1. rajubdnews@gmail.com : admin :
  2. bipplobsarkar@gmail.com : Md. Bipplob Sarkar : Md. Bipplob Sarkar
  3. crimeaction24@gmail.com : Maruf Gazi : Maruf Gazi
  4. mizanbhola10@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
সোমবার, ২০ মে ২০২৪, ০৫:২১ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত: মিশা-ডিপজল দুজনই মূর্খ বললেন নিপুণ আক্তার চাঁদপুরে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান কালু ভূঁইয়া ঘোড়া মার্কার প্রার্থী অ্যাড. হুমায়ুন কবির সুমনের সংবাদ সম্মেলন হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে টাকা বিলি করার সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ দুই নেতা আটক চাঁদপুর বিচার বিভাগের বিরুদ্ধে মিথ্যা প্রচার, থানায় জিডি ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন (সদর, হাজীগঞ্জ ও শাহরাস্তি) উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সাভারে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী  গ্রেপ্তার হাইমচরের চরভাঙ্গা গ্রামে চা দোকানে আগুন ইসলামী সাংস্কৃতিক সংগঠন স্বপ্নপূরীর শিল্পী গোষ্ঠীর চাঁদপুর জেলার শাখার ক্লাস উদ্বোধন

সুনামগঞ্জে নৌকার প্রার্থীদের ঠেকাতে জোর প্রচারণায় নেমেছে স্বতন্ত্র প্রার্থীরা

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ৮৫ বার পঠিত হয়েছে

মোজাম্মেল আলম ভূঁইয়া-সুনামগঞ্জ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সুনামগঞ্জ জেলার ৫টি আসনে প্রচার প্রচারণা নিয়ে মহা ব্যস্থ ক্ষমতাসীন দলের মনোনীত নৌকার প্রার্থীরা। অন্যদিকে বিএনপি আসন্ন নির্বাচন বাদ দিয়ে আন্দোলন নিয়ে ব্যস্থ থাকার সুযোগকে কাজে লাগাতে চায় ক্ষমতাসীন দলের মনোনয়ন বঞ্চিতরা। তারা স্বতন্ত্র প্রার্থী হয়ে নৌকার প্রার্থীদের ঠেকাতে মাঠে নেমে জোর প্রচারণা শুরু করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে- জেলার সব চেয়ে বড় আসন ও খনিজ সম্পদ তথা অর্থের খনি হিসেবে সুপরিচিত সুনামগঞ্জ ১ আসন। জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর ও নবগঠিত মধ্যনগর উপজেলা নিয়ে গঠিত এই আসনে নতুন চমক দেখার জন্য ক্ষমতাসীন দলের পক্ষে নৌকা প্রতীক নিয়ে এবার মাঠে নেমেছেন সিলেট জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার। তাকে ঠেকাতে এই আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এবার তার দল থেকে মনোনয়ন না পেয়ে অবশেষে স্বতন্ত্রপ্রার্থী হয়ে কেতলি প্রতীক নিয়ে মাঠে নেমেছেন। এছাড়াও একই দলের মনোনয়ন বঞ্চিত জেলা শ্রমিকলীগ নেতা সেলিম আহমেদ ঈগল প্রতীক নিয়ে নির্বাচনে লড়াই করার জন্য জোর প্রচারণা চালাচ্ছেন।
এদিকে দিরাই ও শাল্লা উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ ২ আসনে এবার আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে মাঠে নেমেছেন পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) ছোট ভাই চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল-আমিন চৌধুরী)। বিশিস্ট রাজনীতিবিদ প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের ঘাটি হিসেবে পরিচিত এই আসনে প্রথম বারের মতো নতুন মুখের আগমন গঠেছে। তবে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত এই আসনটিতে প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত পরিবারের অধিনে ছিল। কারণ সাত বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি না ফেরার দেশে চলে যাওয়ার পর উপ-নির্বাচনের মাধ্যমে এমপি হন তাই স্ত্রী জয়া সেনগুপ্ত। কিন্তু দল থেকে মনোনয়ন বঞ্চিত হওয়ার কারণে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য ভোটের মাঠে নেমেছেন জয়া সেনগুপ্ত।
অন্যদিকে এজেলার শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ ৩ আসনের ভোটের মাঠে শক্ত কোন প্রার্থী না থাকার কারণে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এবারো জয়লাভ করবেন বলে ধারণা করা হচ্ছে।
এদিকে সুনামগঞ্জ সদর ও বিশ^ম্ভরপুর উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ ৪ আসন। জাতীয় পার্টির ঘাটি হিসেবে পরিচিত এই আসনটিতে প্রথম বারের মতো এবার আওয়ামীলীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন অবসরপ্রাপ্ত আমলা ড. মোহাম্মদ সাদিক। তার প্রতিপক্ষ হিসেবে লড়াই করবেন জেলা জাতীয় পার্টির আহবায়ক ও সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ।
অপরদিকে দোয়ারাবাজার ও ছাতক উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ ৫ আসনে এবারো দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। তার প্রতিপক্ষ হিসেবে একই দলের মনোনয়ন বঞ্চিত জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচনী লড়াই চালিয়ে যাচ্ছেন।
নির্বাচনের আর মাত্র হাতে গুনা কয়েকদিন। এজন্য দিনরাত খেয়ে না খেয়ে মাথার ঘাম পায়ে ফেলে, চোখের ঘুম ত্যাগ করে ভোটারদের ধারে ধারে যাচ্ছে নৌকা ও আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিত সতন্ত্র প্রার্থীরা। তারা সাধারণ ভোটারদের দিচ্ছে নানান আশ্রাস, শুনাচ্ছেন নানান উন্নয়নের কথা। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে প্রচারণার লড়াই ততই বৃদ্ধি পাচ্ছে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর
© All rights reserved by CrimeAction 24 Dot Com.
Theme Customized BY LatestNews