা ও সমাজসেবায় অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বলেন, তাদের মতো গুণী ব্যক্তিত্বদের প্রয়াণে সমাজ ও শিক্ষাঙ্গনে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।
অনুষ্ঠানে তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং গুণীজনদের স্মরণে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com