ঘটনাটি ঘটেছে ২৭ এপ্রিল রোববার দুপুর অনুমান ১২ টার দিকে চাঁদপুর পৌরসভার ১০ নং ওয়ার্ডের গুনরাজদী এলাকার ডাকাতিয়া নদীতে ৩ বন্ধু সহ স্নান করতে যায় মিশন রোড এলাকার মানিক রঞ্জন সরকারের একমাত্র ছেলে পুরান বাজার ডিগ্রী কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র সৌম্যজিৎ সরকার আপন। আপন প্রতিদিন মাকে বলে স্নান করতে যেত। কিন্তু ঘটনার দিন সে বাসায় কাউকে কিছু না বলে বন্ধুদের স্নান করতে যায়। স্হানীয়রা জানায়, চার বন্ধু নদীতে সাঁতার দিয়ে ডাকাতিয়া নদী পার হওয়ার চেষ্টা করে। মাঝ নদীতে আসলে তাদের পাশ দিয়ে বালুবাহী ব্লাকখেড গেলে স্রোতের তোরে সৌম্যজিৎ সরকার আপন নদীতে তলিয়ে যায়। দীর্ঘ্য সময় পর আপনের বন্ধুরা তার পরিবারকে আপন নদীতে নিখোঁজের বিষয়টি জানায়। পরে কোস্টগার্ড ও নৌ ফায়ার সার্ভিসের ডুবুরী দলের সদস্যরা খবর পেয়ে নদীতে সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালিয়ে সৌম্যজিৎ সরকার আপন সন্ধান না পেয়ে তাদের অনুসন্ধান প্রথম দিনের কাজ বন্ধ করে দেয়। পরিবারের সদস্যদের আত্মনাদে নদীর পারের বাতাস যেন ভাড়ি হয়ে উঠেছে। নদীতে নিখোঁজ সৌম্যজিৎ সরকার আপনের পিতা মানবক রঞ্জন সরকার হাজীগঞ্জ মেনাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
নিখোঁজ হওয়া আপনের মা শান্তা সরকার জানায়, বাসা থেকে না বলে আপন বন্ধুদের সাথে গোসল করতে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। আপন অল্প সাঁতার পারে। তবে মাঝেমধ্যে পরিবারের কাউকে না বলে নদীতে গোসল করতে যায় সে।
রাত ১১ টায় এ রিপোট লেখা পর্যন্ত আপনের কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে আপন নিখোঁজের বিষয়টি জানাজানি হলে নদীর পারে হাজারো মানুষের ভিড় জমে।