1. rajubdnews@gmail.com : admin :
  2. bipplobsarkar@gmail.com : Md. Bipplob Sarkar : Md. Bipplob Sarkar
  3. crimeaction24@gmail.com : Maruf Gazi : Maruf Gazi
  4. mizanbhola10@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
শুক্রবার, ১৭ মে ২০২৪, ১০:২২ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
চাঁদপুর সরকারি হাসপাতালে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু হাজীগঞ্জে খালে মিলল অজ্ঞাত নারীর মরদেহ ছেংগারচর পৌর ৫নং ওয়ার্ড লীগের কমিটি গঠন সুবিধাবঞ্চিত শিশুদের সুরক্ষা ও অধিকার শীর্ষক এ্যাডভোকেসি সম্মেলন নির্বাচনি আচরণবিধি লঙ্গন চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলামের সমর্থকে ৫ হাজার টাকা জরিমানা। অ্যাড. জসীম উদ্দিন পাটওয়ারী ও অ্যাড. জাহিদুল ইসলাম রোমানের নেতৃত্বেঘোড়া মার্কার সমর্থনে চাঁদপুরে বিশাল মিছিল ও গণসংযোগ মতলব উত্তরে চরাঞ্চলে রাসেল ভাইপার আতঙ্কে মিলছে না ধানকাটার শ্রমিক! হংকং বেকারী ও চাঁদপুর সরকারি হাসপাতালের ক্যান্টিনে জরিমান  চাঁদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর পদত্যাগ, অবসান হলো লি যুগের

লোহাগাড়ায় “নাজির খাঁ দিঘী”র কার্যক্রমে বাধা সৃষ্টি না করার পুনঃনির্দেশ হাইকোর্টের

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ১৮৩ বার পঠিত হয়েছে

দেলোয়ার হোসেন রশিদী, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি ঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় উত্তর কলাউজান “নাজির খাঁ দিঘী”র কার্যক্রমে বাধা সৃষ্টি না করার জন্য আরো ৬ মাসের স্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। এডভোকেট শেফায়েত সোলতানা রুমির আবেদনের প্রেক্ষিতে গত ১৬ জুন শুনানী শেষে পুনঃনির্দেশ জারি করেন মহামান্য হাইকোর্ট। সূত্র মতে, গত সনের ২৯ অক্টোবর দিঘীর স্বত্বাধিকারী মোছাম্মৎ ইসরাত জাহান ছিদ্দিকা মৎস্য চাষসহ সকল কার্যক্রম পরিচালনায় কোন বাঁধা না দেয়ার জন্য অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত চট্টগ্রাম- ৩ এ অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করেন।

পরে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের নির্দেশনা অনুযায়ী হাইকোর্ট ডিভিশনে অস্থায়ী নিষেধাজ্ঞার প্রার্থনা করলে গত ২৯ ডিসেম্বর বাংলাদেশ সরকারের প্রতিনিধি ও উক্ত ৫০৭/২০০৫ নং মামলার বিবাদীদের বিরুদ্ধে ছয় মাসের অস্থায়ী নিষেধাজ্ঞার নির্দেশ প্রদান করেন। যার মেয়াদ ছিল ২৯ জুন পর্যন্ত। নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ায় আবেদনের প্রেক্ষিতে শুনানী শেষে পুণরায় ৬ মাসের নিষেধাজ্ঞার আদেশ দেন হাইকোর্ট। উল্লেখ্য, কলাউজান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রায়ত আলহাজ্ব বজলুর রহমান সিকদারের মেয়ে মোছাম্মৎ ইসরাত জাহান ছিদ্দিকা ওয়ারিশমূলে নাজির খাঁ দিঘী প্রায় ৩৫ বৎসর যাবত ভোগ দখলে স্থিত আছেন। দিঘীর জলীয় কিছু অংশ ভুলক্রমে বিএস জরিপে বাংলাদেশ সরকারের নামে রেকর্ড হয়। পরে ইসরাত জাহান ছিদ্দিকার ভাই মুসা খালেদ জাহাঙ্গীর সিকদার ভুল রেকর্ডের সংশোধন চেয়ে সিনিয়র সহকারী জজ আদালত চট্টগ্রামে মামলা করেন।

দুতরফা শুনানী শেষে ২০০৫ সনের ১৪ সেপ্টেম্বর বিএস রেকর্ড ভুল ঘোষণা করেন ও বাদীদের স্বত্ব ঘোষণা করে রায় দেন আদালত। রায়ের বিরুদ্ধে সরকার পক্ষ আর কোন আপিল করেননি। কিন্তু দিঘীর পার্শ্ববর্তী কিছু অসৎ ব্যক্তি দলবদ্ধ হয়ে ওই রায়ের বিরুদ্ধে অপর আপিল মামলা (নং- ৫০৭/২০০৫) দায়ের করেন। যা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত চট্টগ্রাম- ৩ এ বিচারাধীন। গত ২৫ অক্টোবর এক কুচক্রি মহল বাংলাদেশ সরকারের প্রতিনিধিদেরকে সামনে রেখে দিঘীতে মৎস্যচাষ পরিচালনায় হয়রানির চেষ্টা করলে এই অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশের আবেদন করা হয়। হাইকোর্ট ডিভিশনের আদেশের প্রতি সম্মান প্রদর্শনপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক, লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবরে নিষেধাজ্ঞার কপি প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন এডভোকেট শেফায়েত সোলতানা রুমি। উল্লেখ্য, দিঘীর মালিক কলাউজান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রায়ত আলহাজ্ব বজলুর রহমান সিকদারের কন্যা মোছাম্মৎ ইসরাত জাহান ছিদ্দিকা মাছ ধরতে গেলে স্থানীয় কিছু অসৎ ব্যক্তি দলবদ্ধ হয়ে মোটা অংকের চাঁদা দাবী করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ২০১৫ সালের ১৪ অক্টোবর একটি চাঁদাবাজি মামলা (নং- ৯৫৭/২০১৬) দায়ের করা হয়। যা এখনো চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন। এছাড়া আদালতের নির্দেশনা অমান্য করে বার বার হয়রানি করায় তাদের বিরুদ্ধে গত ৪ মার্চ লোহাগাড়া থানায় সাধারণ ডায়েরী (নং- ৩৪০/২১) করেন দিঘীর মালিক। দীঘির একমাত্র মালিক এই অসহায় মহিলার উপযুক্ত কোন পুরুষ অভিবাবক না থাকায় এবং দিঘীটি তাদের বাড়ী থেকে ৩/৪ কি.মি. দূরে হওয়ার সুবাদে দীঘির পাড়স্থ কুদ্দুস বাহিনীর কবল থেকে রক্ষা পেতে উর্ধ্বতন কর্তৃপক্ষ প্রশাসন এবং সাতকানিয়া লোহাগাড়ার এমপি মহোদয়ের নিকট আবেদন করেছেন তিনি।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর
© All rights reserved by CrimeAction 24 Dot Com.
Theme Customized BY LatestNews