মানিক দাস // চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে অগ্নিকাণ্ডে ৭ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় সদর উপজেলার বাগাদী চৌরাস্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট একঘণ্টা চেষ্টা চালিয়ে পুরো আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, ধোঁয়া ও আগুন দেখে তারা ঘটনাস্থলে ছুটে যান। এসময় ক্ষতিগ্রস্ত দোকানিসহ তাদের অনেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে আরও কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ছড়িয়ে পড়ে। পরে তারা জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে ফায়ার সার্ভিসকে আগুনের বিষয়টি জানান। খবর পেয়ে আধা ঘণ্টার মধ্যে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। তাদের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে দোকানসহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল পুড়ে গেছে।
স্থানীয় বাসিন্দা সফিকুর রহমান জানান, আগুনে ব্যবসায়ীদের অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারি সাহায্য দিতে হবে। তা না হলে তারা ঘুরে দাঁড়াতে পারবেন না।
আগুনে পুড়ে যায় ১০টি ব্যবসা প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে ৩টি কম্পিউটারের দোকান, একটি ফার্মেসি, হোটেল, মুদি দোকান, চা দোকান ও সেলুন। ব্যবসায়ীরা জানান, দোকান খোলার আগেই দেখি সব পুড়ে গেছে, কিছুই রক্ষা করতে পারিনি। প্রায় এতে ৫০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।
চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মোরশেদ আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাবারের হোটেল থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে পুরো ঘটনা খতিয়ে দেখে প্রকৃত কারণ জানা যাবে।