1. rajubdnews@gmail.com : admin :
  2. bipplobsarkar@gmail.com : Md. Bipplob Sarkar : Md. Bipplob Sarkar
  3. crimeaction24@gmail.com : Maruf Gazi : Maruf Gazi
  4. mizanbhola10@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৪:২৭ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এর সমাপনি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান   তিল চাষে আগ্রহ বেড়েছে মতলব উত্তরের কৃষকদের চাঁদপুর জেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত ফ‌রিদগ‌ঞ্জে দু‌টি ইট ভাটাকে ৪ লাখ টাকা জ‌রিমানা মিশা-ডিপজলের কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে রিট কবে হচ্ছে শ্রমিকদের ঈদ-বোনাস, জানালেন শ্রম প্রতিমন্ত্রী ফিটনেসহীন বাস ও ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের নির্দেশ মৌসুম শেষ হওয়ার আগেই লবণের রেকর্ড উৎপাদন লক্ষ্মীপুর-রামগতি সড়কের দুই পাশে ১৫ হাজার গাছ কাটার আয়োজন, বড় বিপর্যয়ের শঙ্কা তাপপ্রবাহ থাকতে পারে ৫ দিন

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল’র ভেতরে করোনা রোগী:বাইরে ময়লার ভাগাড়!

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ১০৪ বার পঠিত হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি:   সাতক্ষীরা করোনা ডেডিকেটেড মেডিকেল হাসপাতাল যেন ময়লার ভাগাড়। হাসপাতালে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগী। তবে হাসপাতালের ভেতরে নেই কোনো ট্রায়াজ সিস্টেম। বাইরে পড়ে আছে বিভিন্ন ধরনের ক্লিনিক্যাল বর্জ্য। হাসপাতালে ঢোকার আগে ময়লা আর দুর্গন্ধে চলাফেরাই দায় হয়ে পড়েছে। ‘হাসপাতালের পরিবেশ হবে সুন্দর ও জীবাণুমুক্ত। কিন্তু, গেট দিয়ে ভেতরে প্রবেশ করলেই নাকে দুর্গন্ধ অনুভব হয়।

রোগীদের কোনও উপায় থাকে না বলেই ভেতরে যেতে হয়, চিকিৎসা নিতে হয়। ৭২ বছর বয়সী বাবাকে নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আসা আব্দুল আলিম এসব কথা বলেন। হাসপাতালের তিন তলায় ওঠার সিঁড়িতে কথা হয় ২৫ বছর বয়সী আশিক ইকবলের সঙ্গে। মা মফুরাকে নিয়ে এসেছেন তিনি। পরিচ্ছন্নতা নিয়ে কথা বলতেই আশিক ইকবল তিন তলার সিঁড়ি থেকে দুই ভবনের মাঝের স্থান দেখিয়ে বলেন,এখানে যে কী পরিমাণ ময়লা জমা হয়ে থাকে, সেটা অকল্পনীয়।’ রবিবার (৪ জুলাই) সাতক্ষীরা করোনা ডেডিকেটেড মেডিকেল হাসপাতালে সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালের বিভিন্ন জায়গায় নানা ধরনের আবর্জনা, জমে রয়েছে পানি ও হাসপাতাল চত্বরের ভেতরে পসরা সাজিয়ে বসেছেন হকাররা। কর্তৃপক্ষ হাসপাতালজুড়ে ময়লার ভাগাড়ের জন্য দায়ী করছেন রোগীদের। আর নির্মাণাধীন ভবনের নির্মাণসামগ্রীর স্তুপের জন্য দায়ী করেছেন পৌরসভাকে।

প্রায় একই অভিযোগ সাতক্ষীরা শহরের কাটিয়া থেকে বৃদ্ধা মাকে নিয়ে পাঁচ দিন ধরে হাসপাতালে থাকা জামিলা বেগমেরও। তিনি সাংবাদিকদের বলেন,‘হাসপাতালের ভেতরের পরিবেশ যদি এমন হয়, তাহলে চিকিৎসা সেখানে কীভাবে হবে? এমন পরিবেশে চিকিৎসা নিলে তো সুস্থ হওয়ার বদলে অসুস্থ হয়ে বাড়ি ফিরবে! সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতারের তত্বাবধায়ক শেখ কুদরত-ই-খোদা জানান, করোনার কারনে খেয়াল করা হয়নি আমি কালই দেখে পরিস্কার করার ব্যবস্থা করবো। তিনি আরও জানান প্রতিদিন করোনা রোগীর চাপ বেড়ছে। বর্তমানে প্রায় তিনশত রোগী চিকিৎসাধীন আছে। ইমারজেন্সি, সিসিইউ, আইসিইউ, ডায়ালাইসিস, মেডিসিন, সার্জারি, গাইনি, অর্থপেডিক্স, শিশু, শিশু সার্জারিসহ মোট ১৮ টি ইউনিট চালু আছে। সেন্ট্রাল অক্সিজেন চালু থাকার পাশাপাশি এখানে হাইফ্লোন্যাভেল ক্যানোলার সংখ্যা রয়েছে ৩৮ টি। আই.সি.ইউ বেড রয়েছে-৮ টি। জনবল সংকটে রোগীর চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। সিনিয়র, জুনিয়র এবং সহকারী সার্জনসহ মোট ৫৮ টি পদের বিপরীতে গুরুত্বপূর্ণ ২৭ টি শুন্য পদ নিয়ে কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। ৫০ জনের বিপরীতে পরিচ্ছন্নতা কর্মী রয়েছে মাত্র ২০ জন। ১৫ টি সিনিয়র নার্সের পদ শুন্য রয়েছে। জনবল চেয়ে ১৫ জুন স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি বরাবর তিনি পত্র প্রেরণ করেছেন।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর
© All rights reserved by CrimeAction 24 Dot Com.
Theme Customized BY LatestNews