গোলাম নবী খোকনঃ
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ড. মুহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, আমাদের প্রাণের দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চাঁদপুর-২ আসনে ধানের শীষ প্রতীক আমার হাতে তুলে দিয়ে তৃণমূল নেতাকর্মীদের দীর্ঘদিনের ত্যাগ ও সংগ্রামের স্বপ্নকে মূল্যায়ন করেছেন।

১৭ বছর রাজপথে নির্যাতিত, ত্যাগী ও সংগ্রামী কর্মীদের চোখে আজ আশার আলো জ্বলেছে।”
শনিবার (৮ নভেম্বর) বিকেলে ছেংগারচর স্কুল মাঠে জাতীয বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ধানের শীষের বিজয় মানেই মানুষের মুক্তি। আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে নামলে ইনশাআল্লাহ চাঁদপুর-২ আসনে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না।
এ সময় তিনি সকল নেতা-কর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, এই নির্বাচনে কোনো ভেদাভেদ নয়, আমাদের লক্ষ্য একটাই- গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফেরানো।
পৌর বিএনপি সভাপতি নান্নু মিয়া প্রধানের সভাপতিত্বে, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন ও ছেংগারচর পৌর বিএনপির সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান যৌথ পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক ডাঃ সামিম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ন সম্পাদক ব্যারিষ্টার ওবাদুর রহমান টিটু, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আজারুল হক মুকুল, উপজেলা বিএনপির সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর আলম।
এসময় উপস্হিত ছিলেন ছেংগারচর পৌর বিএনপির নেতা সোয়েব সরকার,
ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জল ফরাজী, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খায়রুল হাসান বেনু, যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক রাসেদুজ্জান টিপু, ছাত্রদল আহবায়ক নুরুল হুদা ফয়েজী, ছেংগারচর পৌর যুবদলের সদস্য সচিব আলম সরকার, পৌর ছাত্রদলের আহবায়ক শাকিল খান, সাধারন সম্পাদক ফরহাদ।
জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক ডাঃ সামিম বলেন, “ধানের শীষ মানে মানুষের আশা ও পরিবর্তনের প্রতীক। চাঁদপুর-২ আসনের সাধারন মানুষ আজ জেগে উঠেছে। তাই আসন্ন নির্বাচনে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দেব এবং বিজয় নিশ্চিত করব।