মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৩:৫৯ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ৩টি প্রতিষ্ঠানকে ১৫,০০০/- টাকা জরিমানা। Каким образом онлайн-казино привлекают игроков с использованием соревнований বাগাদী চৌরাস্তায় আগুনে পুড়ে ছাই ১০ ব্যবসা প্রতিষ্ঠান চাঁদপুর পাটোয়ারী  নিউজ পেপার এজেন্সির ম্যানেজার কানু রাহুতের পরলোকগমন  বোচাগঞ্জে জাকের পার্টির জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত ৮ মাস পর বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরল ১২ বাংলাদেশী নাবিক চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে  রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসকের উপর হামলা  চাঁদপুরে বন্ধুর বাসায় ডেকে নিষ্ঠুর হামলা দুই হিজরা গ্রেফতার মতলব উত্তরে দুই দিনে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ চাঁদপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মতলব

চাঁদপুরের মতলব উত্তরে বাঁশ দিয়ে ঘরের সিলিং তৈরি করে তাদের সংসার চলে বাঁশ শিল্পীদের 

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ০ বার পঠিত হয়েছে
মানিক দাস // বাঁশ দিয়ে তৈরি ঘরের সিলিং বেড়া চাঁদপুরের মতলব উত্তরে এখনও জনপ্রিয়তায় রয়েছে। উপজেলাজুড়ে এই হস্ত শিল্পের সঙ্গে জড়িয়ে রয়েছে ২৫-৩০ জন কারিগর। এই সিলিং বেড়া তৈরি করে যা আয় হয় তাই দিয়ে চলে তাদের সংসার।
আধুনিক যুগে এর ব্যবহার অনেকটা সীমিত। তবুও এই জনপদের মানুষের কাছে এর কদর রয়েছে। গ্রামের মানুষের জন্য এটি চাহিদাসম্পন্ন। বাঁশ দিয়ে তৈরি বিশেষ এই বেড়া রোদের তাপ কমিয়ে দেয়। ফলে গরমে এটি ঘর ঠান্ডা রাখতে উপযোগী। স্থানীয়ভাবে বাঁশ দিয়ে তৈরি ঘরের সিলিং বেড়া (ঘরের কাড়) নামে বেশ পরিচিত।
এছাড়া এই বেড়ার উপরে অনেক জিনিসপত্র রেখে দেয়া যায়। বিভিন্ন রকমের রঙ-এর আল্পনার ছোঁয়ায় এর সৌন্দর্য বৃদ্ধি পায়। অনেকেই আবার এটিকে বলেন ‘গরিবের এসি’।
সিলিং ও বেড়া তৈরি করতে সাধারণত তল্লা, মুলি ও নলি বাঁশ, সুতলী, গুণা, তারকাটা, দা, সাবল, হাতুরি ও করাতের প্রয়োজন হয়। যার সবই খুব সহজে স্থানীয় বাজারে পাওয়া যায়। সেখান থেকে কিনে আনেন ওই বাঁশ শিল্পীরা। একটি মাঝাড়ি আকারের বাঁশ দিয়ে কয়েক খণ্ড করে। খণ্ডগুলিকে পরিমাণ মতো ফালটা দা দিয়ে ক্যাচা করতে হয়। পরে দা দিয়ে ক্যাচাগুলিকে ছেচে পাতলা করে চটা বের করা হয়।
এরপর একটি সমান জায়গায় ১০ হাত পাশ করে ৫০ থেকে ১০০ হাতের লম্বা দুটি সুতলী টানানো হয়। প্রতি এক হাত সিলিং বা বেড়া বানাতে ১২টি চটার প্রয়োজন পড়ে। ওই চটাগুলি দিয়ে শিতল পাটির মতো করে লাগিয়ে দিলেই অপরূপ বুনন কৌশল আর বাহারি কারুকাজে তৈরি হয়ে যায় এই বাহারি বাঁশের সিলিং ও বেড়া। প্রতিদিন তিনজন কারিগর ৯০ থেকে ১০০ হাত সিলিং ও বেড়া তৈরি করতে পারেন।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার ষাটনল ইউনিয়নের সটাকী বাজার, বাবুবাজার, মালোপাড়া এলাকায় রয়েছে এই শিল্প। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত চলে বেড়া তৈরি। গরমে এর চাহিদা বেড়েছে। তাপ শোষণ করে তাপমাত্রা ঠিক রাখতে বাঁশের সিলিং সহায়ক। এটির তৈরির জন্য বিশেষ একধরনের বাঁশ ব্যবহার করা হয়। এই মলি বাঁশ আনতে হয় পাহাড়ি  এলাকা খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি এলাকা থেকে আনা হয়।
দেখা যায়, সটাকী বাজার এলাকায় দীর্ঘ ৮০ বছর ধরে এই শিল্প চালু রয়েছে। সেখানে গিয়ে দেখা যায়, ভোরের আলো ফোটার আগেই শুরু হয়েছে কর্মব্যস্ততা। কেউ নতুন বেড়া বুনছেন আর কেউ রং দিচ্ছেন। আগে এখানে ১০-১৫ জন কারিগর নিয়মিত কাজ করতেন, এখন কমে এসে সংখ্যা পাঁচ। প্রতিদিন ভোরেই কাজ শুরু হয়।
সটাকী বাজার বাঁশ দিয়ে ঘরের সিলিং বেড়া তৈরির প্রধান কারিগর আব্দুল মালেক প্রধান।  তিনি ৪৭ বছর ধরে এই শিল্পের সঙ্গে জড়িত আছেন। তার দলে রয়েছে আরও চারজন কারিগর। কারিগর মালেক প্রধান বলেন, এই সিলিং বেড়া তৈরি কষ্টসাধ্য। পরিশ্রম অনুযায়ী বর্তমান খুব একটা আয় থাকেনা। বাঁশের দাম বেড়ে গেছে। পরিবহন খরচ রয়েছে। তবুও শিল্পটাকে বাঁচিয়ে রেখেছি। মানুষের কাছে এখনো চাহিদা আছে। বেড়ার প্রকার ভেদ অনুযায়ী দাম।
আরেক কারিগর খলিলুর রহমান জানান, এই কাজ করে সংসার চালাতে খুব কষ্ট হয়। ছোট বেলায় এই কাজ শিখেছি। আনেকেই এই কাজ ছেড়ে অন্য কাজে চলে গেছে। সরকার যদি আমাদের সহযোগিতা করত তাহলে আমাদের কাজ করার আগ্রহ বাড়তো।
ষাটনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদাউস আলম সরকার জানান, আমার ইউনিয়নে সটাকি বাজারে দীর্ঘদিন ধরে বাঁশ দিয়ে ঘরের সিলিং বেড়া তৈরি করে আসছে। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে তাদের সরকারিভাবে সহায়তা করার চেষ্টা করব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি জানান, বাংলাদেশের যে কয়েকটি প্রাকৃতিক উপাদান লোকজীবনের সঙ্গে মিশে আছে, বাঁশ-বেত তাদের অন্যতম। সাধারণত গ্রামের লোকেরা এ হস্তশিল্পের সঙ্গে জড়িত এবং বেশির ভাগ তারাই এসব ব্যবহার করে। এ শিল্পকে টিকিয়ে রাখার জন্য সরকারি সকল সহায়তার আওতায় তাদের আনা হবে। এছাড়া বিভিন্ন এনজিওর মাধ্যমে তাদেরকে সহায়তা করা হয়।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com