মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৪:১৭ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ৩টি প্রতিষ্ঠানকে ১৫,০০০/- টাকা জরিমানা। Каким образом онлайн-казино привлекают игроков с использованием соревнований বাগাদী চৌরাস্তায় আগুনে পুড়ে ছাই ১০ ব্যবসা প্রতিষ্ঠান চাঁদপুর পাটোয়ারী  নিউজ পেপার এজেন্সির ম্যানেজার কানু রাহুতের পরলোকগমন  বোচাগঞ্জে জাকের পার্টির জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত ৮ মাস পর বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরল ১২ বাংলাদেশী নাবিক চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে  রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসকের উপর হামলা  চাঁদপুরে বন্ধুর বাসায় ডেকে নিষ্ঠুর হামলা দুই হিজরা গ্রেফতার মতলব উত্তরে দুই দিনে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ চাঁদপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মতলব

প‌রি‌বেশ দিবস উদযাপন উপল‌ক্ষে রচনা লিখন প্রতি‌যো‌গিতা : অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক  এরশাদ উ‌দ্দিন

  • আপডেটের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ০ বার পঠিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক ।। ৫ জুন বিশ্ব প‌রি‌বেশ দিবস উদযাপন উপল‌ক্ষে চাঁদপুর জেলা প্রশাসন ও প‌রি‌বেশ অ‌ধিদপ্ত‌রের যৌথ আয়োজ‌নে জেলার ১১‌টি মাদ্রাসার শতা‌ধিক ছাত্র-ছাত্রীর অংশগ্রহ‌ণে রচনা লিখন প্রতি‌যো‌গিতা শহ‌রের নতুনবাজা‌রস্থ চাঁদপুর আহম‌দিয়া ফা‌যিল মাদ্রাসায় অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

বুুধবার (২৩ এ‌প্রিল) বি‌কে‌লে রচনা লিখন
প্রতি‌যো‌গিতার উ‌দ্বোধনী অনুষ্ঠানে  অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আই‌সি‌টি এরশাদ উ‌দ্দিন। এসময় তি‌নি ব‌লেন, যে বিষয়গুলো কোরআ‌নে নেই তা কিন্তু হা‌দি‌সে আ‌ছে। যেসব বিষ‌য়ের সমাধান তোমারা কোরআ‌নে পা‌বে না তা কিন্তু হা‌দি‌সে পা‌বে। প‌বিত্র কোরআ‌নে আমা‌দের পূর্ন জীবনযাপ‌নের সকল কিছু লি‌পিবদ্ধ র‌য়ে‌ছে।

সেখা‌নে প‌রি‌বেশ সম্প‌র্কে বিষদ ভা‌বে বি‌ভিন্ন বিষয় উ‌ল্লেখ করা হ‌য়েরছ। তু‌মি য‌দি বাংলা ভাল না জান তাহ‌লে এ‌গি‌য়ে যে‌তে পার‌বে না। তোমরা সব পার‌বে যেম‌নি ক‌রে আরবী পার সেইভা‌বে আমা‌দের মাতৃভাষা বাংলার প্রতিও জোড় দি‌বে। আমা‌দের জাতীয় সংগীত সুন্দর ক‌রে গাই‌তে হ‌বে তা গাই‌লে তা গুনহা হ‌বে তা কিন্তু নয়। দে‌শের প্রতি প্রেম থাক‌লে গুনা হ‌বে না। তাহ‌লে তো জাতীয় পতাকা উ‌ত্তোলন হ‌তো না। তোমরা ফুটবল বিশ্বকা‌পের সময় দে‌খে‌ছো সকল তে‌শের জাতীয় পতাকা উ‌ত্তোল‌নের মধ‌্যদি‌য়ে জাতী্রয সংগীত প‌রি‌বেশন করা হয়। সেখা‌নে সৌ‌দি আর‌বের জাতীুয সংহীতও গাওয়া হয়।

তি‌নি আরও ব‌লেন, এসএস‌সি পরীক্ষা চল‌ছে অ‌নেকে নক‌লের আশ্রয় নি‌য়ে‌ছে তা‌দের আমরা এক্স‌পেল করে‌ছি। তারা আগামী ক‌য়েক বছর পরীক্ষা দি‌তে পার‌বে না। তাহ‌লে বুঝ সে সকল অ‌বিভাবক‌দের ম‌নে কি প্রভাব পর‌বে।

আমরা আরবীর সা‌থে বাংলা ইং‌রেজী পড়‌বো এর সা‌থে বি‌ভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ড  প্রতি‌যো‌গিতা্রয অংশগ্রহণ কর‌বো তাহ‌লেই আমরা একজন ভাল শিক্ষার্থী  হ‌য়ে ওঠ‌বো।

প‌রি‌বেশ অ‌ধিদপ্ত‌রের উপ প‌রিচালক মোঃ মিজানুর রহমানের সভাপ‌তি‌ত্বে‌ বি‌শেষ অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন জেলা মাধ‌্যমিক  শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুউল্লা, আহম‌দিয়া ফা‌যিল মাদ্রাসার অধ‌্যক্ষ মাওলানা মোঃ  মাসুম বিল্লাহ মজ‌ুমদার

এসময় উপ‌স্থিত ছি‌লেন মাধ‌্যমিক শিক্ষা অ‌ফি‌সের সহকারী বিদ‌্যালয় প‌রিদর্শক মোঃ আ‌জিজুল হক,  আহম‌দিয়া ফা‌যিল মাদ্রাসার উপাধ‌্যক্ষ‌্য মোঃ  মিজানুর রহমান, শাহতলী মাদ্রাসার উপাধ‌্যক্ষ মাওলানা ইয়া‌ছিন আহ‌মেদ, সহকারী অধ‌্যাপক রাষ্ট্রবিজ্ঞান ইকবাল হো‌সেন পাটওয়ারী, সহকারী অধ‌্যাপক আব্দুল হা‌মিদ, বাগাদী আহ‌মদিয়া ফা‌যিল মাদ্রাসার সহকারী অধ‌্যাপক মাহফজুর রহমান, প্রভাষক মোঃ মোহাম্মদ উল্লা, আহম‌দিয়া ফা‌যিল মাদ্রাসার সহকারী শিক্ষক আ‌মিনুল ইসলাম,  সহকারী গ্রহান্থগার মাহবুবুর রহমান।

অংশগ্রহনকারী মাদ্রাসাসমূহ: আ‌নোয়ারা দা‌খিল মাদ্রাস, ওছমা‌নিয়া ফা‌জিল মাদ্রাসা, আল আ‌মিন ম‌ডেল মাদ্রাসা, কা‌দেরিয়া তা‌জে‌র্রিযা সু‌ন্নিয়া দা‌খিল মাদ্রাস, আল আ‌মিন  মাদ্রাসা, আহম‌দিয়া ফা‌যিল মাদ্রাসা, বাগা‌দী  ফা‌যিল মাদ্রাসা, ফ‌রিদগঞ্জ কা‌মিল মাদ্রাসা, মান্দা‌রি ফা‌যিল মাদ্রাসা, আল কাউছার মাদ্রাসা হাজীগঞ্জ শাহতলী কা‌মিল মাদ্রাপরীক্ষ‌কের দা‌য়িত্ব পালন ক‌রেন আহম‌দিয়া ফা‌যিল মাদ্রাসার সহকারী অধ‌্যাপক আরবী জ‌হিরুল ইসলাম,
বিষ্ণুদী ইসলামীয়া ফাযিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ নোমান হোসেন ও হাজীগঞ্জ আল কাউছার মাদ্রাসার সহকালী শিক্ষক (বাংলা) মুনচুর আহ‌মেদ।

প্রথম স্থান আল কাউসার মাদ্রাসার ছাত্র আব্দুল্লাহ, দ্বিতীয় স্থান ফাহাদ হো‌সেন ও মোঃ জাকা‌রিয়া চৌধুরী, তৃতীয় স্থান আহম‌দিয়া ফা‌যিল মাদ্রাসার ছাত্রী আ‌য়েশা ছি‌দ্দিকা নাজা।

ষষ্ঠ থে‌কে দশম শ্রেণি পর্যন্ত রচনা লিখন প্রতি‌যো‌গিতায় অংশগ্রহনকারী শতা‌ধিক ছাত্র-ছাত্রী‌কে প‌রি‌বেশ অ‌ধিদপ্ত‌রের পক্ষ থে‌কে উপহার প্রদান করা হয়।ঢ়

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com