1. rajubdnews@gmail.com : admin :
  2. bipplobsarkar@gmail.com : Md. Bipplob Sarkar : Md. Bipplob Sarkar
  3. crimeaction24@gmail.com : Maruf Gazi : Maruf Gazi
  4. mizanbhola10@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৮:১১ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এর সমাপনি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান   তিল চাষে আগ্রহ বেড়েছে মতলব উত্তরের কৃষকদের চাঁদপুর জেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত ফ‌রিদগ‌ঞ্জে দু‌টি ইট ভাটাকে ৪ লাখ টাকা জ‌রিমানা মিশা-ডিপজলের কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে রিট কবে হচ্ছে শ্রমিকদের ঈদ-বোনাস, জানালেন শ্রম প্রতিমন্ত্রী ফিটনেসহীন বাস ও ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের নির্দেশ মৌসুম শেষ হওয়ার আগেই লবণের রেকর্ড উৎপাদন লক্ষ্মীপুর-রামগতি সড়কের দুই পাশে ১৫ হাজার গাছ কাটার আয়োজন, বড় বিপর্যয়ের শঙ্কা তাপপ্রবাহ থাকতে পারে ৫ দিন

হাইমচরে মাকে মৃত দেখিয়ে সম্পত্তি বিক্রি আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দখলের চেষ্টা

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : রবিবার, ৩১ মার্চ, ২০১৯
  • ৫৭ বার পঠিত হয়েছে
আদালতে মামলা থাকার পর পশ্চিম চরকৃষ্ণপুর গ্রামে গাজী বাড়ীতে গিয়ে দেখা যায় বিরোধকৃত সম্পত্তির গাছের ডাল পালা কাটা এবং বসতঘর উঠানোর জন্য প্রস্তুতিমূলক কাজ চলছে।

চাঁদপুর প্রতিনিধি ॥ হাইমচর উপজেলার পশ্চিম চরকৃষ্ণপুরে গ্রামে মা রছুমা বেগমকে মৃত দেখিয়ে সম্পত্তি বিক্রি করে দিয়েছে ছেলে আব্দুর রহমান গাজী। এ নিয়ে রহমান গাজীর পরিবারে চরম বিবাদ দেখা দিয়েছে। বেশ কয়েকবার শালিশ বৈঠক করা হলেও ঘটনার সমাধান হয়নি। ঘটনার সমাধান পেতে এক পর্যায়ে আদালতে মামলা দায়ের করে রছুমা বেগমের বড় ছেলে আব্দুর রব গাজী। যা বর্তমানে আদালতে চলমান। অপরদিকে জালিয়াতি করে দলিল ক্রয়কারী মৃত কালু মাঝির ছেলে মো. শাহজাহান মাঝি এখন বিরোধকৃত সম্পত্তির গাছ কেটে বসত ঘর উঠানোর পায়তারায় লিপ্ত রয়েছে।

সরেজমিন গত ২৫ মার্চ পশ্চিম চরকৃষ্ণপুর গ্রামে গাজী বাড়ীতে গিয়ে দেখা যায় বিরোধকৃত সম্পত্তির গাছের ডাল পালা কাটা এবং বসতঘর উঠানোর জন্য প্রস্তুতিমূলক কাজ চলছে।

সম্পত্তির প্রকৃত মালিক মৃত মুকবুল আহম্মদ গাজী ও রছুমা বেগম এর বড় ছেলে আব্দুর রব গাজী জানান, তাদের পিতার মৃত্যুর পর মা ও ভাই-বোনের সম্পত্তি আইনজীবী দিয়ে ফরায়েজ করে বন্টন করা হয়। সেই আলোকে তার মায়ের ও ভাই বোনের অংশ আলাদা করে দেয়া হয়। কিন্তু তার ছোট ভাই আব্দুর রহমান কাউকে না জানিয়ে শাহজাহান মাঝির কাছে তাঁর অংশসহ মাকে মৃত দেখিয়ে মার অংশ বিক্রি করে দেয়। বিষয়টি জানাজানি হলে আব্দু রব গাজী ওই দলিলের নকল কপি উত্তোলন করেন। দলিল নং-২৯৫/১৫। ওই দলিল মাকে মৃত দেখানো হয় এবং দলিলে ২৭নং পশ্চিম চরকৃষ্ণপুর গ্রামের স্থলে ২৮ পূর্ব চরকৃষ্ণপুর লেখা হয়। পরবর্তীতে দলিলটি শুদ্ধ করার জন্য ঠিকানা পরিবর্তন করা হলেও মাকে দ্বিতীয় (দলিল নং-৮৫০/১৬) দলিলেও মৃত দেখানো হয়।

এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে চাঁদপুর (হাইমচর) আদালতে মামলা করা হয়। মামলাটি বর্তমানে চলমান রয়েছে। আদালত বিরোধকৃত সম্পত্তিতে কোন ধরনের স্থাপনা তৈরী না করার নির্দেশ দিলেও কোন তোয়াক্কা করছে না শাহাজাহান মাঝি।

শাহাজাহান মাঝির সাথে কথা বললে তিনি জানান, আমি টাকা দিয়ে সম্পত্তি ক্রয় করেছি। যদি বিক্রেতা ও তার পরিবারের মধ্যে কোন সমস্যা থাকে তাহলে সেটা তারা সমাধান করবে।

আব্দুর রব গাজী আরো জানান, আমি আদালতের কাছে জালিয়াতি দলিলসহ জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য কামনা করছি।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর
© All rights reserved by CrimeAction 24 Dot Com.
Theme Customized BY LatestNews