বিয়ের পর থেকেই তীব্র ঝগড়া, অপমান আর বিষণ্নতা পিছু ছাড়েনি জান্নাতের। বারবার ঠিকঠাক করার চেষ্টা, কখনও থানায় অভিযোগ, কখনও বাবার বাপের বাড়িতে ফিরে যাওয়া। তারপর আবার স্বামীর অনুরোধে ফিরে আসা। কিন্তু সম্পর্কের ফাটলগুলোর সমাধান হয়নি।
গতকাল ৮ জুলাই মঙ্গলবার বিকেলে তাদের মাঝে আবারো ঝগড়া হয়। এক পর্যায়ে সজল বাসা থেকে বেরিয়ে যায়। কিছু সময় পর বাসায় ফিরে এসে ঘরের দরজা বন্ধ পেয়ে উকি দিয়ে দেখতে পায় আড়ার সাথে জান্নাতকে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে স্থানীয় তিন যুবকের সহায়তায় জান্নাতের মরদেহ নিচে নামিয়ে আনে। কিন্তু ততক্ষণে জান্নাত দুনিয়া থেকে পরপারে চলে যায়।
জান্নাতের পরিবার মনে করে, এই মৃত্যু আত্মহত্যা নয়, নির্যাতনের পরিণতি। তারা সরাসরি সজলকে দায়ী করেছে।
ঘটনার খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এসআই মফিজ মহিলা পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে জান্নাতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।