গোলাম নবী খোকনঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের সানাতের কান্দি গ্রামে গৃহবধূর বিষপ্রানে আত্ত্বহত্যার খবর পাওয়া গেছে। ঘটনার বিবরনে ফতেপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার কাজী মোস্তাক আহমেদ বলেন, সানাতের কান্দি গ্রামের নুরুমিয়া প্রধান (৬০) মতলব দক্ষিণ উপজেলার উত্তর উদ্দমদী গ্রামের শাহিনুর কে গত তিন মাস পূর্বে বিবাহ করেন। গত ১৬ মে ২০২৫ ইং রোজ বৃহস্পতিবার সকাল ৮ টায় স্বামী নুরু প্রধানেরসাথে অভিমান করে শাহিনুর বেগম (৪৫) ঘাসের ঔষধ খেয়ে অসুস্থ হয়ে পরেন। পরে স্থানীয়রা মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, এখানে তার অবস্থার অবনতি দেখে তাকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, এখানেও তার অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক শাহিনুরকে ঢাকায় রেফার করা হলে ঢাকা যাওয়ার পথে মদনপুর নামক স্থানে গত রাত বারটায় ইন্তেকাল করেন। এ বিষয়ে থানায় খবর দেয়া হলে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ রবিউল হক সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল এসে মৃতের লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরন করেন। ময়নাতদন্তের পর মৃতের লাশ গ্রামের বাড়িতে এনে দাফন সম্পন্ন করেন এলাবাসি। তবে তাদের স্বামী স্ত্রী দুজনের এটি দ্বিতীয় বিয়ে। শাহিনুরের আগের সংসারে একজন কন্য সন্তান রয়েছে এবং নুরু প্রধানের আগের সংসারে দুজন ছেলে ও একজন কন্যা সন্তান রয়েছে বলে জানা যায়।