নিজস্ব প্রতিবেদক।। রোটারী ক্লাব অব চাঁদপুর হিলশা সিটি ২০২৫—২৬ সালের নবগঠিত কমিটির পক্ষ থেকে ইয়ার লাঞ্চিং ও শতাধিক দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
১ জুলাই মঙ্গলবার দুপুরে শহরের কালীবাড়ি কোর্টস্টেশনে নবগঠিত কমিটির সকলে উপস্থিত থেকে দুস্থদের মাঝে খাবার তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সভাপতি রোটারীয়ানএস এম মোরশেদ সেলিম, সাধারণ সম্পাদক রোটারীয়ান ইলিয়াস মজুমদার, পাস্ট প্রেসিডেন্ট রোটারীয়ান মুহাম্মদ রকিবুল হাসান রুমন,
রোটারীয়ান তাজুল ইসলাম,রোটারীয়ান সিপি রোমানা বেগম পিএইচএফ, রোটারীয়ান পিপি মফিজ উদ্দিন সরকার পিএইচএফ, রোটারীয়ান কাজী খায়রুল হাসান জুমন, রোটারীয়ান মোঃ হাসান কবির, রোটারীয়ান মোঃ শাখাওয়াত হোসেন বোরহান, রোটারীয়ান আলী আহমেদ ভূঁইয়া মাসুম, রোটারীয়ান মাহমুদা রহমান, রোটারীয়ান আশিকুর রহমান, রোটারীয়ান সুমি;পোদ্দার, রোটারীয়ান সাইফুল ইসলাম পাটওয়ারী, রোটারীয়ান মোঃ অহিদুর রহম্ন খান, রোটারীয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়,
রোটারীয়ান মাকসুদ আলম শাহীন, রোটারীয়ান ইঞ্জিনিয়ার মোঃ আজম খান, রোটারীয়ান এডভোকেট গাজী মোঃ সাইফুল আলম, রোটারীয়ান মোঃ হারুন হাওলাদার, রোটারীয়ান বিজন পাল, রোটারীয়ান সোহেব মৃধা।