1. rajubdnews@gmail.com : admin :
  2. bipplobsarkar@gmail.com : Md. Bipplob Sarkar : Md. Bipplob Sarkar
  3. crimeaction24@gmail.com : Maruf Gazi : Maruf Gazi
  4. mizanbhola10@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
বুধবার, ০১ মে ২০২৪, ০৮:০৩ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
দুই মাস পর চাঁদপুরের নদীতে জেলেরা// মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ মানিক দাস // জাতীয় সম্পদ ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষে সরকার ঘোষিত মার্চ-এপ্রিল দুই মাস জাটকা সংরক্ষণ অভিযান শেষ হয়েছে ৩০ এপ্রিল মধ্যরাতে। এরপর চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে ইলিশ আহরণে নেমেছেন জেলেরা। জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে শুরু করে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত নৌ সীমানার ৭০ কিঃমিঃ হাজারো জেলে এখন নদীতে বিচরণ করছেন। তবে জালে অন্য মাছ ধরা পড়লেও ইলিশের সেই কাঙ্ক্ষিত দেখা পাচ্ছেন জেলেরা । ১ মে সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত দেশের অন্যতম মৎস্য অবতরণ কেন্দ্র চাঁদপুর মাছঘাটে গিয়ে দেখা গেছে বিভিন্ন মাছের আমদানি থাকলে ও কাঙ্ক্ষিত ইলিশ নেই। এদিকে নিষেধাজ্ঞা শেষে আবারও কর্ম চাঞ্চল্য ফিরেছে চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে। কর্মব্যস্ত ব্যবসায়ী-শ্রমিকদের হাঁকডাকে মুখরিত মাছঘাট। পদ্মা-মেঘনার আহরিত মাছ ঝুপড়িতে আড়তে এনে মজুত করছেন জেলেরা। আর সেই মাছ হাঁকডাক দিয়ে বিক্রি করছেন ব্যবসায়ীরা তবে ইলিশ নেই বল্লেই চলে। পদ্মা ও মেঘনা নদীর বিভিন্ন এলাকা থেকে জেলেরা ট্রলারে মাছ নিয়ে আসছেন। আবার অনেক জেলে মাছ নিয়ে সরাসরি ঘাটে নৌকা ভিড়ছেন। এছাড়া সদরের হরিণা ফেরিঘাট থেকেও ইলিশ নিয়ে ঘাটে এসেছেন কয়েকজন পাইকারী মাছ ব্যবসায়ী। ঘাটে মাছ নিয়ে এসেছেন রাজরাজেশ্বর এলাকার জেলে জাহাঙ্গীর।তিনি বলেন, দুই মাস নদীতে মাছ আহরণ থেকে বিরত ছিলাম। আজকে নদীতে নেমেছি।তবে নদীতে ইলিশ কম। একই এলাকার জেলে সোলাইমান জানান, তারা চারজন নদীতে নেমেছেন ইলিশ ধরার জন্য। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত যে পরিমাণ ইলিশ পেয়েছেন, তা সাইজে ছোট। তবে বিক্রি করে জ্বালানি ও নিজেদের খরচ উঠে যাবে। হাজীগঞ্জ থেকে মাছঘাটে আসা ক্রেতা মনিরুজ্জামান বলেন, দুই মাস পর আড়তে মাছ আসা শুরু হয়েছে। তবে পরিমাণে ইলিশ কম। তাই দাম চড়া। যে কারণে ইলিশ কিনতে পারিনি। মেসার্স লুৎফা আড়তের ব্যবসায়ী কামাল হোসেন জানান, প্রথম দিনে ইলিশের আমদানি কম। যে কারণে দামও চড়া। এক কেজি ওজনের বেশি ইলিশ প্রতিকেজি বিক্রি হচ্ছে ২হাজার থেকে ২২শ টাকা। ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ প্রতিকেজি ১৬শ ১৭শ টাকা এবং ৫০০ থেকে ৬০০ গ্রামের ইলিশ প্রতিকেজি বিক্রি হচ্ছে ১২শ থেকে -১৩শ টাকা দরে বিক্রি হচ্ছে। মাছ ব্যবসায়ী ওমর ফারুক বলেন, আজকে ঘাটে ইলিশের আমদানি কম। তবে অন্যান্য প্রজাতির মাছ এসেছে। এর মধ্যে পোয়া মাছ প্রতিকেজি বিক্রি হচ্ছে ৩শ ৩২০টাকা, চিংড়ি প্রতিকেজি ১হাজার থেকে ১৪শ টাকা। ছোট সাইজের চিংড়ি প্রতিকেজি ৬শ ৮ শ টাকা। চেওয়া মাছ প্রতিকেজি ২৫০ টাকা থেকে ৩শ টাকা। বড় সাইজের পাঙ্গাস প্রতিকেজি ১হাজার থেকে ১১শ টাকা। আইড় মাছ প্রতিকেজি ৮ শ থেকে ১হাজার টাকা। ছোট সাইজের বাটা ও বেলে মাছ প্রতিকেজি ২০০-২৫০ টাকায় পাইকারি বিক্রি হচ্ছে। চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক হাজী মো. শবেবরাত সরকার বলেন, দুই মাস বন্ধ থাকার পর বুধবার মাছ ধরা শুরু হয়েছে। তবে নদী এবং সাগরে এখন ইলিশ নেই। বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে ইলিশ পাওয়ার সম্ভাবনাও কম। যে কারণে আড়ত গুলোতে মাছ সরবরাহ কম। আজকে কয়েকটি আড়তে আনুমানিক ১০ মণ ইলিশ এসেছে। তবে কিছুদিন পর মৌসুম শুরু হলে ইলিশ পাওয়ার সম্ভাবনা রয়েছে। মতলব উত্তরে চেয়ারম্যান প্রার্থীর গাড়ি ভাংচুর মামলার আসামি গ্রেফতার  “নজরুল ইসলামের চিন্তামূলক গ্রন্থ ‘What Do Citizens Think’ প্রকাশিত” চাঁদপুরে মহান মে দিবসে র‌্যালি ও আলোচনা সভা মুরাদনগরে মে দিবস উপলক্ষে র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত বিয়ের দাবিতে অনশনে বসা কলেজছাত্রীকে মারধর, হাসপাতালে ভর্তি ঠাকুরগাঁওয়ে মহান মে দিবস পালন বেনাপোলে বাস চাপায় সাইকেল আরোহী নিহত লঞ্চ ঘা‌টে যাত্রী‌ হয়রা‌নি, ৬ সিএনজি ও অটোরিক্সা চালক আটক ধূমপানে আসক্তি থেকে অতঃপর বিদায়, যা বললেন ডার্টি পিকচার নায়িকা

সাভারে ডিবির অভিযানে ১ কোটি টাকার হেরোইন উদ্ধার, আটক ১

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ২০৫ বার পঠিত হয়েছে
আলমাস হোসেনঃ ঢাকা জেলা প্রতিনিধি
ঢাকার সাভারে অভিযান চালিয়ে মো.আশরাফ ওরফে ইমাম (৪০) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার বিছানা তল্লাশী চালিয়ে এক কোটি টাকা মূল্যের হোরোইন উদ্ধার করা হয়।  বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সাভার ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব। এর আগে, বুধবার দিবাগত রাতে সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ী গ্রামের একটি টিনশেড বাড়ি থেকে তাকে হেরোইনসহ আটক করা হয়। আটক আশরাফ ওরফে ইমাম চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার চাকপাড়া গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে। তিনি সাভারের জয়নাবাড়ী গ্রামের ইসহাক মিয়ার টিনশেড ভাড়াবাড়ীতে বসবাস করেন। অভিযানে নেতৃত্ব দেয়া ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) সহিদুল ইসলাম পিপিএম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালাই। এসময় মাদক কারবারি আশরাফকে তার ভাড়া বাসার কক্ষ থেকে আটক করি। জব্দ করি বিপুল পরিমাণ হেরোইন। জব্দকৃত হেরোইনের ওজন প্রায় ১ কেজি ৪০০ গ্রাম। যার বাজারমূল্য প্রায় এক কোটি ৮০ হাজার টাকা। সে মূলত ভারত থেকে আসা এই মাদক সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে ঢাকায় এনে খুচরা দরে বিক্রি করতো। সীমান্তবর্তী এলাকায় তার ছদ্মনাম তোফাজ্জল হোসেন। লেনদেন হয় বিকাশের মাধ্যমে। এ বিষয়ে ওসি মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, আশরাফ চিহ্নিত বড় ধরনের মাদক কারবারি। সে পাঁচ মাস ধরে এই এলাকায় অবস্থান করে এবং নিজের পরিচয় আড়াল করে মাদক বিক্রি করে আসছিল। প্রতিবেশীদের কাছে দিনমজুর ও দরিদ্র মানুষ নামেই পরিচিত ছিল সে। এই চক্রের বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

দুই মাস পর চাঁদপুরের নদীতে জেলেরা// মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ মানিক দাস // জাতীয় সম্পদ ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষে সরকার ঘোষিত মার্চ-এপ্রিল দুই মাস জাটকা সংরক্ষণ অভিযান শেষ হয়েছে ৩০ এপ্রিল মধ্যরাতে। এরপর চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে ইলিশ আহরণে নেমেছেন জেলেরা। জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে শুরু করে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত নৌ সীমানার ৭০ কিঃমিঃ হাজারো জেলে এখন নদীতে বিচরণ করছেন। তবে জালে অন্য মাছ ধরা পড়লেও ইলিশের সেই কাঙ্ক্ষিত দেখা পাচ্ছেন জেলেরা । ১ মে সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত দেশের অন্যতম মৎস্য অবতরণ কেন্দ্র চাঁদপুর মাছঘাটে গিয়ে দেখা গেছে বিভিন্ন মাছের আমদানি থাকলে ও কাঙ্ক্ষিত ইলিশ নেই। এদিকে নিষেধাজ্ঞা শেষে আবারও কর্ম চাঞ্চল্য ফিরেছে চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে। কর্মব্যস্ত ব্যবসায়ী-শ্রমিকদের হাঁকডাকে মুখরিত মাছঘাট। পদ্মা-মেঘনার আহরিত মাছ ঝুপড়িতে আড়তে এনে মজুত করছেন জেলেরা। আর সেই মাছ হাঁকডাক দিয়ে বিক্রি করছেন ব্যবসায়ীরা তবে ইলিশ নেই বল্লেই চলে। পদ্মা ও মেঘনা নদীর বিভিন্ন এলাকা থেকে জেলেরা ট্রলারে মাছ নিয়ে আসছেন। আবার অনেক জেলে মাছ নিয়ে সরাসরি ঘাটে নৌকা ভিড়ছেন। এছাড়া সদরের হরিণা ফেরিঘাট থেকেও ইলিশ নিয়ে ঘাটে এসেছেন কয়েকজন পাইকারী মাছ ব্যবসায়ী। ঘাটে মাছ নিয়ে এসেছেন রাজরাজেশ্বর এলাকার জেলে জাহাঙ্গীর।তিনি বলেন, দুই মাস নদীতে মাছ আহরণ থেকে বিরত ছিলাম। আজকে নদীতে নেমেছি।তবে নদীতে ইলিশ কম। একই এলাকার জেলে সোলাইমান জানান, তারা চারজন নদীতে নেমেছেন ইলিশ ধরার জন্য। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত যে পরিমাণ ইলিশ পেয়েছেন, তা সাইজে ছোট। তবে বিক্রি করে জ্বালানি ও নিজেদের খরচ উঠে যাবে। হাজীগঞ্জ থেকে মাছঘাটে আসা ক্রেতা মনিরুজ্জামান বলেন, দুই মাস পর আড়তে মাছ আসা শুরু হয়েছে। তবে পরিমাণে ইলিশ কম। তাই দাম চড়া। যে কারণে ইলিশ কিনতে পারিনি। মেসার্স লুৎফা আড়তের ব্যবসায়ী কামাল হোসেন জানান, প্রথম দিনে ইলিশের আমদানি কম। যে কারণে দামও চড়া। এক কেজি ওজনের বেশি ইলিশ প্রতিকেজি বিক্রি হচ্ছে ২হাজার থেকে ২২শ টাকা। ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ প্রতিকেজি ১৬শ ১৭শ টাকা এবং ৫০০ থেকে ৬০০ গ্রামের ইলিশ প্রতিকেজি বিক্রি হচ্ছে ১২শ থেকে -১৩শ টাকা দরে বিক্রি হচ্ছে। মাছ ব্যবসায়ী ওমর ফারুক বলেন, আজকে ঘাটে ইলিশের আমদানি কম। তবে অন্যান্য প্রজাতির মাছ এসেছে। এর মধ্যে পোয়া মাছ প্রতিকেজি বিক্রি হচ্ছে ৩শ ৩২০টাকা, চিংড়ি প্রতিকেজি ১হাজার থেকে ১৪শ টাকা। ছোট সাইজের চিংড়ি প্রতিকেজি ৬শ ৮ শ টাকা। চেওয়া মাছ প্রতিকেজি ২৫০ টাকা থেকে ৩শ টাকা। বড় সাইজের পাঙ্গাস প্রতিকেজি ১হাজার থেকে ১১শ টাকা। আইড় মাছ প্রতিকেজি ৮ শ থেকে ১হাজার টাকা। ছোট সাইজের বাটা ও বেলে মাছ প্রতিকেজি ২০০-২৫০ টাকায় পাইকারি বিক্রি হচ্ছে। চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক হাজী মো. শবেবরাত সরকার বলেন, দুই মাস বন্ধ থাকার পর বুধবার মাছ ধরা শুরু হয়েছে। তবে নদী এবং সাগরে এখন ইলিশ নেই। বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে ইলিশ পাওয়ার সম্ভাবনাও কম। যে কারণে আড়ত গুলোতে মাছ সরবরাহ কম। আজকে কয়েকটি আড়তে আনুমানিক ১০ মণ ইলিশ এসেছে। তবে কিছুদিন পর মৌসুম শুরু হলে ইলিশ পাওয়ার সম্ভাবনা রয়েছে।

দুই মাস পর চাঁদপুরের নদীতে জেলেরা// মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ মানিক দাস // জাতীয় সম্পদ ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষে সরকার ঘোষিত মার্চ-এপ্রিল দুই মাস জাটকা সংরক্ষণ অভিযান শেষ হয়েছে ৩০ এপ্রিল মধ্যরাতে। এরপর চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে ইলিশ আহরণে নেমেছেন জেলেরা। জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে শুরু করে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত নৌ সীমানার ৭০ কিঃমিঃ হাজারো জেলে এখন নদীতে বিচরণ করছেন। তবে জালে অন্য মাছ ধরা পড়লেও ইলিশের সেই কাঙ্ক্ষিত দেখা পাচ্ছেন জেলেরা । ১ মে সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত দেশের অন্যতম মৎস্য অবতরণ কেন্দ্র চাঁদপুর মাছঘাটে গিয়ে দেখা গেছে বিভিন্ন মাছের আমদানি থাকলে ও কাঙ্ক্ষিত ইলিশ নেই। এদিকে নিষেধাজ্ঞা শেষে আবারও কর্ম চাঞ্চল্য ফিরেছে চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে। কর্মব্যস্ত ব্যবসায়ী-শ্রমিকদের হাঁকডাকে মুখরিত মাছঘাট। পদ্মা-মেঘনার আহরিত মাছ ঝুপড়িতে আড়তে এনে মজুত করছেন জেলেরা। আর সেই মাছ হাঁকডাক দিয়ে বিক্রি করছেন ব্যবসায়ীরা তবে ইলিশ নেই বল্লেই চলে। পদ্মা ও মেঘনা নদীর বিভিন্ন এলাকা থেকে জেলেরা ট্রলারে মাছ নিয়ে আসছেন। আবার অনেক জেলে মাছ নিয়ে সরাসরি ঘাটে নৌকা ভিড়ছেন। এছাড়া সদরের হরিণা ফেরিঘাট থেকেও ইলিশ নিয়ে ঘাটে এসেছেন কয়েকজন পাইকারী মাছ ব্যবসায়ী। ঘাটে মাছ নিয়ে এসেছেন রাজরাজেশ্বর এলাকার জেলে জাহাঙ্গীর।তিনি বলেন, দুই মাস নদীতে মাছ আহরণ থেকে বিরত ছিলাম। আজকে নদীতে নেমেছি।তবে নদীতে ইলিশ কম। একই এলাকার জেলে সোলাইমান জানান, তারা চারজন নদীতে নেমেছেন ইলিশ ধরার জন্য। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত যে পরিমাণ ইলিশ পেয়েছেন, তা সাইজে ছোট। তবে বিক্রি করে জ্বালানি ও নিজেদের খরচ উঠে যাবে। হাজীগঞ্জ থেকে মাছঘাটে আসা ক্রেতা মনিরুজ্জামান বলেন, দুই মাস পর আড়তে মাছ আসা শুরু হয়েছে। তবে পরিমাণে ইলিশ কম। তাই দাম চড়া। যে কারণে ইলিশ কিনতে পারিনি। মেসার্স লুৎফা আড়তের ব্যবসায়ী কামাল হোসেন জানান, প্রথম দিনে ইলিশের আমদানি কম। যে কারণে দামও চড়া। এক কেজি ওজনের বেশি ইলিশ প্রতিকেজি বিক্রি হচ্ছে ২হাজার থেকে ২২শ টাকা। ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ প্রতিকেজি ১৬শ ১৭শ টাকা এবং ৫০০ থেকে ৬০০ গ্রামের ইলিশ প্রতিকেজি বিক্রি হচ্ছে ১২শ থেকে -১৩শ টাকা দরে বিক্রি হচ্ছে। মাছ ব্যবসায়ী ওমর ফারুক বলেন, আজকে ঘাটে ইলিশের আমদানি কম। তবে অন্যান্য প্রজাতির মাছ এসেছে। এর মধ্যে পোয়া মাছ প্রতিকেজি বিক্রি হচ্ছে ৩শ ৩২০টাকা, চিংড়ি প্রতিকেজি ১হাজার থেকে ১৪শ টাকা। ছোট সাইজের চিংড়ি প্রতিকেজি ৬শ ৮ শ টাকা। চেওয়া মাছ প্রতিকেজি ২৫০ টাকা থেকে ৩শ টাকা। বড় সাইজের পাঙ্গাস প্রতিকেজি ১হাজার থেকে ১১শ টাকা। আইড় মাছ প্রতিকেজি ৮ শ থেকে ১হাজার টাকা। ছোট সাইজের বাটা ও বেলে মাছ প্রতিকেজি ২০০-২৫০ টাকায় পাইকারি বিক্রি হচ্ছে। চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক হাজী মো. শবেবরাত সরকার বলেন, দুই মাস বন্ধ থাকার পর বুধবার মাছ ধরা শুরু হয়েছে। তবে নদী এবং সাগরে এখন ইলিশ নেই। বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে ইলিশ পাওয়ার সম্ভাবনাও কম। যে কারণে আড়ত গুলোতে মাছ সরবরাহ কম। আজকে কয়েকটি আড়তে আনুমানিক ১০ মণ ইলিশ এসেছে। তবে কিছুদিন পর মৌসুম শুরু হলে ইলিশ পাওয়ার সম্ভাবনা রয়েছে।

© All rights reserved by CrimeAction 24 Dot Com.
Theme Customized BY LatestNews