মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৫:৪৫ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
hello world ৪‌টি অ‌ধিদপ্ত‌রের সা‌থে প্রথম সভায় নবাগত জেলা প্রশাসক রা‌ষ্ট্রের মহান দা‌য়িত্ব পালন কর‌তে আমরা বদ্ধ প‌রিকর, সাম‌নেই সেই মহান দা‌য়িত্ব নির্বাচন: নবাগত জেলা প্রশাসক মোঃ; নাজমুল ইসলাম সরকার ফরিদগঞ্জে বিক্রয় প্রতিনিধিকে গুলি করে হত্যার ঘটনায় নারায়নগঞ্জ থেকে ‘রবিন ডাকাত’ আটক চাঁদপুরের নবাগত ডিসি মো: নাজমুল ইসলামের যোগদান মতলব উত্তরে গৃহ বধূর আত্মহত্যা  হাইমচের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি পর্যটন সার্ভিস হিসেবে শতবর্ষী প্যাডেল স্টিমার পি এস মাহসুদ–এর আনুষ্ঠানিক উদ্বোধন Apostas de Roleta: O Guia Definitivo para Jogadores Roulette Turnier Jackpot – Alles, was Sie wissen müssen Ruletka doświadczenie bezpieczna: Poradnik eksperta dla graczy online লক্ষ্মীপুর ও মৈশাদী ইউনিয়নে ধানের শীষের গণসংযোগ করলেন শেখ ফরিদ আহমেদ মানিক

হাইমচরে গণসংযোগ ও জেলেদের সাথে মতবিনিময় করলেন শেখ ফরিদ আহমেদ মানিক ………………..শেখ ফরিদ আহমেদ মানিক

  • আপডেটের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১ বার পঠিত হয়েছে

স্টাফ রিপোর্টার

হাইমচর উপজেলায় ধানের শীষের গণসংযোগ ও জেলেদের সাথে মতবিনিময় করলেন চাঁদপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

গতকাল শুক্রবার (৭ নভেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের ভোট চান। সেই সাথে প্রত্যন্ত এলাকার মানুষের বিভিন্ন সমস্যার কথা শুনে তা সমাধানের আশ্বাস দেন।

পরে সকাল সাগে ১০টায় হাইমচর উপজেলা বিএনপি কার্যালয়ে জেলেদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন শেখ ফরিদ আহমেদ মানিক। এসময় জেলা তাদের সমস্যা তুলে ধরেন এবং সেই সমস্যা সমাধানের আশ্বাস দেন শেখ ফরিদ আহমেদ মানিক।

এসময় শেখ ফরিদ আহমেদ মানিক তার বক্তব্যে বলেন, যারা নৌকা থেকে চাঁদা নিয়েছে সেই দোসররা এখন এলাকায় নেই। তাদের অপকর্মের কারণে তারা পালিয়ে গেছে। তারা যেই কাজ করেছে, বিএনপি সেই কাজ করবে না। যার যেটা প্রাপ্য তার প্রাপ্যটা বিএনপি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে। আপনারা একটু ধৈর্য্য ধরুন, আমাদের কাজ করার সুযোগ দেন।

তিনি আরো বলেন, ১৫ বছরের জঞ্জাল আজকে বললে, কালকে ঠিক করা সম্ভব নয়। যারা জেলেদের হয়রানি করে তাদের নাম দিন, সত্যতা যাচাই করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা আপনাদের জন্য করবো আপনারাও দেশের জন্য করবেন। কিন্তু আপনারা অল্পকিছু টাকার জন্য ছোট ছোট ইলিশ মাছ বিক্রি করছেন তা আইনত দন্ডনীয় অপরাধ। এগুলো আপনারা বন্ধ করতে হবে। আইন নিচের হাতে তোলা যায় না। আপনাদের কাউকে ধরলে কেউ কাউকে টাকা দিবেন না। যদি আপনাদের অন্যায় থাকে তা হলে জেল খাটবেন, আর যদি অন্যায় না থাকে আমরা দেখবো। কিন্তু কাউকে টাকা দিবেন না।

তিনি বলেন, ১৭ বছর আমাদের অনেক নেতা-কর্মীরা জীবন দিয়েছে। ২৪ এর জুলাই-আগস্টে ফেসিবাদ বিরুদ্ধী আন্দোলনে আমাদের অনেক তরুন জীবন দিয়েছে। আপনারা ৩টি জাতীয় নির্বাচনে ভোট দিতে পারেন নি। আগামী ফেব্রুয়ারী মাসে জাতীয় নির্বাচন। সেই নির্বাচনে আপনারা আপনাদের স্ব স্ব ভোট কেন্দ্রে মা, বাবা, ভাই, বোন, আত্নীয়-স্বপন, পাড়া-প্রতিবেশীরা যেন ধানের শীষে যেনো ভোট দেয় সবাইকে বলবেন।

হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্যাহ বেপারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিকের পরিচালনায় জেলা বিএনপির সহ-সভাপতি মো. খলিলুর রহমান গাজী, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. কোহিনূর বেগম, জেলা ছাত্রদলেন সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগসহ হাইমচর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com