মানিক দাস // জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১২ জুন সোমবার বিকালে চাঁদপুর স্টেডিয়াম মাঠে বিকাল ৪ টায় ফাইনাল খেলায় অংশ গ্রহন করে চাঁদপুর সরকারি কলেজ বনাম মতলব সরকারি ডিগ্রী কলেজ।
গত ১০ জুন শনিবার সকাল ১০টায় চাঁদপুর স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ প্রতিযোগিতার উদ্ধোধন করা হয়।
ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)বশির আহমেদ। জেলা ক্রীয়া সংস্হার সাধারন সম্পাদক গোলাম মোস্তফা বাবুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান।
এ সময় তিনি বলেন, পূর্বে থেকে স্কুল পযায়ে বঙ্গমাতা ফুটবল বালক বালিকা টুর্নামেন্ট হয়ে আসছে। তবে কলেজ পর্যায়ে ২০২৩ সাল থেকে এই প্রথম জাতির পিতার নামে বঙ্গবন্ধু আন্তঃজেলা ফুটবল টুনামেন্ট শুরু হয়েছে। আজ যারা চ্যাম্পিয়ন ও রানারআপ হয়েছে তারা বিভাগীয় পর্যায়ে খেলার সুযোগ পাবে। আমার বিশ্বাস মতলব ডিগ্রী কলেজ ও চাঁদপুর সকরকারি কলেজ উভয় কলেজ জাতীয় পর্যায় পর্যন্ত যাবে, সাথে সাথে চাঁদপুরের নাম উজ্জল করবে।
তিনি আরও বলেন, স্কুল ও কলেজ পর্যায় থেকে নতুন নতুন খেলোয়ার তৈরি করাই এই টুর্ণামেন্টের উদ্দেশ্য। আমাদের শিক্ষা প্রতিষ্ঠাগুলোর দায়িত্ব হবে পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের ক্রীড়া বান্ধব করে গড়ে তোলা। সারাবছর শিক্ষার্থীদের খেলার মাঠে রাখার জন্য টুর্ণামেন্টে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহন নিশ্চিত করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নাঈম পাটোয়ারী দুলাল,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইয়াসিন আরাফাত।
এ সময় আরো উপস্হিত ছিলেন, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্যাহ, জেলা ক্রীয়া অফিসার তারিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, সিভিল সার্জন ডাঃ শাহাদাত হোসেনসহ আরো অনেকে।
নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমাপ্ত হয়। পরে ট্রাইবেকারে মতলব সরকারি ডিগ্রী কলেজ ৪-২ গোলে চাঁদপুর সরকারি কলেজকে হারিয়ে চেম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ।