সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৬:৫৬ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
বাগাদী চৌরাস্তায় আগুনে পুড়ে ছাই ১০ ব্যবসা প্রতিষ্ঠান চাঁদপুর পাটোয়ারী  নিউজ পেপার এজেন্সির ম্যানেজার কানু রাহুতের পরলোকগমন  বোচাগঞ্জে জাকের পার্টির জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত ৮ মাস পর বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরল ১২ বাংলাদেশী নাবিক চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে  রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসকের উপর হামলা  চাঁদপুরে বন্ধুর বাসায় ডেকে নিষ্ঠুর হামলা দুই হিজরা গ্রেফতার মতলব উত্তরে দুই দিনে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ চাঁদপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মতলব Онлайн гэмблинг-платформа с богатыми премиями и значительной лояльностью. Расширенные вознаграждения и повышенная преданность в онлайн-казино

মতলব উত্তরে তিন হাজার একর কৃষিজমি রক্ষায় এলাকাবাসীর প্রতিবাদ সভা

  • আপডেটের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ০ বার পঠিত হয়েছে

গোলাম নবী খোকনঃ চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মোহনপুর ও এখলাছপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত সাতটি মৌজার প্রায় ৩০৩৭.৮৭ একর কৃষিজমিকে বেআইনিভাবে ১নং খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করে তা “অর্থনৈতিক অঞ্চল-১” নামে দীর্ঘমেয়াদি লিজ দেওয়ার সরকারি উদ্যোগের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

প্রসঙ্গত, বাহেরচর, চরওয়েবষ্টার, নাছিরাকান্দি, দিয়ারা বোরচর, নাপিত মারা, উত্তর বাহেরচর এবং এখলাছপুর ইউনিয়নের দক্ষিণ বোরচর—এই সাতটি মৌজার জমি বহু বছর ধরে স্থানীয় কৃষকেরা আবাদ করে আসছেন। এসব জমিতে বছরে চারটি ফসল উৎপাদন হয়। রয়েছে কবরস্থান, মসজিদ-মাদ্রাসা, স্কুল, বাজার ও হাজার হাজার মানুষের বসতি। প্রায় ২০-২২ হাজার মানুষের জীবন-জীবিকা সরাসরি এই জমির ওপর নির্ভরশীল। অথচ এসব জমি নিয়ে উচ্চ আদালতের দেওয়া স্থিতাবস্থা (Status-quo) আদেশ বলবৎ থাকা সত্ত্বেও জেলা প্রশাসন সেই আদেশ উপেক্ষা করে জমিগুলো খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করে লিজ প্রদানের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ ওঠেছে। এই ষড়যন্ত্রের প্রতিবাদে শনিবার (১২ জুলাই) সকাল ১০টায় মতলব উত্তরের বাহেরচর আশ্রয়ন প্রকল্প মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক প্রতিবাদ সভা। মোহনপুর ইউনিয়ন পরিষদের সদস্য সিরাজুল হকের সভাপতিত্বে ও চাঁদপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শরীফ মাহমুদ ফেরদৌস শাহীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুস সালাম, বিএফ শাহিন কলেজের সহকারী অধ্যাপক রুপ নারায়ণ সরকার, খোকন বেপারী, দুলাল বেপারী, সাবেক ইউপি সদস্য হুমায়ুন খালাসী, আব্দুর রহিম বেপারী, নুর মোহাম্মদ, দুলাল মুন্সি, শিপন খান, আনছর ছৈয়াল, সাবেক ইউপি সদস্য আবুল ঢালি, সাবেক ইউপি সদস্য হাকিম বেপারী, নিজাম উদ্দিন মুন্সি, হাবিব বকাউল, কাদের বকাউল, নজরুল ইসলাম, ইউপি সদস্য জুলেখা বেগম, সাবেক ইউপি সদস্য লুৎফা বেগম, সোহাগ দেওয়ান, শামীম মুন্সি, নাছির প্রধান, মনোরঞ্জন বাছের, এবাদুল্লা দেওয়ান, আবদুল বকাউল, মেজবাহ উদ্দিন, মহসিন বকাউল। স্থানীয় ইউপি সদস্যবৃন্দ, কৃষক প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা অভিযোগ করেন, স্বৈরাচার ও ফ্যাসিস্ট সরকারের দোসর এবং তৎকালীন প্রভাবশালী মন্ত্রী মোফাজ্জল হোসেন মায়ার প্রত্যক্ষ মদদে ২০১৮ সালের ১৮ ফেব্রুয়ারি ভূয়া জরিপের মাধ্যমে ৯৯৪ নম্বর একটি তঞ্চকতাপূর্ণ রেজিস্টার্ড দলিল তৈরি করে জেলা প্রশাসনের মাধ্যমে জমিগুলো জোরপূর্বক খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করা হয়।  চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সেলিমুস সালাম বলেন, সরকার প্রভাব খাটিয়ে আদালতের আদেশ উপেক্ষা করে সাধারণ কৃষকের জমি কেড়ে নেওয়ার চেষ্টা করছে। এটা শুধুমাত্র জমির লুট নয়, এটা গণমানুষের জীবিকা, বসতি, ইতিহাস মুছে ফেলার ষড়যন্ত্র। আমরা এই ষড়যন্ত্র রুখে দিতে রাজপথে নেমেছি এবং প্রয়োজনে চূড়ান্ত আন্দোলনের ডাক দেব। প্রশাসন যদি আদালতের আদেশ লঙ্ঘন করে একপক্ষীয়ভাবে লিজ কার্যক্রম চালায়, তবে আমরা আদালত অবমাননার মামলা করবো। জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন বলেন, উচ্চ আদালতের স্থিতাবস্থা আদেশ অমান্য করে এই ভূমি লিজ দেওয়া আইন লঙ্ঘনের সামিল। প্রশাসনের এই কর্মকাণ্ড সরাসরি সংবিধান ও বিচার বিভাগের অবমাননা। আমরা এর বিরুদ্ধে সর্বোচ্চ আইনি পদক্ষেপ গ্রহণ করবো। একইসাথে মাঠের রাজনীতিতেও আমরা সক্রিয় থাকবো। প্রয়োজনে ঢাকায় গিয়ে গণঅবস্থান কর্মসূচি ও অনশন করবো। এই অন্যায়ের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন ছাড়া আর কোনো পথ নেই। সভায় বক্তারা আরও বলেন, এই জমি আমাদের বাপ-দাদার। এখানে আমাদের ভিটেমাটি, সন্তানের স্কুল, কবরস্থান। আদালতের আদেশ অমান্য করে যদি প্রশাসন লিজ প্রক্রিয়া চালায়, তাহলে তা হবে সরাসরি সংবিধান ও বিচার ব্যবস্থার প্রতি চ্যালেঞ্জ। প্রয়োজনে আমরা আদালত অবমাননার মামলা করবো। এসময় সমবেত জনগণ শপথ নিয়ে বলেন, “জীবন দেব, তবুও এক ইঞ্চি মাটিও কাউকে ছেড়ে দেব না। ঐ সমস্ত জমির সিএস, এসএ রেকর্ড অনুযায়ী মালিক তারা দাবি করে বক্তারা অবৈধ লিজ প্রক্রিয়া বন্ধ না হলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন। তারা বলেন, প্রয়োজনে ঢাকায় গিয়েও অবস্থান কর্মসূচি, অনশন এবং গণআন্দোলন কর্মসূচি পালন করা হবে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com