সাইদ হোসেন অপু চৌধুরী-চাঁদপুর
প্রতিটি মানুষের পৃথিবীর মুখ দেখার সৌভাগ্য হয় পিতা-মাতার কল্যাণে। যখন কান্না ছাড়া আমরা অন্য কোনো ভাষা জানতাম না, তখন মা-বাবাই ঐশ্বরিক শক্তির বলে আমাদের ভাষা বুঝে যেতেন। বুকে টেনে নিতেন, পরম যত্নে আগলে রাখেন। অসুস্থ হলে রাতদিন একাকার করে সেবা–শুশ্রূষা করেন। নিজে না খেয়ে সন্তানদের খাওয়ান। আদর যত্নে লালন-পালন করেন। সন্তানের সুন্দর একটা ভবিষ্যৎ বিনির্মাণে আপ্রাণ চেষ্টা করেন। পিতা-মাতার অবদান পরিমাপ করা বা এর মূল্য নির্ণয় করা কোনো সন্তানের পক্ষেই পুরোপুরিভাবে কেন আংশিকভাবে সম্ভব নয়। সন্তানের জন্য পিতা–মাতা একমাত্র নিরাপদ স্থান।
অথচ চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের সোবাহানপুর গ্রামের মো: বশিরুল্লাহ পাটওয়ারির ছেলে মো: ফারুক পাটওয়ারি গুরুতর উত্তেজনাবশত নিজ পিতাকে আক্রমণ করেন এবং পিতার ঘরে ভাংচুর করেন।
২৫ ফেব্রুয়ারি সকালে বিষয়টি চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ এর মাধ্যমে নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত অবহিত হন এবং তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছান।
উক্ত অপরাধ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাখাওয়াত জামিল সৈকত-এর ভ্রাম্যমাণ আদালতের সম্মুখে উদঘাটিত হয়। অপরাধী সচেতনভাবে দোষ স্বীকার করেন। এসময়ে বিজ্ঞ আদালত উক্ত অপরাধ আমলে নিয়ে অপরাধীকে ২০ (বিশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত বলেন, বয়স্ক পিতাকে আক্রমণ করা একটি ন্যাক্কারজনক সামাজিক ও ধর্মীয় অপরাধ। একইসাথে এটি প্রচলিত আইনে একটি ফৌজদারি অপরাধ। আশাকরি উক্ত অপরাধী সাজাভোগের পর স্বাভাবিক জীবনে ফেরত আসবেন এবং নিজ পিতামাতার সাথে সম্মানজনক আচরণ বজায় রাখবেন।
ভ্রাম্যমাণ আদালতে চাঁদপুর সদর মডেল থানা সার্বিক সহযোগিতা করেন।
উল্লেখ্য, সাখাওয়াত জামিল সৈকত ২০২৩ সালের ১৭ আগষ্ট চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
হিসেবে চাঁদপুর যোগদানের পর থেকে ভিন্ন আঙ্গিকে কাজ করছেন। কাজের প্রতি নিষ্ঠা ও দায়িত্ববোধের কারণে তিনি সকলের কাছে প্রশংসিত।