শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ১টি প্রতিষ্ঠানকে ১৫,০০০/- টাকা জরিমানা। Ruletka Strategie Gra – Recenzja Kasyna Online চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযান। ৭টি প্রতিষ্ঠানকে ৩৫,০০০/- টাকা জরিমানা। Ideal Payout Casino Site: Where to Discover the Highest Possible Paying Online Online Casinos চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং যৌথ বাহিনীর অভিযান। ৭টি প্রতিষ্ঠানকে ১,২৩,০০০/- টাকা জরিমানা। Jouer Roulette Guide Complet: Tout ce que vous devez savoir avant de jouer en ligne সাতক্ষীরায় প্রবীণ কল্যাণ সংস্থার উদ্যোগে ড. দিলারা বেগমের শোক সভা চাঁদপুরে শীতার্ত জেলেদের মাঝে কম্বল বিতরণ বেসরকারি খাতে আজ থেকে চলবে বেনাপোল-খুলনা-মোংলা রুটে চলাচলকারী বেনাপোল কমিউটার (বেতনা) ট্রেন Rulet Uluslararası Siteler Rehberlik

কয়েক একর ফসলি জমি পানির নিচে, কৃষকের চোখে জল”কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা

  • আপডেটের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১ বার পঠিত হয়েছে
স্টাফ রিপোর্টারঃতীব্র জলাবদ্ধতার কারণে চাঁদপুর সদর উপজেলার ৭ নং  তরপুরচন্ডী ইউনিয়নের উত্তর পশ্চিম তরপুরচন্ডী গ্রামের সর্দার বাড়ি বিলে  অনাবাদি রয়েছে কয়েক ‘শ হেক্টর জমি।
যত্রতত্র খাল ভরাট, অপরিকল্পিত স্থাপনা নির্মাণ আর পানি নিষ্কাশনের অভাবে বছরের ছয়মাস জলাবদ্ধ থাকে এসব জমি।
বর্তমানে জলাবদ্ধতার তীব্রতার  কারণে তিন ফসলি জমি পরিণত হয়েছে শূন্য ফসলী জমিতে। এতে ক্ষতির সম্মুখীন হচ্ছেন কৃষক।অনেক কৃষক কান্না করছে এই ভয়াবহ জলাবদ্ধতার কারনে।রোপণকৃত আমন ও রবি শস্যের ব্যাপক ক্ষতি হওয়ায় কয়েক হাজার কৃষক এখন সর্বস্বান্ত হওয়ার পথে।

জলাবদ্ধতার বর্তমান চিত্র
​সরেজমিনে গিয়ে দেখা যায়, বিলের পর বিল পানির নিচে ডুবে আছে। কোথাও বুক সমান পানি, আবার কোথাও হাঁটুর ওপরে। স্বাভাবিকভাবে এই সময়ে কৃষকদের ব্যস্ত থাকার কথা ছিল ফসল তোলা বা নতুন বীজ বপনে, কিন্তু এখন সেখানে চলছে কেবল হাহাকার। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত বাঁধ নির্মাণ এবং পানি নিষ্কাশনের একমাত্র খালটি পতিত সরকারের আমলে ভরাট করার এই দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

স্থানীয় কৃষক আবুল কালাম, দেলু গাজী, মিন্টু গাজী, মমিন সর্দার, আনোয়ার মৃধা, জাকির মৃধা, শফিকসহ বেশ কয়েকজন কৃষক জানান, জলাবদ্ধতার কারণে তাদের ফসলি জমি অনাবাদি থেকে যায়। জমিতে ফসল করতে পারছেনা, যার কারনে এ বিলটি প্রায় সারা বছরই পানিতে ডুবে থাকে। যেখানে কৃষি নির্বর বাংলাদেশ, সেখানে প্রায় কয়েক কোটি টাকার ফসল উৎপাদন বন্ধ রয়েছে।
তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে  কৃষকদের দাবি, কেবল আশ্বাস নয়, অবিলম্বে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে তাদের আবাদের উপযোগী জমি ফিরিয়ে দেওয়া হোক।
তারা দ্রুত এ বিলের পানি নিস্কাশনের জন্য একটি স্থায়ী কালভাট করার জন্য জেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com