1. rajubdnews@gmail.com : admin :
  2. bipplobsarkar@gmail.com : Md. Bipplob Sarkar : Md. Bipplob Sarkar
  3. crimeaction24@gmail.com : Maruf Gazi : Maruf Gazi
  4. mizanbhola10@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১০:৫২ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
ব‌্যবসা‌য়ি নারায়ন পোদ্দা‌রের মৃত‌্যূ‌তে ম‌হিলা ভাইস চেয়ারম‌্যান প্রা‌র্থি শিপ্রা দাসের শোক আপিল করে প্রা‌র্থিতা ফি‌রে পে‌লেন চাঁদপুর সদরের চেয়ারম্যান প্রার্থী রাকিব মাঝি প্রত্যাগত অভিবাসী, ফিরে এলেও পাশে আছি মতলব উত্তর উপজেলা নির্বাচনে চায়ের কাপে ভোটের আমেজ বাগাদীতে জাতীয় আইন সহায়তা দিবস পালন বৈশাখী মেলায় বাবুরহাট স্কুল এণ্ড কলেজ,বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ ও  রংধনুর নৃত্যানুষ্ঠান ২৯ এপ্রিল চাঁদপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস  চাঁদপুরে প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার চাঁদপুর সিবি এর নতুন কমিটি অনুমোদন  আক্তার আহ্বায়ক আলউদ্দীন সচিব চাঁদপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত 

সিয়াম সাধনার মা‌সে  উন্মাদনায় মা‌তে ব‌্যবসা‌য়িরা, ভোক্তার ঘা‌ড়ে প‌রে উচ্চ মূ‌ল্যের তরবা‌রি

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ৩৪ বার পঠিত হয়েছে

অ‌ভি‌জিত রায়।। ইসলামি বর্ষপঞ্জির পবিত্রতম মাস রমজান। সিয়মা সাধনার প‌বিত্র এ মাস‌কে ঘি‌রে সারা‌বি‌শ্বের মুস‌লিম ধর্মালম্বীরা আল্লাহর রহমত প্রা‌প্তির ল‌ক্ষে বিনাপানহা‌রে রোজা রাে‌খেন ও নামাজ আদায় ক‌রে থা‌কেন। প‌বিত্র  এ মাসে বাংলা‌দে‌শের সকল প্রা‌ন্তের সকল বয়‌ষের সকল শ্রেণি পেশার মুস‌লিম নর-নারী শিশু-‌কি‌শোর রোজা রে‌খে থা‌কেন। সারা‌দিন রোজা শে‌ষে ইফতারী এ‌দে‌শের এক‌টি ঐ‌তিহ‌্যগত বিষয়। সকল শ্রেণি‌ পেশার মানুষ যার যার সমার্থ‌্য অনুযায়ী ইফতা‌রির ব‌্যবস্থা ক‌রেন প‌রিবা‌রের সকল‌কে নি‌য়ে রোজা ভাংগ‌তে।

বর্তমান সময়কা‌লে বাংলার এ ঐ‌তিহ‌্যগত ইফতার যেন  মধ‌্যবিত্ত, নিন্ম‌বিত্ত ও দ‌রিদ্রদের জন‌্য এক না‌ভিশ্বাস বিষয় হ‌য়ে দা‌ড়ি‌য়ে‌ছে। রমজান মা‌সকে উপলক্ষ ক‌রে নিত‌্যপ‌ণ্যের দাম অ‌গ্নিমূল‌্য ধারন ক‌রে। এসম‌য়ে ব‌্যবসা‌য়িরা উন্মাদনায় মে‌তে ও‌ঠে, বিপরী‌তে ভোক্তা সাধারনের ঘা‌ড়ে প‌রে উচ্চ মূ‌ল্যের তরবা‌রি। এ থেকে উ‌ত্তোর‌নে সরকা‌রের পদ‌ক্ষেপ থাক‌লেও তা কোন কা‌জে দি‌চ্ছে না। কোনভা‌বেই সরকার অসাধু ব‌্যবসা‌য়ি‌দের সি‌ন্ডি‌কেট নামক শব্দ‌টি‌কে ভাংগ‌তে পার‌ছে না। এ‌তে ক‌রে জনগ‌ণের প‌কেট থে‌কে চ‌লে যা‌চ্ছে কা‌ড়ি কা‌ড়ি বাড়‌তি টাকা, লাভবান হ‌চ্ছেন সি‌র্ডি‌কেট ব‌্যবসা‌য়িরা। রমজান মা‌সে খেজুর এক‌টি নিত‌্য পণ‌্য হ‌য়ে ও‌ঠে। আমা‌দের দে‌শে এর উৎপাদন না হওয়ায় আমা‌দিন নির্ভর পন‌্যটি‌কে পু‌ঁ‌জি ক‌রে এক‌শ্রেণির ব‌্যবসা‌য়ি বেশী মুনাফা আদায় ক‌রে আস‌ছে। এবছর সরকারের বা‌ণিজ‌্য মন্ত্রণালয় খেজু‌রের আমদা‌নি মূ‌ল্যের উপর নির্ভর ক‌রে খুচরা মূল‌্য নির্ধারণ ক‌রে  দেওয়া‌ হয়। কিন্তু কে শু‌নে কার কথা- সরকা‌রের বে‌ধে দেওয়া দাম‌কে তোয়াক্কা না ক‌রে ব‌্যবসা‌য়িরা নি‌জে‌দের ম‌তো ক‌রে খেজু‌রের দাম হাকা‌চ্ছেন। রজমান মাস‌কে পুঁ‌জি ক‌রে বড় ব‌্যবসায়িরাই‌যে অ‌তি মুনাফায় পণ‌্য বি‌ক্রি কর‌ছেন তা কিন্তু নয়। এ‌তে পি‌ছি‌য়ে নেই ক্ষুদ্র থে‌কে অ‌তি ক্ষুদ্র দোকানিরাও। লেবুর হা‌লি ৭০/৮০ টাকা, শশা প্রকার ভে‌দে ৬০/৮০ টাকা, ট‌মে‌টো ৫০/৬০ টাকা। ‌সে‌হেরী ও ইফতা‌রের খাবার জোগাড় কর‌তে সব‌চে‌য়ে বেশী কষ্ট হ‌চ্ছে খে‌টে খাওয়া দিনমজুর শ্রেণির মানুষগু‌লোর। প্রতি‌দিন ঘাম ঝ‌ড়ি‌য়ে যে আয় ক‌রেন তা‌তে চাল, তেল, আলু, লবন ও সব‌জি ক্রয়ের পর হাতে আর কিইবা থাকে। নিত‌্যদি‌নের খাবার জোগা‌ড়ের পর  ইফতা‌রির জন‌্য আলাদা ক‌রে কিছু কিনা তা‌দের জন‌্য কষ্ট বই আর কি।

মুস‌লিম সংখ‌্যাগ‌রিষ্ট দেশ হ‌য়েও আমাদের দে‌শের ব‌্যবসা‌য়িরা ধর্মীয় উৎসব‌কে পুঁ‌জি ক‌রে অ‌ধিক মুনাফা ক‌রেই যা‌চ্ছে।  সিয়াম সাধনার এমা‌সেও তা‌দের ম‌ধ্যে প‌ণ্যের মূল‌্য বৃ‌দ্ধি‌তে যেন আরও প্রতি‌যো‌গিতা বে‌ড়ে যায়। বি‌শ্বের অনন‌্যা মুস‌লিম দেশগু‌লোর দি‌কে তাকা‌লে এর বিপরীত চিত্র চো‌খে প‌রে। বি‌শেষ ক‌রে মধ‌্যপ্রাপ‌চ্যের মুস‌লিম দেশগু‌লো রমজান মাস‌কে সাম‌নে রে‌খে নিত‌্যপ‌ণ্যের মূ‌ল্যে কাটছাট ক‌রে তা ক‌মি‌য়ে আ‌নে। এর প্রকৃষ্ট উদাহরন আরব আ‌মিরাত। এবছর দেশ‌টি রমজান উপল‌ক্ষে পবিত্র রমজান মাস উপলক্ষে ১০ হাজার পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব এসব পণ্যের মধ্যে ৮০ শতাংশই নিত্যপণ্য।  দাম কমানো এসব পণ্যের বেশিরভাগই অত্যাবশ্যকীয় খাদ্য পণ্য। এছাড়া রান্নার তেল এবং ময়দার মতো পণ্যের দামও ৭৫ শতাংশ পর্যন্ত হ্রাস পাবে। এছাড়া ভোজ্য তেল, ময়দা ও চালের মতো জিনিস ৭৫ শতাংশ পর্যন্ত কম দামে পাওয়া যাবে।
এছাড়াও রমজানে খুচরা পর্যায়ে ৯টি প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। শুধু আরব আ‌মিরাতই নয় মধ‌্যপ্রচ্যে সৌ‌দি আরবসহ প্রায় সকল মুস‌লিম দেশ রমজান‌ উপল‌ক্ষে নিত‌্যপ‌ণ্যের দাম হ্রাস ক‌রে থা‌কে।

এম‌নি‌তেই ইউ‌ক্রেন রা‌শিয়ার ম‌ধ্যে যু‌দ্ধ শুরুর পর থে‌কে বিশ্বব‌্যাপী খাদ‌্য প‌ণ্যের দা‌মে উর্দ্ধগ‌তি। এ বিষয়‌টি‌কে উ‌ছিলা ক‌রে ও ডলার সংক‌টের কথা ব‌লে ব‌্যবসা‌য়িরা বি‌শেষ ক‌রে বড় বড় গ্রুপ অব ইন্ডাস্ট্রিগু‌লো প‌ণ্যের দাম বিগত দুই বছর যাবৎ বা‌ড়ি‌য়ে চল‌ছে। নিত‌্যপ‌ণ্যের লামাগ টান‌তে কোথায় যেন সরকার আট‌কে যা‌চ্ছে। বি‌ভিন্ন পন্থা অবলম্বর ক‌রেও প‌ণ্যের দামে লাগাম টানাতে পার‌ছে না। বি‌ভিন্ন সম‌য়ে সরকা‌রের মন্ত্রী‌দের মু‌খে কিছু হু‌শিয়া‌রি শব্দ শোনা গে‌লেও তা যেন খাচায় বন্দী বা‌ঘের গর্জনের ম‌তো শোনা যায়। টি‌সি‌বির মাধ‌্যমে সরকার চাুর, ডাল, তেল, চি‌নিসহ বি‌ভিন্ন নিত‌্য পন‌্য বি‌ক্রি কর‌ছেন। সরকা‌রের এসকলর প্রনোদনা প‌্যা‌কেজ দি‌য়েও অ‌তি মুনাফা লোভী ব‌্যবসা‌য়ি‌দের দমা‌তে পাড়‌ছে না।

সাংবা‌দিক ও চিত্র প্রশিক্ষক
অ‌ভি‌জিত রায়

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর
© All rights reserved by CrimeAction 24 Dot Com.
Theme Customized BY LatestNews