মানিক দাস // চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় স্বামীর সাথে ঝগড়া করে শরীরে কেরোসিন ঢেলে নিজেই শরীরে আগুন দিল দু সন্তানের জননী। অতপর জাতীয় বার্ন ইউনিটে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার বিকালে মৃত্যুকে বরণ করে নিল মিতু আক্তার (১৮) নামের গৃহবধূ।
ঘটনাটি ঘটেছে গত ১৬ অক্টোবর বৃহস্পতিবার বিকালে ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড নয়ারহাট উত্তর হাসা গ্রামের মিজি বাড়িতে। ঘটনা সূত্রে জানাযায়, স্বামী অটোরিকশা চালক রাকিব হাসানের সাথে পারিবারিক ভাবে মিতু আক্তারের বিয়ে হয়। তাদের সংসারে দুটি কণ্যা সন্তান রয়েছে। ছোট কণ্যা সন্তানের বয়স মাত্র আড়াই মাস। তাদের সংসারে প্রায়ই পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া বিবাদ হয়ে থাকতো।নিজের শরীরে অাগুন দেয়া দু সন্তানের জননী মিতু জানায়, তাদের সংসারে তার শাশুড়ি ঝগড়ার কেন্দ্রবিন্দু। তার স্বামী কাজ থেকে বাড়ি আসলে শাশুড়ি ছেলের কাছে নানা কথা বলে ঝগড়ার সৃষ্টি করতো। ঘটনার দিন সকালে স্বামী স্ত্রীর মাঝে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। স্বামী রাকিব হাসান স্ত্রী মিতুর গায়ে হাত তুলে এবং স্বামী বলে যে তুই মরে যা এই বলে রাকিব বাড়ি থেকে অটো রিক্সা নিয়ে কাজে চলে যায়। পরবর্তীতে বিকালে রাকিব বাড়ি আসলে স্ত্রী রাগ করে ঘরের ভেতর নিজের গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়। বাড়ির লোকজন আশঙ্কাজনক অবস্হায় মিতুকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ আনিসুর রহমান অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজের জাতীয় র্বান ইউনিটে রেফার করেন।সেখানে রাতেই নিয়ে মিতুকে ভর্তি করানো হয়। সেখানে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর গত ২১ অক্টোবর মঙ্গলবার বিকালে মিতু আক্তার মৃত্যুকে আলিঙ্গন করে পরপারে চলে যায়। এ নিয়ে ফরিদগঞ্জে ১৫ দিনের ব্যবধানে দু নারীর অগ্নীদগ্ধে মৃত্যু হয়েছে।