স্টাফ রিপোর্টার:
বিজয়ী নারী উন্নয়ন সংস্থার ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের উদ্যোগে পুরান বাজার ২নং ওয়ার্ড ওসমানিয়া মাদ্রাসার পিছনে কম্বল করা হয়।

অদ্য ৩০শে নভেম্বর রবিবার পুরানবাজারের ২নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লায় ঘুরে ঘুরে বিজয়ীর শীতের উষ্ণ ভালবাসার উপহার কম্বল বিতরন করেন বিজয়ী নারী উন্নয়ন সংস্থা এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান।
এ সময় বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান বলেন গত সপ্তাহে আমরা এই এলাকাবাসীর জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প করেছিলাম এবং শতাধিক কম্বল বিতরন করেছিলাম। কিন্তু আগত রোগীর সংখ্যা বেশী হওয়ায় সবাই কম্বল দিতে পারি নাই। তাই আজকে আমি নিজেই বাড়ি বাড়ি গিয়ে কম্বল দিয়ে আসি আর এলাকাবাসীর উষ্ণ ভালবাসা গ্রহন করি।
এ সময় উপস্থিত ছিলেন বিজয়ীর স্বপ্নদ্রষ্টা আশিক খান, এলাকার সুধীজনসহ বিজয়ীর ভলেনটিয়ারবৃন্দ।